ইজাজুল হক, ঢাকা

সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কামানের গোলা ছুড়ে ইফতারের সংকেত দেওয়া রমজানের জনপ্রিয় ঐতিহ্যের একটি। মিসর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইয়েমেন, সৌদি আরবসহ অনেক মুসলিম দেশে এই রীতি এখনো চালু রয়েছে।
মক্কার পাহাড়ি অঞ্চলে এটির বেশ চল রয়েছে। মক্কাবাসীর কাছে এই কামানের বিশেষ মর্যাদা রয়েছে। প্রতি রমজানে মক্কা পুলিশ এটি পরিচালনা করে। সূর্যাস্তের আগে শিশুরা গোলার আওয়াজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে।
এই কামান সম্পর্কে মক্কা পুলিশের মুখপাত্র মেজর আবদুল মহসিন আল-মাইমানি বলেন, ‘৭৫ বছর আগে যখন মক্কা পুলিশ প্রতিষ্ঠিত হয়েছিল, তখনই কামানটির দেখভালের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়। প্রতিবছর রমজানের কয়েক দিন আগে কামানটি পাহাড়ের ওপরে তোলা হয়। পুলিশের চৌকস একটি দল এটি পরিচালনা করে।’
মদিনায়ও দুটি কামান রয়েছে। প্রথমটি সালা পাহাড়ে স্থাপন করা হয়। বাদশাহ ফয়সালের সময়ে কুবা দুর্গের বাইরে দ্বিতীয় কামানটি বসানো হয়। ইফতারের সময় কামান দাগানোর এই রীতি চালু হয় ১৯ শতকের গোড়ার দিকে, মিসরে। তখন রোজাদারদের ইফতারের সময় জানান দেওয়ার জন্য সূর্যাস্তের পরপরই কামানের গোলা ছোড়া হতো। একইভাবে তখন সাহ্রির সময় শেষেও গোলা ছোড়া হতো।
কামান দাগানো ঘিরে একটি মজার গল্পও প্রচলিত আছে। কোনো এক মামলুক সুলতান কায়রোর প্রাসাদে একটি নতুন কামানের পরীক্ষা চালান। রমজান মাসে হওয়ায় এবং ইফতারের সময়ের সঙ্গে মিলে যাওয়ায় মানুষ ভেবেছিল, সুলতান হয়তো ইফতার করার জন্যই কামান দাগিয়েছেন। মানুষ বেশ খুশি হলো। তাই সুলতান এই রীতি প্রতিবছরের জন্য চালু করে দেন।
১৯ শতকের মিসরি শাসক মুহাম্মদ আলী পাশাকে নিয়েও একই গল্প শোনা যায়। একটি জার্মান কামান পরীক্ষার সময় এমন ঘটনা ঘটেছিল। ১৯ শতকের শেষের দিকে মিসরি শাসক খেদিভ ইসমাইলের সেনাবাহিনীর ব্যাপারেও একই গল্পের চল আছে। খেদিভের মেয়ে ফাতিমা তখন থেকে ইফতারের সময় ও ঈদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে এটি ব্যবহারের চল করেন। এ কারণে এই কামানকে ‘ফাতিমার কামান’ও
বলা হয়।
সূত্র: আরব নিউজ

সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কামানের গোলা ছুড়ে ইফতারের সংকেত দেওয়া রমজানের জনপ্রিয় ঐতিহ্যের একটি। মিসর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইয়েমেন, সৌদি আরবসহ অনেক মুসলিম দেশে এই রীতি এখনো চালু রয়েছে।
মক্কার পাহাড়ি অঞ্চলে এটির বেশ চল রয়েছে। মক্কাবাসীর কাছে এই কামানের বিশেষ মর্যাদা রয়েছে। প্রতি রমজানে মক্কা পুলিশ এটি পরিচালনা করে। সূর্যাস্তের আগে শিশুরা গোলার আওয়াজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে।
এই কামান সম্পর্কে মক্কা পুলিশের মুখপাত্র মেজর আবদুল মহসিন আল-মাইমানি বলেন, ‘৭৫ বছর আগে যখন মক্কা পুলিশ প্রতিষ্ঠিত হয়েছিল, তখনই কামানটির দেখভালের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়। প্রতিবছর রমজানের কয়েক দিন আগে কামানটি পাহাড়ের ওপরে তোলা হয়। পুলিশের চৌকস একটি দল এটি পরিচালনা করে।’
মদিনায়ও দুটি কামান রয়েছে। প্রথমটি সালা পাহাড়ে স্থাপন করা হয়। বাদশাহ ফয়সালের সময়ে কুবা দুর্গের বাইরে দ্বিতীয় কামানটি বসানো হয়। ইফতারের সময় কামান দাগানোর এই রীতি চালু হয় ১৯ শতকের গোড়ার দিকে, মিসরে। তখন রোজাদারদের ইফতারের সময় জানান দেওয়ার জন্য সূর্যাস্তের পরপরই কামানের গোলা ছোড়া হতো। একইভাবে তখন সাহ্রির সময় শেষেও গোলা ছোড়া হতো।
কামান দাগানো ঘিরে একটি মজার গল্পও প্রচলিত আছে। কোনো এক মামলুক সুলতান কায়রোর প্রাসাদে একটি নতুন কামানের পরীক্ষা চালান। রমজান মাসে হওয়ায় এবং ইফতারের সময়ের সঙ্গে মিলে যাওয়ায় মানুষ ভেবেছিল, সুলতান হয়তো ইফতার করার জন্যই কামান দাগিয়েছেন। মানুষ বেশ খুশি হলো। তাই সুলতান এই রীতি প্রতিবছরের জন্য চালু করে দেন।
১৯ শতকের মিসরি শাসক মুহাম্মদ আলী পাশাকে নিয়েও একই গল্প শোনা যায়। একটি জার্মান কামান পরীক্ষার সময় এমন ঘটনা ঘটেছিল। ১৯ শতকের শেষের দিকে মিসরি শাসক খেদিভ ইসমাইলের সেনাবাহিনীর ব্যাপারেও একই গল্পের চল আছে। খেদিভের মেয়ে ফাতিমা তখন থেকে ইফতারের সময় ও ঈদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে এটি ব্যবহারের চল করেন। এ কারণে এই কামানকে ‘ফাতিমার কামান’ও
বলা হয়।
সূত্র: আরব নিউজ

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৩ ঘণ্টা আগে
আগামী ৩ ফেব্রুয়ারি রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। ইসলাম ধর্মের অনুসারীরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে পুণ্যময় এই রাতটি কাটিয়ে থাকেন।
৮ ঘণ্টা আগে
সুরা ফালাক পবিত্র কোরআনুল কারিমের ১১৩তম সুরা। আরবিতে সুরাটির নাম: سورة الفلق। মহান আল্লাহ তাআলা এই সুরার মাধ্যমে তাঁর কাছে আশ্রয় প্রার্থনার সর্বোত্তম পদ্ধতি শিক্ষা দিয়েছেন। মূলত জাদু-টোনা, হিংসা ও অনিষ্ট থেকে বাঁচতে সুরাটি মুমিনের জন্য এক শক্তিশালী হাতিয়ার। তাই সুরা ফালাক বাংলা উচ্চারণ, অর্থসহ...
১২ ঘণ্টা আগে
মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ইমান। আর এই ইমানের মূল ভিত্তি হলো কালিমা তাইয়্যেবা। পরকালে মুক্তির জন্য ইমানের কোনো বিকল্প নেই; ইমান ছাড়া কোনো নেক আমলই আল্লাহর দরবারে কবুল হবে না।
২০ ঘণ্টা আগে