Ajker Patrika

এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চতায় এসেছে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২: ০৯
এসআই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চতায় এসেছে পরিবর্তন

বাংলাদেশ পুলিশ উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কতজনকে নিয়োগ দেওয়া হবে বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা না হলেও পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান আজকের পত্রিকাকে জানিয়েছেন, প্রায় ৫০০ জন এবার উপপরিদর্শক পদে নিয়োগ পাবেন। 

তিনি বলেন, এই নিয়োগে পদসংখ্যা আগে থেকে নির্ধারিত নয়। পরীক্ষার সময় সারা দেশে যত শূন্যপদ থাকবে সে হিসাবে নিয়োগ দেওয়া হবে। নারী এবং পুরুষ উভয়ই যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাবেন। নারীদের জন্য আলাদা কোনো কোটা নেই বলেও জানান তিনি।  

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে আগামী ৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। police.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো অনুসরণ করতে হবে।

এবার এসআই পদে নিয়োগের শারীরিক যোগ্যতায় এসেছে পরিবর্তন। আগে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা নিয়েও এসআই পদে আবেদন করা যেত। তবে এবার সেটা ৫ ফুট ৬ ইঞ্চি করা হয়েছে। নারীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। 

আবেদনকারীর বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর। চলতি বছরের ৮ অক্টোবর যারা এই বয়সসীমার মধ্যে থাকবেন তাঁরা আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন। ২০২০ সালের ২৫ মার্চ যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। 

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক। পাশাপাশি কম্পিউটারবিষয়ক দক্ষতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

পরীক্ষার প্রক্রিয়াতেও এবার কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ওয়েব বেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের পর একজন প্রার্থী এসআই পদের জন্য চূড়ান্তভাবে মনোনীত হবেন। 

এ বছর ট্রেইনি কনস্টেবল নিয়োগেও উচ্চতা এবং পরীক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছিল। 

এসআই নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর বিরুদ্ধে আর্থিক লেনদেনে জড়িত থাকার তথ্য পেলে তাঁকে গ্রেপ্তার করে নিয়োগ বাতিল করা হবে। 

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্ততে- https://www.police.gov.bd/en/recruitment_information

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ