শাব্বির আহমদ

মানুষ মরণশীল। সবার দুয়ারেই একদিন মৃত্যু হাজির হবে। ছাড়তে হবে মায়ার পৃথিবী। রওনা করতে হবে অনন্ত পথের যাত্রায়—যে যাত্রা থেকে কেউ কোনো দিন ফিরে আসে না। যেখান থেকে শুরু হয় পরকালীন জীবন।
পরকালীন জীবনের ভয়ানক অধ্যায় জাহান্নাম। পবিত্র কোরআনে জাহান্নামের ব্যাপারে এসেছে, ‘আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি—যার লেলিহান শিখা তাদের ঘিরে ফেলবে। তারা পানীয় চাইলে তাদের গলিত শিশার ন্যায় পানি দেওয়া হবে—যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, কতই না নিকৃষ্ট পানীয়! আর কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল! (সুরা: কাহাফ ২৯)
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘…সেই আগুন ভয় কর—যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত রয়েছে কাফেরদের জন্য।’ (সুরা বাকারা: ২৪)
পরকালীন জীবনে যারা আল্লাহর অপার দয়ায় জাহান্নাম থেকে মুক্তি পাবে, তারাই প্রকৃত সৌভাগ্যবান। তাদেরই পবিত্র কোরআনে প্রকৃত সফল ব্যক্তি বলে সম্বোধন করা হয়েছে। ইহকালীন এ জীবনে আল্লাহ ও তার রাসুলের দেখানো পথে চলার মাধ্যমেই কেবল জাহান্নাম থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে।
জাহান্নাম থেকে মুক্তির দোয়া
জাহান্নাম থেকে বাঁচতে রাসুলুল্লাহ (সা.) সাহাবাদের অনেক দোয়া ও আমল শিখিয়ে দিয়েছেন। হজরত হারিস ইবনে মুসলিম (রা.) তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) তাকে চুপে চুপে বলেন, যখন তুমি মাগরিবের নামাজ থেকে অবসর হয়ে সাতবার বলবে—
‘আল্লাহুম্মা আজিরনি মিনান নার।’ অর্থ: ‘হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।’
ওই রাতে মারা গেলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে। আর যখন তুমি ফজরের নামাজ শেষ করবে তখনো অনুরূপ বলবে। অতঃপর তুমি যদি ওই দিন মারা যাও, তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে।’ (সুনানে আবু দাউদ)
বর্ণনাকারী সাহাবি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাকে তা চুপে চুপে বলেছেন, যেন আমি আমার ভাইদের কাছে তা বিশেষভাবে প্রচার করি।’

মানুষ মরণশীল। সবার দুয়ারেই একদিন মৃত্যু হাজির হবে। ছাড়তে হবে মায়ার পৃথিবী। রওনা করতে হবে অনন্ত পথের যাত্রায়—যে যাত্রা থেকে কেউ কোনো দিন ফিরে আসে না। যেখান থেকে শুরু হয় পরকালীন জীবন।
পরকালীন জীবনের ভয়ানক অধ্যায় জাহান্নাম। পবিত্র কোরআনে জাহান্নামের ব্যাপারে এসেছে, ‘আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি—যার লেলিহান শিখা তাদের ঘিরে ফেলবে। তারা পানীয় চাইলে তাদের গলিত শিশার ন্যায় পানি দেওয়া হবে—যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, কতই না নিকৃষ্ট পানীয়! আর কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল! (সুরা: কাহাফ ২৯)
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘…সেই আগুন ভয় কর—যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত রয়েছে কাফেরদের জন্য।’ (সুরা বাকারা: ২৪)
পরকালীন জীবনে যারা আল্লাহর অপার দয়ায় জাহান্নাম থেকে মুক্তি পাবে, তারাই প্রকৃত সৌভাগ্যবান। তাদেরই পবিত্র কোরআনে প্রকৃত সফল ব্যক্তি বলে সম্বোধন করা হয়েছে। ইহকালীন এ জীবনে আল্লাহ ও তার রাসুলের দেখানো পথে চলার মাধ্যমেই কেবল জাহান্নাম থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে।
জাহান্নাম থেকে মুক্তির দোয়া
জাহান্নাম থেকে বাঁচতে রাসুলুল্লাহ (সা.) সাহাবাদের অনেক দোয়া ও আমল শিখিয়ে দিয়েছেন। হজরত হারিস ইবনে মুসলিম (রা.) তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) তাকে চুপে চুপে বলেন, যখন তুমি মাগরিবের নামাজ থেকে অবসর হয়ে সাতবার বলবে—
‘আল্লাহুম্মা আজিরনি মিনান নার।’ অর্থ: ‘হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।’
ওই রাতে মারা গেলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে। আর যখন তুমি ফজরের নামাজ শেষ করবে তখনো অনুরূপ বলবে। অতঃপর তুমি যদি ওই দিন মারা যাও, তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে।’ (সুনানে আবু দাউদ)
বর্ণনাকারী সাহাবি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাকে তা চুপে চুপে বলেছেন, যেন আমি আমার ভাইদের কাছে তা বিশেষভাবে প্রচার করি।’

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৫ ঘণ্টা আগে
চলতি বছর বিভিন্ন বিভাগ থেকে ১ হাজার ২৮৩ জন শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে রয়েছেন দাওরায়ে হাদিস (মাওলানা) প্রায় ৯০০ জন, পবিত্র কোরআনের হাফেজ ১১৭ জন, মুফতি (ইফতা) ৬৬ জন, মুহাদ্দিস (উলুমুল হাদিস) ৮ জন, আরবি সাহিত্যে ডিপ্লোমা ৯৩ জন, মুফাসসির ২৪ জন, কারি (কেরাতে হাফস ও সাবা) ৬৯ জন...
১৮ ঘণ্টা আগে
জুমার দিন মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ নিয়ামত। এই দিনটিকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা দিয়েছেন নবী করিম (সা.)। জুমার দিন কেবল একটি নামাজ আদায়ের মাধ্যম নয়; বরং এদিনের প্রতিটি মুহূর্তেই রহমত, বরকত ও মাগফিরাত বর্ষিত হয়।
২০ ঘণ্টা আগে
একটি রাষ্ট্রের প্রকৃত পরিচয় তার সংবিধানে নয়, বরং সেই সংবিধানের ন্যায়সংগত প্রয়োগের ওপর নির্ভর করে। ইতিহাস সাক্ষী দেয়—বিপুল সম্পদ, আধুনিক প্রযুক্তি কিংবা শক্তিশালী সামরিক বাহিনী কোনো রাষ্ট্রকে টিকিয়ে রাখতে পারে না, যদি সেখানে ইনসাফ বা ন্যায়বিচার অনুপস্থিত থাকে।
২০ ঘণ্টা আগে