
ফ্যাশন মানে আরাম, ব্যক্তিত্ব ও রুচির মেলবন্ধন
ফ্যাশনের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। সুমির কাছেও এর একটা সংজ্ঞা আছে। তিনি জানালেন, তাঁর কাছে ফ্যাশন মানে আরাম। এর ওপরে কোনো কথা নেই। যেসব পোশাক ও অনুষঙ্গ তাঁর সঙ্গে জুতসই এবং যা ক্যারি করতে পারেন, তা-ই পরেন এবং কেনেন। সুমি বলেন, ‘আমার কাছে ফ্যাশন মানে শুধু অবয়ব নয়, এর সঙ্গে সম্পৃক্ত থাকে মানুষের ব্যক্তিত্ব ও রুচি।’
শীতে গাঢ় রঙের কাপড় বেছে নেন
কখন কেমন পোশাক পরা হবে, এর অনেকটাই নির্ভর করে তাপমাত্রার ওপর। তবে সব ঋতুতেই সুমি আরামদায়ক পোশাক বেশি প্রাধান্য দেন। সুমি বলেন, ‘আমি ঋতুর সঙ্গে মিলিয়ে পোশাকের রং ও নকশা বাছাই করি। শীতে একটু গাঢ় রঙের পোশাক পরতেই বেশি ভালো লাগে।’
ত্বক সুরক্ষিত রাখতে
ত্বক যেন আর্দ্র থাকে, সেদিকটায় বেশি নজর দেন সুমি। তবে সব ঋতুতেই তিনি ত্বকের যত্নে অলিভ অয়েল ব্যবহার করেন। ক্যাজুয়াল ও পার্টি ওয়্যার কখন, কোথায় কোন ধরনের পোশাক পরেন—এ প্রশ্নের উত্তরে সুমি বলেন, ‘ক্যাজুয়ালি আমি ঢিলেঢালা ও সুতির আরামদায়ক পোশাক পরি। পার্টি ওয়্যার নির্ভর করে কখন কোন ধরনের অনুষ্ঠান বা আয়োজনে যোগ দিতে যাচ্ছি, তার ওপর। সেটা শাড়ি বা ওয়েস্টার্ন—যেকোনো কিছুই হতে পারে।’
আমি ছেলেদের সুগন্ধি বেশি পছন্দ করি। কয়েক দিন পর পর আমার মুডের ওপর নির্ভর করে সুগন্ধি পরিবর্তন হয়। যখন নতুন কোনো চরিত্রে অভিনয় করি, সে সময় নতুন সুগন্ধি ব্যবহার করি, যেন শুটিংয়ে সেই ঘ্রাণে আমি চরিত্রের ভেতর ঢুকে যেতে পারি।
শীতকালে রোজ যা করেন
শীতকালে শরীরে যেন পানির ঘাটতি দেখা না দেয়, এ জন্য পর্যাপ্ত পানি পান করেন। এ ছাড়া প্রচুর ফলমূল খান। সাধারণত দিনের কোনো ভাগের খাবার তিনি বাদ দেন না, নিয়মিত খাওয়াদাওয়া করেন।

ফ্যাশন মানে আরাম, ব্যক্তিত্ব ও রুচির মেলবন্ধন
ফ্যাশনের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। সুমির কাছেও এর একটা সংজ্ঞা আছে। তিনি জানালেন, তাঁর কাছে ফ্যাশন মানে আরাম। এর ওপরে কোনো কথা নেই। যেসব পোশাক ও অনুষঙ্গ তাঁর সঙ্গে জুতসই এবং যা ক্যারি করতে পারেন, তা-ই পরেন এবং কেনেন। সুমি বলেন, ‘আমার কাছে ফ্যাশন মানে শুধু অবয়ব নয়, এর সঙ্গে সম্পৃক্ত থাকে মানুষের ব্যক্তিত্ব ও রুচি।’
শীতে গাঢ় রঙের কাপড় বেছে নেন
কখন কেমন পোশাক পরা হবে, এর অনেকটাই নির্ভর করে তাপমাত্রার ওপর। তবে সব ঋতুতেই সুমি আরামদায়ক পোশাক বেশি প্রাধান্য দেন। সুমি বলেন, ‘আমি ঋতুর সঙ্গে মিলিয়ে পোশাকের রং ও নকশা বাছাই করি। শীতে একটু গাঢ় রঙের পোশাক পরতেই বেশি ভালো লাগে।’
ত্বক সুরক্ষিত রাখতে
ত্বক যেন আর্দ্র থাকে, সেদিকটায় বেশি নজর দেন সুমি। তবে সব ঋতুতেই তিনি ত্বকের যত্নে অলিভ অয়েল ব্যবহার করেন। ক্যাজুয়াল ও পার্টি ওয়্যার কখন, কোথায় কোন ধরনের পোশাক পরেন—এ প্রশ্নের উত্তরে সুমি বলেন, ‘ক্যাজুয়ালি আমি ঢিলেঢালা ও সুতির আরামদায়ক পোশাক পরি। পার্টি ওয়্যার নির্ভর করে কখন কোন ধরনের অনুষ্ঠান বা আয়োজনে যোগ দিতে যাচ্ছি, তার ওপর। সেটা শাড়ি বা ওয়েস্টার্ন—যেকোনো কিছুই হতে পারে।’
আমি ছেলেদের সুগন্ধি বেশি পছন্দ করি। কয়েক দিন পর পর আমার মুডের ওপর নির্ভর করে সুগন্ধি পরিবর্তন হয়। যখন নতুন কোনো চরিত্রে অভিনয় করি, সে সময় নতুন সুগন্ধি ব্যবহার করি, যেন শুটিংয়ে সেই ঘ্রাণে আমি চরিত্রের ভেতর ঢুকে যেতে পারি।
শীতকালে রোজ যা করেন
শীতকালে শরীরে যেন পানির ঘাটতি দেখা না দেয়, এ জন্য পর্যাপ্ত পানি পান করেন। এ ছাড়া প্রচুর ফলমূল খান। সাধারণত দিনের কোনো ভাগের খাবার তিনি বাদ দেন না, নিয়মিত খাওয়াদাওয়া করেন।

নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
৬ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
৮ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১৪ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১৪ ঘণ্টা আগে