নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে তিনটি পদে মোট চার হাজার ৫৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো অফিসার (জেনারেল), অফিসার ক্যাশ এবং সিনিয়র অফিসার (জেনারেল)। আবেদন ফি সবগুলো পদের জন্যই ২০০ টাকা। কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। পদভেদে আবেদনের যোগ্যতা এবং সময়সীমা ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সিনিয়র অফিসার (জেনারেল) পদে নিয়োগ দেওয়া হবে মোট ১ হাজার ৬৯ জন। এর মধ্যে সোনালী ব্যাংক লিমিটেডে ১৪৩ জন, জনতা ব্যাংক লিমিটেডে ১৯৭ জন, রূপালী ব্যাংকে ৬৮ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৪ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৫৩৯ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২২ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৬২ জন, কর্মসংস্থান ব্যাংকে ৭ জন এবং আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২৭ জন নেওয়া হবে।
এই পদে আবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক সমমানের ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টি প্রথম শ্রেণি থাকতে হবে। কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আবেদন করা যাবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। বেতন স্কেল ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা।
অফিসার (জেনারেল) পদে নেওয়া হবে মোট ১ হাজার ৭৬৩ জন। এর মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড ২২৭ জন, জনতা ব্যাংক ১১৬২ জন, রূপালী ব্যাংক লিমিটেড ৮৭ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ১৭ জন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ১৬৩ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৭৭ টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ১৫ জন, কর্মসংস্থান ব্যাংক ১৩ জন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ২ জন নিয়োগ দেবে। এ পদে আবেদনের যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) সমমানের ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটি প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। বেতন স্কেল ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা।
অফিসার (ক্যাশ) পদে নিয়োগ দেওয়া হবে ১ হাজার ৭২০ জনকে। এর মধ্যে সোনালী ব্যাংকে ১৯৯ জন, জনতা ব্যাংকে ১০৩৮ জন, অগ্রণী ব্যাংকে ৩০০ জন, রূপালী ব্যাংক ২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংক ১৩৪ জন ও প্রবাসী কল্যাণ ব্যাংক ৪২ জন নেবে। আবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) সমমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম একটি প্রথম শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। আবেদন করা যাবে ৩০ জানুয়ারি পর্যন্ত। বেতন স্কেল ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা।
সবগুলো পদেই আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। https://erecruitment.bb.org.bd/career লিংক থেকে আবেদন করা যাবে। বিস্তারিত জানা যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে।
প্রাথমিক নির্বাচনী, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, টেন্ডারের মাধ্যমে তৃতীয় পক্ষকে দিয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের বিগত কয়েকটি নিয়োগ পরীক্ষায় আহছানউল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগ ওঠায় সামনের নিয়োগ পরীক্ষাগুলোতে তাদের সম্পৃক্ত করা হবে না বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
আজকের পত্রিকাকে তিনি বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে এ নিয়োগ সম্পন্ন করার চেষ্টা করব। আহছানউল্লাহর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে আমরা তাদের মাধ্যমে পরীক্ষা নেব না।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে তিনটি পদে মোট চার হাজার ৫৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো অফিসার (জেনারেল), অফিসার ক্যাশ এবং সিনিয়র অফিসার (জেনারেল)। আবেদন ফি সবগুলো পদের জন্যই ২০০ টাকা। কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। পদভেদে আবেদনের যোগ্যতা এবং সময়সীমা ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সিনিয়র অফিসার (জেনারেল) পদে নিয়োগ দেওয়া হবে মোট ১ হাজার ৬৯ জন। এর মধ্যে সোনালী ব্যাংক লিমিটেডে ১৪৩ জন, জনতা ব্যাংক লিমিটেডে ১৯৭ জন, রূপালী ব্যাংকে ৬৮ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৪ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৫৩৯ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২২ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৬২ জন, কর্মসংস্থান ব্যাংকে ৭ জন এবং আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২৭ জন নেওয়া হবে।
এই পদে আবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক সমমানের ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টি প্রথম শ্রেণি থাকতে হবে। কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আবেদন করা যাবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। বেতন স্কেল ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা।
অফিসার (জেনারেল) পদে নেওয়া হবে মোট ১ হাজার ৭৬৩ জন। এর মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড ২২৭ জন, জনতা ব্যাংক ১১৬২ জন, রূপালী ব্যাংক লিমিটেড ৮৭ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ১৭ জন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ১৬৩ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৭৭ টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ১৫ জন, কর্মসংস্থান ব্যাংক ১৩ জন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ২ জন নিয়োগ দেবে। এ পদে আবেদনের যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) সমমানের ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটি প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। বেতন স্কেল ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা।
অফিসার (ক্যাশ) পদে নিয়োগ দেওয়া হবে ১ হাজার ৭২০ জনকে। এর মধ্যে সোনালী ব্যাংকে ১৯৯ জন, জনতা ব্যাংকে ১০৩৮ জন, অগ্রণী ব্যাংকে ৩০০ জন, রূপালী ব্যাংক ২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংক ১৩৪ জন ও প্রবাসী কল্যাণ ব্যাংক ৪২ জন নেবে। আবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) সমমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম একটি প্রথম শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। আবেদন করা যাবে ৩০ জানুয়ারি পর্যন্ত। বেতন স্কেল ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা।
সবগুলো পদেই আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। https://erecruitment.bb.org.bd/career লিংক থেকে আবেদন করা যাবে। বিস্তারিত জানা যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে।
প্রাথমিক নির্বাচনী, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, টেন্ডারের মাধ্যমে তৃতীয় পক্ষকে দিয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের বিগত কয়েকটি নিয়োগ পরীক্ষায় আহছানউল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগ ওঠায় সামনের নিয়োগ পরীক্ষাগুলোতে তাদের সম্পৃক্ত করা হবে না বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
আজকের পত্রিকাকে তিনি বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে এ নিয়োগ সম্পন্ন করার চেষ্টা করব। আহছানউল্লাহর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে আমরা তাদের মাধ্যমে পরীক্ষা নেব না।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি পদে মোট ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৭ জানুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরদিন ৮ জানুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। বাণিজ্যিক প্রতিষ্ঠানটিতে এমটিও (এক্সপোর্ট) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। রোববার (১৮ জানুয়ারি) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির ৯টি ক্যাটাগরির পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে বা হাতে হাতে আবেদনপত্র পাঠাতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ডাক বিভাগের আওতাধীন পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রামের অধীন বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে। সূচি অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি এ পরীক্ষা শুরু হবে।
১৩ ঘণ্টা আগে