আবরার নাঈম

সাহাবায়ে কেরাম ছিলেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও উত্তম মানুষ। নবীজি (সা.)-এর প্রতি তাদের গভীর ভালোবাসা ছিল, যার কারণে তাঁরা তাঁর প্রতিটি কথা ও কাজ অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করেছেন। এমনকি তিনি কোন কাজ কোন হাতে এবং কোন দিক থেকে শুরু করতেন, তাও তাঁরা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। নবীজি (সা.) যেসব কাজে ডান ও বাম হাত ব্যবহার করতেন, নিচে তার কিছু বিবরণ দেওয়া হলো।
ডান হাতে করণীয় কাজসমূহ
নবীজি (সা.) পবিত্র ও উত্তম কাজগুলো ডান হাতে সম্পন্ন করতেন। এই কাজগুলো করা তাঁর সুন্নাত।
বাম হাতে করণীয় কাজসমূহ
নবীজি (সা.) অপবিত্র বা অপ্রীতিকর কাজগুলো বাম হাতে করতেন।
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.)-এর ডান হাত তাঁর অজু ও আহারের জন্য ব্যবহার হতো এবং বাম হাত তাঁর পেশাব-পায়খানা ও নোংরা স্পর্শ করার সব ক্ষেত্রে ব্যবহার হতো।’ (রিয়াজুস সালিহিন: ৭২৬)
নবীজি (সা.)-এর এই অভ্যাসটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা। এর মাধ্যমে তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং উত্তম কাজের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের শিক্ষা দিয়েছেন।

সাহাবায়ে কেরাম ছিলেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও উত্তম মানুষ। নবীজি (সা.)-এর প্রতি তাদের গভীর ভালোবাসা ছিল, যার কারণে তাঁরা তাঁর প্রতিটি কথা ও কাজ অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করেছেন। এমনকি তিনি কোন কাজ কোন হাতে এবং কোন দিক থেকে শুরু করতেন, তাও তাঁরা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। নবীজি (সা.) যেসব কাজে ডান ও বাম হাত ব্যবহার করতেন, নিচে তার কিছু বিবরণ দেওয়া হলো।
ডান হাতে করণীয় কাজসমূহ
নবীজি (সা.) পবিত্র ও উত্তম কাজগুলো ডান হাতে সম্পন্ন করতেন। এই কাজগুলো করা তাঁর সুন্নাত।
বাম হাতে করণীয় কাজসমূহ
নবীজি (সা.) অপবিত্র বা অপ্রীতিকর কাজগুলো বাম হাতে করতেন।
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.)-এর ডান হাত তাঁর অজু ও আহারের জন্য ব্যবহার হতো এবং বাম হাত তাঁর পেশাব-পায়খানা ও নোংরা স্পর্শ করার সব ক্ষেত্রে ব্যবহার হতো।’ (রিয়াজুস সালিহিন: ৭২৬)
নবীজি (সা.)-এর এই অভ্যাসটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা। এর মাধ্যমে তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং উত্তম কাজের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের শিক্ষা দিয়েছেন।

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৫ ঘণ্টা আগে
গিবত অর্থ পরনিন্দা, দোষচর্চা বা কুৎসা রটনা করা। বর্তমান সমাজে গিবত একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। আড্ডা, বিনোদন কিংবা সামান্য রাগের বশে আমরা অন্যের অনুপস্থিতিতে এমন অনেক কথা বলে ফেলি, যা তার সামনে বললে সে কষ্ট পেত।
১ দিন আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১ দিন আগে
নফল একটি আরবি শব্দ, যার অর্থ হলো অতিরিক্ত বা ঐচ্ছিক। ইসলামি শরিয়তের পরিভাষায় ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত ইবাদতকে নফল বলা হয়। এসব আমলে রয়েছে অঢেল সওয়াব; তবে তা ত্যাগ করলে কোনো গুনাহ বা তিরস্কার নেই।
১ দিন আগে