Ajker Patrika

প্ল্যানিংয়েই ক্যারিশমা

আরাফাত শাহরিয়ার
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১০: ৫০
প্ল্যানিংয়েই ক্যারিশমা

পড়াশোনা শেষ করে ক্যারিয়ার পরিকল্পনা করতে বসলে প্রতিযোগিতার দৌড়ে অনেকখানিই পিছিয়ে পড়তে হয়। এর জন্য ছাত্রজীবন থেকেই একটি গোছানো পরিকল্পনা করে নিতে হবে। তাই এখনই সাজিয়ে নিন নিজের ক্যারিয়ার পরিকল্পনা। সঠিক পরিকল্পনা এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করতে পারলে চাকরির জন্য আপনাকে হন্যে হয়ে ঘুরতে হবে না, চাকরিই আপনাকে খুঁজে নেবে। 

পরিকল্পনা শুরু থেকেই
ক্যারিয়ার পরিকল্পনা শুরু হয় অষ্টম শ্রেণি পাসের পর থেকেই। এ সময় বিভাগ ও বিষয় নির্বাচনের ওপর ক্যারিয়ারের অনেক কিছু নির্ভর করে। অনেকেই লক্ষ্য স্থির না করেই মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক, বাণিজ্য বা বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। ভালো করে বুঝে-শুনেই বিভাগ নির্বাচন করা উচিত। আবার অনেকেই যেকোনো বিষয় পেলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান। পড়া শেষ করার পর বুঝতে পারেন, তাঁর সিদ্ধান্ত সঠিক ছিল না। তখন আর কিছুই করার থাকে না। নিজের আগ্রহ, যোগ্যতা, ব্যক্তিত্ব, রুচি, দক্ষতা, পারিপার্শ্বিক অবস্থা প্রভৃতি বিবেচনায় এনে বিষয় নির্বাচন করতে হবে। 

কী এই ক্যারিয়ার পরিকল্পনা
আপনার কোন বিষয়ে আগ্রহ বেশি, কোন পেশার সঙ্গে যুক্ত হলে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন, সে বিষয়টি আপনাকেই স্থির করতে হবে। যে বিষয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা, তা ভবিষ্যতে কতটুকু সুবিধাজনক হবে, তা-ও ভাবতে হবে। এ ছাড়া সমাজে সেই পেশার গ্রহণযোগ্যতা কতটুকু, তা-ও আমলে নিতে হবে। কেউ যদি প্রশাসক হতে চান, তাঁর জন্য হয়তো মানবিক বিভাগ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাইলে তো আর কলা বা বাণিজ্য বিভাগে ভর্তি হওয়া যাবে না! আবার কেউ যদি বিজনেস এক্সিকিউটিভ হতে চান, বাণিজ্য বিভাগ বেছে নেওয়াই তাঁর জন্য সঠিক সিদ্ধান্ত। 

নিজেকে জানতে হবে সবার আগে
বিশ্বখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছিলেন, ‘নিজেকে জানো’। ক্যারিয়ার পরিকল্পনার ক্ষেত্রে নিজেকে জানতে হবে সবার আগে। নিজেকে জানার মাধ্যমেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, কোন বিষয়ে নিজের আগ্রহটা বেশি। পাশাপাশি সামর্থ্যরে বিষয়টাও মাথায় রাখতে হবে। বুঝতে হবে প্রতিযোগিতায় অন্যদের সঙ্গে আপনি কতটুকু পেরে উঠতে পারবেন। এরপর সিদ্ধান্ত নিন নিজের ক্যারিয়ারটাকে কীভাবে সাজাবেন।

বুঝে-শুনে সিদ্ধান্ত
আমাদের দেশে একমুখী শিক্ষাব্যবস্থা না থাকায় মাধ্যমিক পর্যায়ে শাখা নির্বাচনের সময়ই শিক্ষার্থীদের একটি পথ বেছে নিতে হয়। মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান—এ তিনটি শাখার মধ্যে যেকোনো একটিকে নির্বাচন করার আগে নিজের যোগ্যতা সম্পর্কে পুরোপুরি অবহিত হতে হবে। আমাদের দেশে অভিভাবকদের মধ্যে ছেলেমেয়েদের ওপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ করা যায়; যা অনেক ক্ষেত্রে মঙ্গলজনক হয় না। যদিও মাধ্যমিক পর্যায়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে নিজেই সিদ্ধান্ত নেওয়ার মতো পরিপক্বতা আসে না, তারপরও তাঁদের মতকে একেবারেই অগ্রাহ্য করা ঠিক হবে না। সবচেয়ে ভালো হয়, যদি শিক্ষার্থী ও অভিভাবক একসঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্তটি নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ে ভর্তি বুঝে-শুনে
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় বিষয় নির্বাচনে কোনোক্রমেই ভুল করা যাবে না। এ সময় সিদ্ধান্ত নিতে হবে অনেক ভেবেচিন্তে। আর সিদ্ধান্তের আগে অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নেওয়া ভালো। ব্যক্তিগত ধ্যানধারণা ও আকাঙ্ক্ষার চেয়ে যে বিষয়টি বেশি গুরুত্ব দিতে হবে তা হলো, বাস্তব ক্ষেত্রে বিষয়টির গুরুত্ব কতটুকু। বিষয়টি কতটুকু সময়োপযোগী ও সম্ভাবনাময়, সে বিষয়টিও মাথায় রাখতে হবে। নিজের আগ্রহ ও পছন্দের বিষয়টি তো প্রাধান্য পাবেই। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের পূর্ব অভিজ্ঞতা থেকেও শিক্ষা নিতে হবে। 

স্বপ্ন সত্যি করার পালা
ছোটকাল থেকেই অনেকের মনে রঙিন স্বপ্ন গেঁথে যায়—কেউ ডাক্তার হবেন, কেউ পাইলট হবেন, কেউ প্রকৌশলী, আবার কেউ হতে চান শিক্ষক। পরিকল্পনা অনুযায়ী সঠিক পথে এগিয়ে যেতে পারলে স্বপ্নকে বাস্তবের রেখায় দাঁড় করানো কঠিন কোনো বিষয় নয়। সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন, এর সঙ্গে আরও একটি বিষয় যোগ করুন তা হলো—আত্মবিশ্বাস। বিশ্বাস রাখবেন, ছাত্রজীবনে যদি ভালো ফলাফল থাকে বা আপনি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেন, তবে উপযোগী বা চাহিদা অনুযায়ী চাকরি নিশ্চয়ই পাওয়া যাবে। আর যে পেশায় ক্যারিয়ার গড়তে চান, সে ক্ষেত্রে কর্মরতদের সঙ্গে মিশতে পারেন। এতে পেশাটি সম্পর্কেও অনেক পূর্বধারণা পাওয়া যাবে। আর একটি বিষয়, শুধু পরিকল্পনা করলেই কি হলো? সেই অনুযায়ী নিজেকে কিন্তু তৈরিও করে নিতে হবে। 

চাহিদা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে
শুধু লক্ষ্য স্থির করে বসে থাকলে হবে না, নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। এ জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। দলগতভাবে পড়াশোনা বেশ কাজে দেবে। চাকরির ক্ষেত্রে ভালো করার জন্য ইংরেজিতে ভালো দখল থাকতে হবে। মায়ের ভাষা বাংলাও অতটা সহজ নয়। সেটিও ঝালিয়ে নিতে হবে। আর আজকাল প্রায় সব চাকরির পরীক্ষায়ই সাধারণ জ্ঞান থাকে। এ বিষয়েও জানতে হবে। এ ছাড়া গণিতে অনেকেরই ভীতি আছে, সেটিও দূর করতে হবে। দৈনন্দিন বিজ্ঞানও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর মৌলিক সব বিষয়েই মোটামুটি দখল থাকতে হবে। এ ছাড়া অনার্সের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট পাঠগুলো বেশ ভালো করেই আত্মস্থ করতে হবে। আজকাল কিছু চাকরিতে শর্ত জুড়ে দেওয়া হয়, কম্পিউটার জানতে হবে। এ ছাড়া আপনার কাঙ্ক্ষিত চাকরিতে কী ধরনের যোগ্যতা চাওয়া হয় বা কী ধরনের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়—এসব বিষয় জেনেসে অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে।

আরাফাত শাহরিয়ার, শিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক গ্রন্থপ্রণেতা ও লেখক 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শেষ ১০ জানুয়ারি

চাকরি ডেস্ক 
ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শেষ ১০ জানুয়ারি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটিতে মনিটরিং অফিসিয়ালস পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৪ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: মনিটরিং অফিসিয়ালস।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/ এমবিএম/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এবং আইটি টুলগুলোতে দক্ষতা। ব্যাংকিং কার্যক্রম, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রক সম্মতি সম্পর্কে সুপরিকল্পিত জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২ জানুয়ারি অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১ হাজার ৭৯১টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের বাছাই পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে। নিয়োগ বিজ্ঞপ্তির অন্য পদের পরীক্ষা পরবর্তী সময়ে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরবর্তী পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

গত শনিবার (২০ ডিসেম্বর) অধিদপ্তরের উপপরিচালক মো. আফিফ-আল-মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০২৩ সালের ৮ আগস্টের এই নিয়োগ বিজ্ঞপ্তি চলতি বছরের ৯ মার্চ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশিত হয়।

পরীক্ষা-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ মার্চ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে তৃতীয় পর্যায়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা মহানগরীর আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ও ইডেন মহিলা কলেজকেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

প্রার্থীরা ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। প্রার্থীদের আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে হটলাইনে ০১৭১০৮৮২৯৫৬ (অফিস চলাকালে) যোগাযোগ করা যাবে। জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সঙ্গে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কর্মী নেবে এসিআই মোটরস, নেই বয়সসীমা

চাকরি ডেস্ক 
কর্মী নেবে এসিআই মোটরস, নেই বয়সসীমা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং (ইয়ামাহা) বিভাগে সিনিয়র/এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৩ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র/এক্সিকিউটিভ, (ডিজিটাল মার্কেটিং - ইয়ামাহা)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ।

অন্যান্য যোগ্যতা: ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক 
সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, কর্মস্থল ঢাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সেলস অফিসার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালাতে পারেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

অভিজ্ঞতা: এফএমসিজি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ফিল্ড সেলস অভিজ্ঞতা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, স্বাস্থ্যসেবা সুবিধা, লিভ এনক্যাশমেন্ট ইত্যাদি

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানেক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

এলাকার খবর
Loading...

সম্পর্কিত