কুমিল্লা প্রতিনিধি

পবিত্র হজ পালন করতে হেঁটে মক্কায় যাচ্ছেন আলিফ মাহমুদ নামের এক তরুণ। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা। ২৫ বছর বয়সী এই তরুণ ৮ জুলাই কুমিল্লা থেকে হেঁটে রওনা করেছেন এবং এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেনাপোল হয়ে ভারতের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন তিনি।
আলিফ নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের শেয়ার বাতাবাড়িয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। বটতলী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল বলেছেন, ‘আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তাঁর প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে। ৮ জুলাই দুপুরে তিনি বাড়ি থেকে রওনা হয়েছেন।’
হেঁটে হজে যাওয়া প্রসঙ্গে আলিফ বলেন, ‘ছোটবেলা থেকেই ভ্রমণ করা আমার নেশা। ২০২২ সালের নভেম্বরে বাইসাইকেলে আমি দেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করেছি। আমার দীর্ঘদিনের স্বপ্ন, হেঁটে হজ করতে সৌদি আরবে যাওয়ার।’
কোন পথে কীভাবে হেঁটে সৌদি আরবে যাবেন জানতে চাইলে আলিফ বলেন, ঢাকা থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাব।ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করব ইনশা আল্লাহ। পুরো পথ পাড়ি দিতে আমাকে প্রায় ৮ হাজার কিলোমিটার হাঁটতে হবে।’
নিজ খরচে যাচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মক্কায় যাওয়া পর্যন্ত আমার পুরো খচর বহন করবেন বলে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের দুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী। ইতিমধ্যে ভারতীয় ভিসা পেয়েছি। ভারতে যাওয়ার পর পাকিস্তানে যাওয়ার ভিসা নেব। এভাবে পর্যায়ক্রমে সৌদি আরবে যাব।’
ভিসা পেতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চান আলিফ মাহমুদ। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্সের জন্য তিনি আবেদন করবেন। এ ছাড়া সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর দূতাবাস থেকেও ক্লিয়ারেন্স নেওয়ার আবেদন করবেন। তিনি সবার দোয়া চান।

পবিত্র হজ পালন করতে হেঁটে মক্কায় যাচ্ছেন আলিফ মাহমুদ নামের এক তরুণ। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা। ২৫ বছর বয়সী এই তরুণ ৮ জুলাই কুমিল্লা থেকে হেঁটে রওনা করেছেন এবং এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বেনাপোল হয়ে ভারতের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন তিনি।
আলিফ নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের শেয়ার বাতাবাড়িয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। বটতলী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল বলেছেন, ‘আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তাঁর প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে। ৮ জুলাই দুপুরে তিনি বাড়ি থেকে রওনা হয়েছেন।’
হেঁটে হজে যাওয়া প্রসঙ্গে আলিফ বলেন, ‘ছোটবেলা থেকেই ভ্রমণ করা আমার নেশা। ২০২২ সালের নভেম্বরে বাইসাইকেলে আমি দেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করেছি। আমার দীর্ঘদিনের স্বপ্ন, হেঁটে হজ করতে সৌদি আরবে যাওয়ার।’
কোন পথে কীভাবে হেঁটে সৌদি আরবে যাবেন জানতে চাইলে আলিফ বলেন, ঢাকা থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাব।ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করব ইনশা আল্লাহ। পুরো পথ পাড়ি দিতে আমাকে প্রায় ৮ হাজার কিলোমিটার হাঁটতে হবে।’
নিজ খরচে যাচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মক্কায় যাওয়া পর্যন্ত আমার পুরো খচর বহন করবেন বলে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের দুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী। ইতিমধ্যে ভারতীয় ভিসা পেয়েছি। ভারতে যাওয়ার পর পাকিস্তানে যাওয়ার ভিসা নেব। এভাবে পর্যায়ক্রমে সৌদি আরবে যাব।’
ভিসা পেতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চান আলিফ মাহমুদ। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্সের জন্য তিনি আবেদন করবেন। এ ছাড়া সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর দূতাবাস থেকেও ক্লিয়ারেন্স নেওয়ার আবেদন করবেন। তিনি সবার দোয়া চান।

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৩ ঘণ্টা আগে
জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ‘জুমুআহ’ শব্দের অর্থ একত্র হওয়া বা কাতারবদ্ধ হওয়া। সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুসলমানরা একত্র হয়ে জামাতের সঙ্গে জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ আদায় করেন, তাই একে জুমার নামাজ বলা হয়।
৪ ঘণ্টা আগে
রাসুলুল্লাহ (সা.)-এর ঊর্ধ্বাকাশ ভ্রমণ মানব ইতিহাসের একটি অলৌকিক ঘটনা। এই সফরে নবীজি (সা.) সপ্তম আকাশ পেরিয়ে আল্লাহ তাআলার এত নিকটবর্তী হয়েছিলেন, যেখানে কোনো ফেরেশতা এমনকি জিবরাইল (আ.)-ও যেতে পারেননি। নবীজি (সা.)-এর এই মহাযাত্রা উম্মতের জন্য আল্লাহর কুদরতের বিশেষ নিদর্শন হয়ে আছে।
৬ ঘণ্টা আগে
রমজানের আগমনী বার্তা নিয়ে আমাদের দোরগোড়ায় হাজির হচ্ছে পবিত্র মাস শাবান। এটি চান্দ্রবর্ষের অষ্টম মাস। আরবিতে এ মাসকে বলা হয় আশ-শাবানুল মুআজ্জাম। ইতিহাস বলে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের দেড় বছর পর পূর্বতন কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাসের...
৬ ঘণ্টা আগে