Ajker Patrika

পাপের পর হতাশা নয়, দরকার ক্ষমা প্রার্থনা

আবরার নাঈম 
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৪: ৫৬
পাপের পর হতাশা নয়, দরকার ক্ষমা প্রার্থনা
ছবি: সংগৃহীত

শয়তান মানুষের চির শত্রু। প্রতিটি মুহূর্তে তার সঙ্গে শত্রুর মতোই আচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরাও তাকে শত্রু হিসেবেই গণ্য কর।’ (সুরা ফাতির: ৬)।

যদি কোনো মোমিন বান্দা নিজের অনিয়ন্ত্রিত নফসের প্ররোচনায় গুনাহে লিপ্ত হয় এবং পরক্ষণেই নিজের কৃত ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দেবেন। কারণ শিরক ছাড়া বান্দার ছোট-বড় যেকোনো পাপের জন্য ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন। আর শিরক খাঁটি তাওবা ছাড়া মাফ হয় না।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শরিক করা ক্ষমা করবেন না। তবে এ ছাড়া অন্যান্য গুনাহ; যার জন্য ইচ্ছা ক্ষমা করবেন।’ (সুরা নিসা: ৪৮)

গুনাহের পর অনেকে নিরাশ হয়ে যায়। তাই আল্লাহ বলেন, ‘হে আমার সেই বান্দারা—যারা নিজেদের ওপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ও না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবেন। তিনি তো অতি ক্ষমাশীল, ও পরম দয়ালু।’ (সুরা জুমার: ৫৩)

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, ‘আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল ও পরম দয়ালু।’ (সুরা নিসা: ১০৬)

শুধু তাই নয়, দয়ালু আল্লাহ তাঁর ক্ষমার দুয়ার খুলে দিয়ে বলেন, ‘যে কেউ মন্দ কাজ করবে অথবা নিজের ওপর জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে—সে আল্লাহকে পাবে অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। (সুরা নিসা: ১১০)

গুনাহগার বান্দাদের তাঁর ঘোষণা, ‘আমি বলেছি তোমরা আপন রবের কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল।’ (সুরা নুহ: ১০)

তাই আমাদের উচিত, ইচ্ছা-অনিচ্ছায় কখনো কোনো ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তিনি তো ক্ষমাপ্রার্থী বান্দাকেই বেশি পছন্দ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত