বিভাবরী রায়

‘পোশাকে সাদার সঙ্গে কালোর মিলন মানেই নিখুঁত সম্প্রীতি।’ এমন একটি কথা বলেছিলেন ফরাসি ফ্যাশন ডিজাইনার কোকো শ্যানেল। পোশাকে সাদা ও কালোর প্রসঙ্গ আসার কারণ নিশ্চয় বুঝতে বাকি নেই। আর কদিন পর একুশে ফেব্রুয়ারি। মানুষের রুচি, পছন্দ এবং গুরুত্বপূর্ণ বিশেষ দিনগুলোর কথা বিবেচনায় রেখে দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউস নিয়ে আসে সময়োপযোগী পোশাক-আশাক। সব বয়সী মানুষ এখন দিবসগুলো ধারণ করে। ধারণ করে দিবসের প্রতীকী রং। ফলে সেসব রং বিবেচনায় রেখে তৈরি হচ্ছে নারী-পুরুষ ও শিশুদের নিত্যনতুন পোশাক।
নিকট অতীতে অনেক বছর ধরে দেশীয় ফ্যাশন হাউসগুলো একুশে ফেব্রুয়ারি বিবেচনায় রেখে পোশাকের রঙে ও নকশায় তুলে ধরছে বাংলাদেশের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউস ভিন্ন ভিন্ন ধারায় পোশাকে নকশা করছে। বিভিন্ন ব্র্যান্ডের নকশা করা পোশাকের মধ্যে জামদানি মোটিফ, নকশিকাঁথার ফোঁড়, ব্লক, অ্যাপ্লিক, ক্যাটওয়াক, স্ক্রিন, হ্যান্ডপেইন্ট এবং এমব্রয়ডারির কাজ এবার দেখা যাচ্ছে।
একুশের চেতনার সঙ্গে মিলিয়ে পোশাকে সাদা-কালো রঙের প্রাধান্য থাকলেও এখন তা এই দুটি রঙের মধ্যে আর আটকে নেই। সাদা ও কালোর সঙ্গে অল্পবিস্তর জুড়ে দেওয়া হচ্ছে লাল, সবুজ, ছাই, বাদামি ইত্যাদি রং।
একই পোশাক যেন নির্দিষ্ট দিনের বাইরেও পরার উপযোগী থাকে, তাই এখন দিবসভিত্তিক মোটিফের বাইরে সাধারণ নকশা নিয়েও পোশাক তৈরি করছেন ডিজাইনাররা। চলতি ঘরানার পোশাকে লেয়ারিং বেশ প্রাধান্য পাচ্ছে। শাড়ি, ট্যাংক টপস, টি-শার্ট ও স্লিভলেস কামিজের ওপর শর্ট কিমোনো, শ্রাগ ও সুতির ব্লেজার পরছেন অনেকে। একুশে ফেব্রুয়ারিতেও হয়তো হালকা ঠান্ডা থাকবে। তাই সাদা শাড়ির ওপর সুতির কালো ব্লেজার পরতে পারেন। ব্লেজারে রাখতে পারেন সোনালি রঙের হালকা কারুকাজ। তবে এই দিনে খুব বেশি আড়ম্বরপূর্ণ পোশাক এড়িয়ে যাওয়া ভালো।
সকাল সকাল বের হওয়ার তাড়াহুড়ো থাকলে এবং শাড়ি পরতে চাইলে সে দিনটিতে বেছে নিতে পারেন সিল্ক, স্যাটিন বা হাফসিল্কের শাড়ি। কনট্রাস্ট করতে চাইলে সাদা বা ধূসর রঙের ব্লাউজের সঙ্গে কালো শাড়ি গায়ে জড়াতে পারেন। অলংকার হিসেবে গলায় থাকতে পারে মুক্তার নেকলেস।
পোশাকে কালোর আধিক্য় রাখতে চাইলে কালোর ওপর সাদা ব্লকপ্রিন্টের শাড়ি বেছে নেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে চওড়া পাড়ের শাড়ি বেছে নিন। কালো শাড়ির সঙ্গে কালো ব্লাউজ পরুন। কপালে এঁকে নিন ছোট্ট কালো রঙের টিপ।
টি-শার্ট বা ট্যাংক টপসের ওপর লং কটি পরার প্রবণতা চলছে এখন। আরামদায়ক স্লাব কটনের সিঙ্গেল লেয়ার ব্লক করা প্রিন্টেড সাদা কিংবা কালো কটিও হয়ে উঠতে পারে একুশে ফেব্রুয়ারিতে পরার জন্য আরামদায়ক পোশাক।
এ ছাড়া সাদার ওপর প্যাস্টেল রঙের কাপড় বসিয়ে অ্যাপ্লিক করা টপস আর কালো প্যাচওয়ার্ক করা প্যান্টও হয়ে উঠতে পারে দারুণ মেলবন্ধন।

‘পোশাকে সাদার সঙ্গে কালোর মিলন মানেই নিখুঁত সম্প্রীতি।’ এমন একটি কথা বলেছিলেন ফরাসি ফ্যাশন ডিজাইনার কোকো শ্যানেল। পোশাকে সাদা ও কালোর প্রসঙ্গ আসার কারণ নিশ্চয় বুঝতে বাকি নেই। আর কদিন পর একুশে ফেব্রুয়ারি। মানুষের রুচি, পছন্দ এবং গুরুত্বপূর্ণ বিশেষ দিনগুলোর কথা বিবেচনায় রেখে দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউস নিয়ে আসে সময়োপযোগী পোশাক-আশাক। সব বয়সী মানুষ এখন দিবসগুলো ধারণ করে। ধারণ করে দিবসের প্রতীকী রং। ফলে সেসব রং বিবেচনায় রেখে তৈরি হচ্ছে নারী-পুরুষ ও শিশুদের নিত্যনতুন পোশাক।
নিকট অতীতে অনেক বছর ধরে দেশীয় ফ্যাশন হাউসগুলো একুশে ফেব্রুয়ারি বিবেচনায় রেখে পোশাকের রঙে ও নকশায় তুলে ধরছে বাংলাদেশের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউস ভিন্ন ভিন্ন ধারায় পোশাকে নকশা করছে। বিভিন্ন ব্র্যান্ডের নকশা করা পোশাকের মধ্যে জামদানি মোটিফ, নকশিকাঁথার ফোঁড়, ব্লক, অ্যাপ্লিক, ক্যাটওয়াক, স্ক্রিন, হ্যান্ডপেইন্ট এবং এমব্রয়ডারির কাজ এবার দেখা যাচ্ছে।
একুশের চেতনার সঙ্গে মিলিয়ে পোশাকে সাদা-কালো রঙের প্রাধান্য থাকলেও এখন তা এই দুটি রঙের মধ্যে আর আটকে নেই। সাদা ও কালোর সঙ্গে অল্পবিস্তর জুড়ে দেওয়া হচ্ছে লাল, সবুজ, ছাই, বাদামি ইত্যাদি রং।
একই পোশাক যেন নির্দিষ্ট দিনের বাইরেও পরার উপযোগী থাকে, তাই এখন দিবসভিত্তিক মোটিফের বাইরে সাধারণ নকশা নিয়েও পোশাক তৈরি করছেন ডিজাইনাররা। চলতি ঘরানার পোশাকে লেয়ারিং বেশ প্রাধান্য পাচ্ছে। শাড়ি, ট্যাংক টপস, টি-শার্ট ও স্লিভলেস কামিজের ওপর শর্ট কিমোনো, শ্রাগ ও সুতির ব্লেজার পরছেন অনেকে। একুশে ফেব্রুয়ারিতেও হয়তো হালকা ঠান্ডা থাকবে। তাই সাদা শাড়ির ওপর সুতির কালো ব্লেজার পরতে পারেন। ব্লেজারে রাখতে পারেন সোনালি রঙের হালকা কারুকাজ। তবে এই দিনে খুব বেশি আড়ম্বরপূর্ণ পোশাক এড়িয়ে যাওয়া ভালো।
সকাল সকাল বের হওয়ার তাড়াহুড়ো থাকলে এবং শাড়ি পরতে চাইলে সে দিনটিতে বেছে নিতে পারেন সিল্ক, স্যাটিন বা হাফসিল্কের শাড়ি। কনট্রাস্ট করতে চাইলে সাদা বা ধূসর রঙের ব্লাউজের সঙ্গে কালো শাড়ি গায়ে জড়াতে পারেন। অলংকার হিসেবে গলায় থাকতে পারে মুক্তার নেকলেস।
পোশাকে কালোর আধিক্য় রাখতে চাইলে কালোর ওপর সাদা ব্লকপ্রিন্টের শাড়ি বেছে নেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে চওড়া পাড়ের শাড়ি বেছে নিন। কালো শাড়ির সঙ্গে কালো ব্লাউজ পরুন। কপালে এঁকে নিন ছোট্ট কালো রঙের টিপ।
টি-শার্ট বা ট্যাংক টপসের ওপর লং কটি পরার প্রবণতা চলছে এখন। আরামদায়ক স্লাব কটনের সিঙ্গেল লেয়ার ব্লক করা প্রিন্টেড সাদা কিংবা কালো কটিও হয়ে উঠতে পারে একুশে ফেব্রুয়ারিতে পরার জন্য আরামদায়ক পোশাক।
এ ছাড়া সাদার ওপর প্যাস্টেল রঙের কাপড় বসিয়ে অ্যাপ্লিক করা টপস আর কালো প্যাচওয়ার্ক করা প্যান্টও হয়ে উঠতে পারে দারুণ মেলবন্ধন।

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
৬ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
৮ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১০ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১০ ঘণ্টা আগে