Ajker Patrika

প্রথম বিসিএসেই পছন্দের পুলিশ ক্যাডার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৮: ০০
প্রথম বিসিএসেই পছন্দের পুলিশ ক্যাডার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান। তিনি ৪১তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার চাকরি পাওয়ার গল্প লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

হামিদপুর নওদাপাড়া পাইলট হাইস্কুল থেকে এসএসসি এবং রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। স্বপ্ন ছিল কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়বেন কিন্তু প্রয়োজনীয় জিপিএ না থাকায় তা পূরণ হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ থেকে তিনি ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৩.৪৫ সিজিপিএ নিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেন। ৪১তম বিসিএসে অ্যাপেয়ার্ড ক্যান্ডিডেট হিসেবে অংশগ্রহণ করে প্রথম বিসিএসে প্রথম পছন্দ পুলিশ ক্যাডারে মেধাক্রম ৪২তম হয়ে সুপারিশপ্রাপ্ত হন। 

বিসিএসের স্বপ্ন যেভাবে
হলে থাকাকালীন দেখতেন বড় ভাইয়েরা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। অনেকে ৩৭তম/৩৮তম এসআই নিয়োগে সুপারিশপ্রাপ্ত হন। তাঁদের এই সাফল্য দেখে পুলিশ ও সরকারি চাকরির প্রতি ভালো লাগা কাজ করতে শুরু করে। তখন চিন্তা করলেন চাকরি যখন করবই, সরকারি চাকরিই করব। 

প্রস্তুতির শুরু 
মেহেদী একমাত্র লক্ষ্য স্থির করেন বিসিএস। আর তাতে আবেদন করার জন্য মাস্টার্সের দরকার নাই। তাই চিন্তা করলেন মাস্টার্স ৩০ বছর বয়সের পরেও করতে পারব, কিন্তু ৩০-এর পরে বিসিএস দিতে পারব না। তাই মাস্টার্সের চিন্তা বাদ দিলেন। অনলাইনে ঘাঁটাঘাঁটি করে বিসিএস সম্পর্কে জানলেন এবং যেটা বুঝতে পারলেন, বিসিএস পরীক্ষায় ক্যাডার হতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো লিখিত পরীক্ষা। তাই তিনি লিখিত পরীক্ষার এক সেট বই কেনেন এবং বিগত সালের প্রশ্ন, সিলেবাস ও উত্তরের উৎস বিশ্লেষণ করতে শুরু করেন। মূলত প্রিলিমিনারি প্রস্তুতির আগেই তিনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন।

বিসিএস প্রস্তুতিতে অনলাইন
৪১তম বিসিএসে তিনি কোনো কোচিংই করেন নাই, অনলাইনই ছিল তাঁর কোচিং। তবে হ্যাঁ, কোচিং না করলেও প্রায় সব কোচিং সেন্টারের পেজ বা গ্রুপের সঙ্গে যুক্ত থেকে তাদের ফ্রি অনলাইন ক্লাসগুলো করতেন। করোনা মহামারির সময় চারদিকে সবকিছু যখন লকডাউনে আটকে আছে, তখন অনলাইনই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। ফেসবুকে বন্ধু, ফানি বা মিমস গ্রুপ ও পেজগুলোকে আনফলো করে দিলেন, যাতে টাইমলাইনে না আসে আর বিভিন্ন চাকরির পরীক্ষার সহায়ক বিভিন্ন গ্রুপ ও পেজগুলো অনুসরণ করলেন।

তাই ফেসবুকে ঢুকলে চাকরিসংক্রান্ত বিষয়গুলো বাদে অন্য কিছু সামনে আসত না। ফেসবুক, ইউটিউব থেকে প্রচুর নোট সংগ্রহ করতেন, ভিডিও ক্লাসগুলো দেখতেন আর আলাদা আলাদা ফোল্ডার করে সংরক্ষণ করতেন। আগের বিসিএসে সফল হওয়া প্রথম দিকের ক্যান্ডিডেটদের বিভিন্ন সাক্ষাৎকার বা ছোট ছোট উপদেশ তিনি ফেসবুক, ইউটিউব ও পত্রিকা থেকে প্রতিনিয়ত দেখতেন। বিশেষ করে তাঁরা কী লিখেছেন, তার চেয়ে কীভাবে লিখেছেন, সেটা শেখার চেষ্টা করতেন। মেহেদী ভাইভা প্রস্তুতি হিসেবে বিভিন্ন ধরনের গ্রুপ, ‘ভাইভা বোর্ডের মুখোমুখি’ বইটি এবং পত্রিকা ও ভিডিও থেকে প্রায় ২ হাজার রিয়াল ভাইভা সংগ্রহ করেছিলেন, যা ভাইভায় তার ভাইভা পরিকল্পনা সাজাতে বড় ধরনের ভূমিকা রেখেছিল।

প্রস্তুতিতে পত্রিকা
বিশেষ করে লিখিত পরীক্ষার প্রস্তুতি হিসেবে পত্রিকার ভূমিকা কখনোই অস্বীকার করার উপায় নাই। বাংলা ও ইংরেজি রচনার ১০০ নম্বর, আন্তর্জাতিকের ১০০ নম্বর ও বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বর সাধারণত সমসাময়িক ঘটনা নিয়েই হয়ে থাকে। এই দিক বিবেচনায় নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস বিসিএস লিখিত পরীক্ষার সম্ভাব্য প্রশ্নের আভাস দেয়। তিনি যেহেতু ফেসবুকে বাংলা পত্রিকাকে ইংরেজিতে এবং ইংরেজি পত্রিকাকে বাংলায় ট্রান্সলেট বা অনুবাদ করতেন, তাই বিষয়টা লিখিত পরীক্ষায় তাঁর খুব কাজে লেগেছে। 

পারিবারিক সাপোর্ট
বিসিএস নামক এই মহাযুদ্ধে সবচেয়ে বড় সাপোর্ট ছিল তাঁর পরিবার। বিশেষ করে তাঁর দুই ভাই। তাঁদের একটাই চাওয়া ছিল—বিসিএস ক্যাডার হিসেবে দেখা। তাঁর বিসিএস যাত্রায় তাঁরা কোনো রকমের প্রতিবন্ধকতা আসতে দেননি।

অনুজদের জন্য পরামর্শ 
মেহেদী বলেন, বিসিএস ক্যাডার হতে চাইলে লক্ষ্যটাকে খুব ভালোভাবে শক্ত করে ধরতে হবে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিসিএসের প্রস্তুতি তেমন না নিলেও ইংরেজি আর গণিতে দক্ষতা অর্জন করতে হবে। বেশির ভাগ ক্যান্ডিডেটের সমস্যাই হচ্ছে এ দুটি। তাই এ দুই বিষয়ে দক্ষতা তাদের হাজার হাজার ক্যান্ডিডেট থেকে এগিয়ে রাখবে। এ ক্ষেত্রে টিউশনি খুব ভালো ভূমিকা রাখতে পারে। এরপর অনার্স শেষ হলে সার্বিক প্রস্তুতি নেওয়াই উত্তম বলে আমি মনে করি। 

মানসিক শক্তি ও সৃষ্টিকর্তার 
সন্তুষ্টি আমরা যত বড়ই মেধাবী হই না কেন, সৃষ্টিকর্তা না চাইলে কোনো কিছুই সম্ভব নয়। তাই প্রতিনিয়তই সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। 
আমরা যে ধর্মেরই হই না কেন, নিজ নিজ সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। এটা মানসিক শক্তি বৃদ্ধিতে, মনকে সুস্থির রাখতে খুব কাজ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

সমঝোতায় পৌঁছেছি, আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নেব: নাহিদ ইসলাম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

জামায়াত-এনসিপির প্রার্থী হওয়ার চেয়ে লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ: মাহফুজ আলম

আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পেলেন এনসিপির আখতার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি হেড রিসার্চ অ্যান্ড ইনোভেশন পদে কর্মী নিয়োগ দেবে। ১৭ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হেড রিসার্চ অ্যান্ড ইনোভেশন।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, পরিসংখ্যান, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (পিএইচডি অগ্রাধিকারযোগ্য)।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, আর্থিক বাজার অথবা অর্থনৈতিক নীতি বিষয়ে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন লিঙ্কে

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

সমঝোতায় পৌঁছেছি, আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নেব: নাহিদ ইসলাম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

জামায়াত-এনসিপির প্রার্থী হওয়ার চেয়ে লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ: মাহফুজ আলম

আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পেলেন এনসিপির আখতার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মধুমতি ব্যাংকে রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬: ২১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ নেবে। ২১ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন লিঙ্কে

আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

সমঝোতায় পৌঁছেছি, আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নেব: নাহিদ ইসলাম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

জামায়াত-এনসিপির প্রার্থী হওয়ার চেয়ে লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ: মাহফুজ আলম

আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পেলেন এনসিপির আখতার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাংলাদেশ স্কাউটসে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১: ৪০
বাংলাদেশ স্কাউটসে চাকরির সুযোগ

বাংলাদেশ স্কাউটসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির পদে মোট ছয় জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: সহকারী হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বিকম বা বিবিএ বা সমমান ডিগ্রি। কম্পিউটারের বেসিক অ্যাপ্লিকেশন ও এমএস এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: গ্রেড-১৬।

চাকরির ধরন: অস্থায়ী।

পদের নাম: ড্রাইভার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান। প্রার্থী বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে ৫ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: গ্রেড-১৫।

চাকরির ধরন: অস্থায়ী।

পদের নাম: অফিস সহায়ক কাম গার্ড।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: এসএসসি বা সমমান।

বেতন: উল্লেখ নেই।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং।

পদের নাম: ইলেকট্রিশিয়ান ও স্যানিটেশন মিস্ত্রি কাম ইকুইপমেন্ট ও অডিও ভিজ্যুয়াল অপারেটর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান। প্রার্থীকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এমআইটি বা এনটিভিকিউএফ কোর্স সম্পন্নকারী হতে হবে।

বেতন: উল্লেখ নেই।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং।

পদের নাম: গার্ড কাম মালি।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি সমমান।

বেতন: উল্লেখ নেই।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং।

আবেদন ফি: শিরোনামে ক্রমিক ১ ও ২ নম্বর পদের জন্য ৩০০ এবং অন্যান্য পদের জন্য ২০০ টাকার পে-অর্ডার আবেদনের সঙ্গে পাঠাতে হবে।

বয়সসীমা: ১৮-৩২ বছর।

বিশেষ নির্দেশনা

চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রেরিত খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল ফোন নম্বর ও ই-মেইল আইডি উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের সময় সব সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌর চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি করপোরেশনের মেয়র বা উপযুক্ত কর্তৃপক্ষের নাগরিকত্বের প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

‘সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, জাতীয় স্কাউট ভবন (১৪ তলা), ৬০ আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০’।

আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

সমঝোতায় পৌঁছেছি, আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নেব: নাহিদ ইসলাম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

জামায়াত-এনসিপির প্রার্থী হওয়ার চেয়ে লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ: মাহফুজ আলম

আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পেলেন এনসিপির আখতার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

চাকরির সুযোগ দেবে শিল্পকলা একাডেমি

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির তিন ক্যাটাগরির পদে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে। ২২ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বুধবার (২৪ ডিসেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম: উপপরিচালক (প্রশাসন)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসনিক কাজে কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী সচিব বা সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: উপপরিচালক (চারুকলা)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: চারুকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছরের অভিজ্ঞতা।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: উপপরিচালক (নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: নাট্যকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ নাটক অথবা চলচ্চিত্রবিষয়ক কর্মক্ষেত্র সংশ্লিষ্ট কোনো বিবিধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছরের অভিজ্ঞতা।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

বয়সসীমা: ১৮-৩৫ বছর। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ২২৩ টাকা।

শর্তাবলি

একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ জানুয়ারি, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

সমঝোতায় পৌঁছেছি, আমরা জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নেব: নাহিদ ইসলাম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

জামায়াত-এনসিপির প্রার্থী হওয়ার চেয়ে লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ: মাহফুজ আলম

আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পেলেন এনসিপির আখতার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত