ফিচার ডেস্ক, ঢাকা

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও যুক্তরাষ্ট্রের পপতারকা কেটি পেরি একান্তে দেখা করেছিলেন। গত ২৮ জুলাই মন্ট্রিয়লের রেস্তোরাঁ লে ভিওলনে জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা করার জন্য কেটি পাড়ি দিয়েছিলেন প্রায় পাঁচ হাজার কিলোমিটার পথ!
এই বিশেষ ঘটনার কারণে মার্কিন এই তারকা সংগীতশিল্পীর নাম এখন বেশ চর্চায় রয়েছে। ঘটনাটি নিয়ে নানান গুঞ্জন ছড়ালেও আদতে তাঁরা কেন দেখা করেছিলেন, তা জানা যায়নি। কিন্তু কেটি পেরি এ ঘটনায় নেটিজেনদের নজরে পড়েছেন নতুন করে।

কিছুদিন পরপর হেয়ারস্টাইল বদলে ফেলা কেটি পেরির বয়স এখন ৪০। দেখতে এখনো ঠিক প্রেমে পড়ার মতোই আছেন তিনি। ট্রুডো কি তবে তাঁর প্রেমেই পড়লেন? এ প্রশ্নের মতোই নেটিজেনদের মনে প্রশ্ন দেখা দিয়েছে, চল্লিশের কোঠার এই পপস্টার কোন গোপন উপায়ে ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত রেখেছেন কিশোরীদের মতো? বিভিন্ন তথ্য ঘেঁটে জানা গেছে—
একটি বিশেষ স্কিন কেয়ার পণ্য বদলে দিয়েছে তাঁর ত্বক
২০১১ সালে টিভি পর্দায় পেরির প্রোঅ্যাকটিভ বিজ্ঞাপন অনেকে দেখেছেন। প্রোঅ্যাকটিভের এই দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেছিলেন, এই ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্যগুলো সত্যিই তাঁর ব্রণ দূর করতে সাহায্য করেছে। পেরি ২০১৮ সালে ‘রিফাইনারি২৯’ কে বলেছিলেন, ‘প্রোঅ্যাকটিভ থেকে আমাকে এটা বলার জন্য টাকা দেয় না! এটি আসলে আমার ব্রণের সমস্যা সমাধান করেছে।’

পেরি আরও জানান, ২০ বছর তাঁর ত্বক সত্যিই অনেক খারাপ ছিল। মানসিক চাপের কারণে প্রচুর ব্রণ উঠত তাঁর মুখে। লেজার ট্রিটমেন্ট, বিভিন্ন মলম ও ফেশিয়াল করানোর পরও ব্রণ থেকে পরিত্রাণ পাচ্ছিলেন না তিনি। এরপর পরিচিত একজন তাঁকে প্রোঅ্যাকটিভ ক্লিনজার ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন। তারপর? নিয়মিত ব্যবহারে তিনি শেষমেশ ব্রণ থেকে মুক্তি পান।
ক্লিনজিং অয়েল ব্যবহার করেন
দর্শকেরা কী ভাবেন? পেরি বুঝি ঘর্মাক্ত চকচকে শরীর নিয়ে স্টেজে পরিবেশনা করেন, তাই তো? কিন্তু না। গায়িকা ‘এলিট ডেইলি’ নামের একটি অনলাইন নিউজ প্ল্যাটফর্মকে বলেছিলেন, তিনি আসলে খুব বেশি ঘামেন না। তা ছাড়া তাঁর ত্বক মিশ্র প্রকৃতির, ফলে খুব বেশি তেল চিটচিটেও হয় না; বরং মেকআপ ঠিক রাখতে প্রচুর পাউডার মুখে ব্যবহার করেন তিনি। তবে তাঁর এই চকচকে ত্বকের রহস্য অন্য। প্রতি রাতে তিনি ক্লিনজিং অয়েল দিয়ে মুখ পরিষ্কার করে ঘুমাতে যান।
আমি কখনো মেকআপ নিয়ে ঘুমাই না। কেটি পেরি মার্কিন পপতারকা, এল ম্যাগাজিনের সাক্ষাৎকারে
একটি বিশেষ ক্লিনজিং অয়েলের নাম উচ্চারণ করে কেটি জানিয়েছিলেন, ত্বক গভীরভাবে পরিষ্কার করার জন্য বেশ কয়েক বছর ধরে তিনি সেই ক্লিনজিং অয়েল ব্যবহার করেন। তিনি আরও বলেছিলেন, ‘আমি আগে আমার মুখে তেল লাগাতে ভয় পেতাম। কিন্তু এটি সত্যিই আমার ত্বকের গভীর থেকে ময়লা টেনে বের করে আনে।’
প্লাস্টিক সার্জারি নাকি রূপ বর্ধন; কোনটায় বিশ্বাস করেন পেরি
২০১৮ সালে গুজব ছড়িয়ে পড়েছিল, পেরি মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তিনি তা স্বীকার করেননি। ‘রিফাইনারি২৯’-কে পেরি বলেন, ‘আমি কোনো সার্জারি করিনি। কেবল লেজার করেছি এবং চোখের নিচে ফিলার ইনজেকশন দিয়েছি।’ তিনি স্পষ্ট বলে দেন, এর বাইরে তাঁর সবই প্রাকৃতিক। পেরি স্পষ্ট করে আরও বলে দিয়েছেন যে তিনি কসমেটিক চিকিৎসার বিরুদ্ধে নন। তাঁর ভাষ্য, ‘আমরা স্বেচ্ছায় শারীরিক কোনো পরিবর্তন সম্পর্কে আগেকার সেই নেতিবাচক ধারণা থেকে দূরে সরে যাচ্ছি। কেউ যদি নাকের সৌন্দর্য বাড়াতে সার্জারি করেন এবং ভালো বোধ করেন, তাহলে ক্ষতি কী!’
তিনি জানেন, ভালো ত্বক ভেতর থেকে আসে
কেবল ওপর থেকেই ত্বকের যত্ন নেন, তা কিন্তু নয়। কেটি পেরি নিয়মিত যোগব্যায়াম করেন। তিনি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে নিজের সুস্বাস্থ্যের দিকে নজর দেন। এই পপস্টার ‘রিফাইনারি২৯’-কে জানান, খাবারের প্রতি তাঁর আকর্ষণ অনেক। কিন্তু সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করে এবং আপেল সিডার ভিনেগার মেশানো পানিতে চুমুক দিয়ে সেগুলোকে কীভাবে পরাস্ত করতে হয়, তা শিখেছেন তিনি।
কানাডার সাবেক প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে অনেকের মনে। কিন্তু চল্লিশ বছরেও কেটি পেরির উজ্জ্বল ত্বকের যত্ন বিষয়ে কারও মনে প্রশ্ন নেই। সুষম খাদ্যাভ্যাস তৈরি করে এবং সঠিক প্রসাধনী বেছে নিয়ে আপনিও হয়ে উঠতে পারেন কেটি পেরির মতোই উজ্জ্বল ত্বকের অধিকারী।
সূত্র: প্রিভেনশন ও অন্যান্য

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও যুক্তরাষ্ট্রের পপতারকা কেটি পেরি একান্তে দেখা করেছিলেন। গত ২৮ জুলাই মন্ট্রিয়লের রেস্তোরাঁ লে ভিওলনে জাস্টিন ট্রুডোর সঙ্গে দেখা করার জন্য কেটি পাড়ি দিয়েছিলেন প্রায় পাঁচ হাজার কিলোমিটার পথ!
এই বিশেষ ঘটনার কারণে মার্কিন এই তারকা সংগীতশিল্পীর নাম এখন বেশ চর্চায় রয়েছে। ঘটনাটি নিয়ে নানান গুঞ্জন ছড়ালেও আদতে তাঁরা কেন দেখা করেছিলেন, তা জানা যায়নি। কিন্তু কেটি পেরি এ ঘটনায় নেটিজেনদের নজরে পড়েছেন নতুন করে।

কিছুদিন পরপর হেয়ারস্টাইল বদলে ফেলা কেটি পেরির বয়স এখন ৪০। দেখতে এখনো ঠিক প্রেমে পড়ার মতোই আছেন তিনি। ট্রুডো কি তবে তাঁর প্রেমেই পড়লেন? এ প্রশ্নের মতোই নেটিজেনদের মনে প্রশ্ন দেখা দিয়েছে, চল্লিশের কোঠার এই পপস্টার কোন গোপন উপায়ে ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত রেখেছেন কিশোরীদের মতো? বিভিন্ন তথ্য ঘেঁটে জানা গেছে—
একটি বিশেষ স্কিন কেয়ার পণ্য বদলে দিয়েছে তাঁর ত্বক
২০১১ সালে টিভি পর্দায় পেরির প্রোঅ্যাকটিভ বিজ্ঞাপন অনেকে দেখেছেন। প্রোঅ্যাকটিভের এই দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেছিলেন, এই ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্যগুলো সত্যিই তাঁর ব্রণ দূর করতে সাহায্য করেছে। পেরি ২০১৮ সালে ‘রিফাইনারি২৯’ কে বলেছিলেন, ‘প্রোঅ্যাকটিভ থেকে আমাকে এটা বলার জন্য টাকা দেয় না! এটি আসলে আমার ব্রণের সমস্যা সমাধান করেছে।’

পেরি আরও জানান, ২০ বছর তাঁর ত্বক সত্যিই অনেক খারাপ ছিল। মানসিক চাপের কারণে প্রচুর ব্রণ উঠত তাঁর মুখে। লেজার ট্রিটমেন্ট, বিভিন্ন মলম ও ফেশিয়াল করানোর পরও ব্রণ থেকে পরিত্রাণ পাচ্ছিলেন না তিনি। এরপর পরিচিত একজন তাঁকে প্রোঅ্যাকটিভ ক্লিনজার ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন। তারপর? নিয়মিত ব্যবহারে তিনি শেষমেশ ব্রণ থেকে মুক্তি পান।
ক্লিনজিং অয়েল ব্যবহার করেন
দর্শকেরা কী ভাবেন? পেরি বুঝি ঘর্মাক্ত চকচকে শরীর নিয়ে স্টেজে পরিবেশনা করেন, তাই তো? কিন্তু না। গায়িকা ‘এলিট ডেইলি’ নামের একটি অনলাইন নিউজ প্ল্যাটফর্মকে বলেছিলেন, তিনি আসলে খুব বেশি ঘামেন না। তা ছাড়া তাঁর ত্বক মিশ্র প্রকৃতির, ফলে খুব বেশি তেল চিটচিটেও হয় না; বরং মেকআপ ঠিক রাখতে প্রচুর পাউডার মুখে ব্যবহার করেন তিনি। তবে তাঁর এই চকচকে ত্বকের রহস্য অন্য। প্রতি রাতে তিনি ক্লিনজিং অয়েল দিয়ে মুখ পরিষ্কার করে ঘুমাতে যান।
আমি কখনো মেকআপ নিয়ে ঘুমাই না। কেটি পেরি মার্কিন পপতারকা, এল ম্যাগাজিনের সাক্ষাৎকারে
একটি বিশেষ ক্লিনজিং অয়েলের নাম উচ্চারণ করে কেটি জানিয়েছিলেন, ত্বক গভীরভাবে পরিষ্কার করার জন্য বেশ কয়েক বছর ধরে তিনি সেই ক্লিনজিং অয়েল ব্যবহার করেন। তিনি আরও বলেছিলেন, ‘আমি আগে আমার মুখে তেল লাগাতে ভয় পেতাম। কিন্তু এটি সত্যিই আমার ত্বকের গভীর থেকে ময়লা টেনে বের করে আনে।’
প্লাস্টিক সার্জারি নাকি রূপ বর্ধন; কোনটায় বিশ্বাস করেন পেরি
২০১৮ সালে গুজব ছড়িয়ে পড়েছিল, পেরি মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তিনি তা স্বীকার করেননি। ‘রিফাইনারি২৯’-কে পেরি বলেন, ‘আমি কোনো সার্জারি করিনি। কেবল লেজার করেছি এবং চোখের নিচে ফিলার ইনজেকশন দিয়েছি।’ তিনি স্পষ্ট বলে দেন, এর বাইরে তাঁর সবই প্রাকৃতিক। পেরি স্পষ্ট করে আরও বলে দিয়েছেন যে তিনি কসমেটিক চিকিৎসার বিরুদ্ধে নন। তাঁর ভাষ্য, ‘আমরা স্বেচ্ছায় শারীরিক কোনো পরিবর্তন সম্পর্কে আগেকার সেই নেতিবাচক ধারণা থেকে দূরে সরে যাচ্ছি। কেউ যদি নাকের সৌন্দর্য বাড়াতে সার্জারি করেন এবং ভালো বোধ করেন, তাহলে ক্ষতি কী!’
তিনি জানেন, ভালো ত্বক ভেতর থেকে আসে
কেবল ওপর থেকেই ত্বকের যত্ন নেন, তা কিন্তু নয়। কেটি পেরি নিয়মিত যোগব্যায়াম করেন। তিনি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে নিজের সুস্বাস্থ্যের দিকে নজর দেন। এই পপস্টার ‘রিফাইনারি২৯’-কে জানান, খাবারের প্রতি তাঁর আকর্ষণ অনেক। কিন্তু সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করে এবং আপেল সিডার ভিনেগার মেশানো পানিতে চুমুক দিয়ে সেগুলোকে কীভাবে পরাস্ত করতে হয়, তা শিখেছেন তিনি।
কানাডার সাবেক প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে অনেকের মনে। কিন্তু চল্লিশ বছরেও কেটি পেরির উজ্জ্বল ত্বকের যত্ন বিষয়ে কারও মনে প্রশ্ন নেই। সুষম খাদ্যাভ্যাস তৈরি করে এবং সঠিক প্রসাধনী বেছে নিয়ে আপনিও হয়ে উঠতে পারেন কেটি পেরির মতোই উজ্জ্বল ত্বকের অধিকারী।
সূত্র: প্রিভেনশন ও অন্যান্য

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১৮ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
২০ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১ দিন আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১ দিন আগে