Ajker Patrika

জুমার দিনের ২০ সুন্নত আমল

কে এম ছালেহ আহমদ জাহেরী
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ছবি: সংগৃহীত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। ছবি: সংগৃহীত

অন্যতম ফজিলতপূর্ণ দিন জুমাবার। মোমিনের জীবনে দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। ফজিলতপূর্ণ এই দিন বিশেষ কিছু আমল ও সুন্নত রয়েছে। এর মধ্য থেকে ২০ টি সুন্নত তুলে ধরা যাক—

১. ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। (সিলসিলাতুস সহিহা)

২. সুন্নত মোতাবেক গোসল করা ও গায়ে তেল মাখা। (সহিহ্ বুখারি: ৮৮৩)

৩. গোসলের সময় মিসওয়াক করা। (সহিহ্ মুসলিম: ১৮৪৫)

৪. গোসলের আগে অবাঞ্চিত লোম পরিষ্কার করা এবং নখ কাটা। (ইহয়াউল উলুম: ১/১৮৯)

৫. উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা। (সহিহ্ বুখারি: ৮৩১)

৬ আতর ও সুগন্ধি ব্যবহার করা। (সহিহ্ মুসলিম: ১৮৪৫)

৭. মসজিদে আগে আগে যাওয়া। (সহিহ্ বুখারি: ৯২৯)

৮. পায়ে হেঁটে মসজিদে যাওয়া। (সুনানে ইবনে মাজাহ: ১৩৬৮)

৯. ইমাম সাহেবের কাছাকাছি বসা। (সুনানে তিরমিজি: ৪৬৫)

১০. মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করা। (সহিহ্ বুখারি: ১১৬৭)

১১. কবলাল জুমা চার রাকাত আদায় করা। (সুনানে ইবনে মাজাহ: ১১২৯)

১২. বাদাল জুমা চার রাকাত আদায় করা। (সুনানে ইবনে মাজাহ: ১৪৫৭)

১৩. জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াত করা। (মিশকাতুল মাসাবিহ্: ২১৭৫)

১৪. মনযোগ সহকারে খুতবা শ্রবণ করা। (সুনানে তিরমিজি: ৪৬৫)

১৫. খুতবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা। (সুনানে ইবনে মাজাহ: ১১৭)

১৬. জুমার নামাজে সুরা আলা ও গাশিয়াহ তিলাওয়াত করা। (সুনানে ইবনে মাজাহ: ১১১৮)

১৭. জুমার দিন মসজিদে মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে না যাওয়া। (সুনানে আবু দাউদ: ১১১৮)

১৮. বেশি বেশি দরুদ পাঠ করা। (সুনানে আবু দাউদ: ১০৪৭)

১৯. জুমার দিন মসজিদে ঘুম এলে জায়গা পরিবর্তন করে বসা। (সুনানে আবু দাউদ: ১১১৯)

২০. জুমার দিন আসরের পরে বেশি বেশি দোয়া করা। কারণ তখন দোয়া কবুল হয়।

লেখক: খতিব ও ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত