Ajker Patrika

বাড়ির কাজ নোট করার সেরা ৫টি অ্যাপ

মুসাররাত আবির
বাড়ির কাজ নোট করার সেরা ৫টি অ্যাপ

স্কুল-কলেজে পড়াশোনার সময় আমরা একটা কথা প্রায়ই শুনতাম, ‘এখন একটু মন দিয়ে পড়াশোনা করো, বিশ্ববিদ্যালয়ে তেমন পড়াশোনার চাপ নেই’! কিন্তু বিশ্ববিদ্যালয়ে জীবন শুরু করার সঙ্গে সঙ্গে দেখা গেল, দুদিন পরপর কুইজ, তারপর মিডটার্ম আর মিডটার্মের ফল হতে না হতেই সেমিস্টার ফাইনাল শুরু। আর মাঝখানে নানা অ্যাসাইনমেন্ট-প্রেজেন্টেশনের ঝক্কি-ঝামেলা তো থাকেই।

স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও একই দশা। আজকে এই বিষয়ের ওপর বাড়ির কাজ, তো কাল আরেক বিষয়ের ওপর। এত কিছুর ওপর লাগাম টেনে রাখাও মুশকিল। তাই আজকে আমরা এমন ৫টি প্ল্যানার অ্যাপ সম্পর্কে জানব, যেগুলো আপনার বাড়ির কাজ নোট করার পাশাপাশি গুগল ক্যালেন্ডারের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে কবে কোন বিষয়ের পরীক্ষা আছে, সেটারও নোটিফিকেশন দেবে।

পাওয়ার প্ল্যানার
অ্যাপটিতে ক্লাস রুটিন লিখে ট্র‍্যাক করা যাবে। কোন সময়ে কোন ক্লাস, সেটা নোটিফিকেশন বারে জানান দেবে। কোর্স বা বিষয়গুলো রঙের ভিত্তিতে আলাদা করা যাবে। এমনকি শিক্ষকদের ফোন নম্বর বা ই-মেইল অ্যাড্রেসও লিখে রাখা যাবে। গুগল ক্যালেন্ডারের সঙ্গে এই অ্যাপ যুক্ত থাকায় পরীক্ষার আগের দিন আপনাকে সতর্কও করে দেওয়া হবে।

তা ছাড়া এ অ্যাপ আপনাকে আপনার সিজিপিএও হিসাব করতে সাহায্য করবে। আপনার কোনো সেমিস্টারে কোন কোর্স আছে, কোন দিন কোন বিষয়ের ওপর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, পরীক্ষার রুটিন—সবকিছুই ট্র‍্যাক করতে পারবেন। 

এই অ্যাপে থাকা টু-ডু লিস্টের 
মাধ্যমে কোন টাস্ক কতটুকু শেষ হয়েছে—সেটাও ট্র‍্যাক করা যাবে। এভাবে অ্যাসাইনমেন্ট বা পড়াশোনার অগ্রগতি কত দূর, তা হিসাব করতে পারবেন। এতে অ্যান্ড্রয়েড ভার্সনের পাশাপাশি ডেস্কটপ ভার্সনও পাওয়া যাবে।

মাই হোমওয়ার্ক
মাই হোমওয়ার্ক প্ল্যানার অ্যাপটিতে ক্লাস, বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা—সবকিছুই ট্র‍্যাক করা যাবে। এখানে থাকা রিমাইন্ডার নোটিফিকেশনের মাধ্যমে বাড়ির কাজ বা পরীক্ষার আগে সতর্কবার্তা পেয়ে যাবেন। চাইলে বছরে ৪ দশমিক ৯৯ ডলারের বিনিময় প্রিমিয়াম ভার্সনও কিনতে পারবেন। প্রিমিয়াম ভার্সনের সুবিধা হলো, এতে ফাইল যুক্ত করার পাশাপাশি এক্সটার্নাল ক্যালেন্ডার থাকবে, প্ল্যানার অন্যের সঙ্গে শেয়ারও করতে পারবেন এবং হোমওয়ার্কের সফটকপি সংরক্ষণ করা যাবে। অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ—এই অ্যাপের তিনটি ভার্সনই রয়েছে। 

মাই স্টাডি লাইফ
আগের দুটো অ্যাপের মতো এতেও একই সুবিধা রয়েছে। তবে এই অ্যাপের ডেটা ক্লাউড স্টোরে সংরক্ষিত থাকার কারণে আপনি যেকোনো ডিভাইসেই আগের ডেটা ব্যবহার করে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপেরও অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ—তিনটি ভার্সনই রয়েছে।

ই-এজেন্ডা
ই-এজেন্ডা অ্যাপটিতে আপনি কোনোরকম সাবস্ক্রিপশন কেনা ছাড়াই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। এখানে আছে খুব সহজেই ক্লাসের শিডিউল এবং টাস্ক গুছিয়ে রাখা যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই জায়গাতে অ্যাপটি পেয়ে যাবেন। 

চিপ্পার
চিপ্পার শুধু একাডেমিক শিডিউলই না, আপনি যদি পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরি করেন, তাহলে সেই চাকরির শিডিউল, মিটিং শিডিউল, অ্যাপয়েনমেন্ট—সবকিছুরই ট্র‍্যাক রাখতে পারবেন। এই অ্যাপে বিল্ট-ইন পমোডোরো স্টাডি টাইমার থাকায় পড়াশোনার ধরনটাও একটু সহজ হয়ে যায়। তবে এর সবচেয়ে মজার ফিচার হলো, আপনি দিনে কত ঘণ্টা পড়ছেন, সেটার ওপর ভিত্তি করে ভবিষ্যতে আপনার বেতন কত হতে পারে, তার হিসাবও দেখাবে। এই অ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ভার্সনই আছে। 

সূত্র: ই-স্টাডি হ্যাকস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ইউএস-বাংলা এয়ারলাইনসে নিয়োগ, সপ্তাহে ছুটি ২ দিন

চাকরি ডেস্ক 
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৪: ১৩
ফাইল ছবি
ফাইল ছবি

সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ভিএফএক্স ডিজাইনার/ভিজ্যুয়াল এফেক্ট আর্টিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস।

পদের নাম: ভিএফএক্স ডিজাইনার/ভিজ্যুয়াল এফেক্ট আর্টিস্ট।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: ভিএফএক্স, অ্যানিমেশন, ফিল্ম অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা।

অন্যান্য যোগ্যতা: অ্যাডোবি আফটার ইফেক্টসে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: সাপ্তাহিক দুই দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সব ধরনের সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ম্যানেজার পদে সজীব গ্রুপে চাকরি, নিয়োগ ৩ জেলায়

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘এরিয়া সেলস ম্যানেজার (এএসএম)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২০ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার, এএসএম (বাল্ক সেলস)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান।

অভিজ্ঞতা: ৩ বছর।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের পদ্ধতি: আগ্রহীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

স্কয়ার গ্রুপের অধীনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক 
স্কয়ার গ্রুপের অধীনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগে এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২১ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ, (মার্কেটিং)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ।

অন্যান্য যোগ্যতা: এমএস অফিসে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৭ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

স্থানীয় সরকার বিভাগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্থানীয় সরকার বিভাগের তিনটি পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১২৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পদগুলো হলো কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

উল্লেখিত এই তিনটি পদে লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজ ও আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৭ ডিসেম্বর সকাল ১০টায় আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত