Ajker Patrika

সর্বশক্তি দিয়ে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে প্রস্তুত ন্যাটো: যুক্তরাষ্ট্র

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২: ১৯
সর্বশক্তি দিয়ে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে প্রস্তুত ন্যাটো: যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে তা সর্বশক্তি দিয়ে ন্যাটো ঠেকাতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ব্লিঙ্কেন বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনাদের উপস্থিতি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, তার একটি কূটনৈতিক সমাধান এখনো সম্ভব। তবে এমনটি না হলে ন্যাটো সর্বশক্তি দিয়ে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে প্রস্তুত রয়েছে। 

এদিকে কাজাখস্তানে রাশিয়ার সেনা পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে সেখানে রুশ সেনা মোতায়েন করা হয়েছে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মনে করেন, এই আন্দোলন কাজাখস্তান সরকারই ঠেকাতে পারত।

এ বিষয়ে সাংবাদিকদের সতর্ক করে ব্লিঙ্কেন বলেন, ‘ইতিহাস ঘেঁটে দেখা যায়, যদি রাশিয়ানরা আপনার বাড়িতে থাকে তাহলে তাদের বের করা খুবই কঠিন। আমার কাছে মনে হচ্ছে কাজাখ সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে প্রতিবাদকারীদের অধিকারকে সম্মান করে এই প্রতিবাদ মোকাবিলা করার ক্ষমতা রয়েছে। সুতরাং এটি এখনো স্পষ্ট নয়, কেন তাদের বাইরের সহযোগিতা দরকার হলো। আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত