ইসলাম ডেস্ক

পবিত্র কোরআনের ৩১তম সুরা—সুরা লোকমান। মক্কায় অবতীর্ণ এই সুরার আয়াত সংখ্যা ৩৪। এই সুরায় আল্লাহ তাআলা সন্তানের প্রতি হজরত লোকমান হাকিমের কিছু প্রজ্ঞাপূর্ণ উপদেশ তুলে ধরেছেন। এ কারণে এই সুরার নাম লোকমান। সুরা লোকমানের ১২ থেকে ১৯ নম্বর আয়াতে সন্তানের প্রতি লোকমান হাকিমের প্রজ্ঞাপূর্ণ উপদেশের কথা বর্ণনা করা হয়েছে।
মুফাসসিরদের মতে, লোকমান নবী ছিলেন না। কিন্তু তিনি এতটা ধার্মিক ছিলেন যে, মহান আল্লাহ তাঁর তাকওয়া-পরহেজগারিতে মুগ্ধ হয়ে তাঁকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানের আলোকে তিনি নিজ সন্তানকে জীবন ও জগৎ সম্পর্কে কিছু উপদেশ প্রদান করেন, যা আল্লাহর ভীষণ পছন্দ হয়। আল্লাহ তাআলা মুসলমানদের পাথেয় হিসেবে সেসব উপদেশ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। উপদেশগুলো হলো:
১. আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। ২. মা-বাবার সঙ্গে সদাচরণ করো। ৩. মা-বাবা যদি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে বলে, তাহলে তাঁদের কথা গ্রহণ করবে না। ৪. মনে আল্লাহর স্মরণ জাগ্রত রাখো। ৫. নামাজ কায়েম করো। ৬. নেক কাজের আদেশ দাও। ৭. মন্দ কাজ থেকে নিষেধ করো। ৮. বিপদে ধৈর্যধারণ করো। ৯. অহংকারবশে মানুষকে অবজ্ঞা করো না। ১০. পৃথিবীতে অহংকার ও গর্ব নিয়ে বিচরণ করো না। ১১. মধ্যপন্থা অবলম্বন করো। ১২. কণ্ঠস্বর নিচু রাখো।
একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হজরত লোকমানের এসব অমূল্য উপদেশ বড় ভূমিকা পালন করবে। বিশেষ করে মুসলমানদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ তৈরিতে এগুলো কাজে দেবে। মা-বাবারা শৈশব থেকেই সন্তানদের এসবে অভ্যস্ত করাতে পারেন।

পবিত্র কোরআনের ৩১তম সুরা—সুরা লোকমান। মক্কায় অবতীর্ণ এই সুরার আয়াত সংখ্যা ৩৪। এই সুরায় আল্লাহ তাআলা সন্তানের প্রতি হজরত লোকমান হাকিমের কিছু প্রজ্ঞাপূর্ণ উপদেশ তুলে ধরেছেন। এ কারণে এই সুরার নাম লোকমান। সুরা লোকমানের ১২ থেকে ১৯ নম্বর আয়াতে সন্তানের প্রতি লোকমান হাকিমের প্রজ্ঞাপূর্ণ উপদেশের কথা বর্ণনা করা হয়েছে।
মুফাসসিরদের মতে, লোকমান নবী ছিলেন না। কিন্তু তিনি এতটা ধার্মিক ছিলেন যে, মহান আল্লাহ তাঁর তাকওয়া-পরহেজগারিতে মুগ্ধ হয়ে তাঁকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানের আলোকে তিনি নিজ সন্তানকে জীবন ও জগৎ সম্পর্কে কিছু উপদেশ প্রদান করেন, যা আল্লাহর ভীষণ পছন্দ হয়। আল্লাহ তাআলা মুসলমানদের পাথেয় হিসেবে সেসব উপদেশ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। উপদেশগুলো হলো:
১. আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। ২. মা-বাবার সঙ্গে সদাচরণ করো। ৩. মা-বাবা যদি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করতে বলে, তাহলে তাঁদের কথা গ্রহণ করবে না। ৪. মনে আল্লাহর স্মরণ জাগ্রত রাখো। ৫. নামাজ কায়েম করো। ৬. নেক কাজের আদেশ দাও। ৭. মন্দ কাজ থেকে নিষেধ করো। ৮. বিপদে ধৈর্যধারণ করো। ৯. অহংকারবশে মানুষকে অবজ্ঞা করো না। ১০. পৃথিবীতে অহংকার ও গর্ব নিয়ে বিচরণ করো না। ১১. মধ্যপন্থা অবলম্বন করো। ১২. কণ্ঠস্বর নিচু রাখো।
একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হজরত লোকমানের এসব অমূল্য উপদেশ বড় ভূমিকা পালন করবে। বিশেষ করে মুসলমানদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ তৈরিতে এগুলো কাজে দেবে। মা-বাবারা শৈশব থেকেই সন্তানদের এসবে অভ্যস্ত করাতে পারেন।

মৃত্যু—এমন এক অনিবার্য বাস্তবতা, যা কেউ অস্বীকার করতে পারে না। চাই সে মুসলমান হোক কিংবা অমুসলিম, ইমানদার হোক কিংবা বেইমান, আস্তিক হোক কিংবা নাস্তিক। তবে আশ্চর্যজনক বাস্তবতা হলো, সভ্যতার শুরু থেকেই মানুষ মৃত্যু থেকে পালানোর পথ খুঁজে বেড়িয়েছে অহর্নিশি। কেউ খুঁজেছে আবে হায়াত, কেউবা...
১ দিন আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১ দিন আগে
মহান আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। যারা নিজেদের ভুল স্বীকার করে তাঁর কাছে ফিরে আসে, তিনি তাদের পরম আদরে গ্রহণ করেন। আল্লাহ চান, বান্দা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তাঁর কাছে হাত তুলুক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই...
১ দিন আগে
মানবসভ্যতার ইতিহাসে ইসলাম একমাত্র ধর্ম, যা জ্ঞান অর্জনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেছে। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে তাকে অন্যান্য সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন মূলত জ্ঞানের মাধ্যমেই। ইসলামের সূচনালগ্ন থেকেই জ্ঞান চর্চাকে ইমানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে।
২ দিন আগে