আজকের পত্রিকা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অশ্লীল মন্তব্যের প্রতিক্রিয়ায় ন্যাটো মহাসচিব মার্ক রুটে আজ বুধবার এক ব্যতিক্রমী মন্তব্য করেছেন। রুটে তাঁকে তুলনা করেছেন ‘স্কুলের শিশুর বাবা’র সঙ্গে। ট্রাম্প গতকাল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে ব্যঙ্গ করে বলেন, ‘এটি যেন দুই শিশুর মারামারি—যেখানে শেষ পর্যন্ত ‘‘বাবাকে হস্তক্ষেপ করতে হয়’।’’
ডাচ্ শহর দ্য হেগে আয়োজিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তাদের লড়াই স্কুলের মাঠে দুই বাচ্চার লড়াইয়ের মতো। আপনি জানেন, তারা খুব ভয়ংকরভাবে লড়াই করছে। ওই মুহূর্তে আপনি তাদের থামাতেও পারবেন না। কিন্তু ২-৩ মিনিট লড়াই করতে দিন, তারপর দেখবেন, তাদের থামানো সহজ।’
ট্রাম্পের এই কথার পর রুটে বলেন, ‘তখন বাবা এসে তাদের যুদ্ধ থামান। এমন পরিস্থিতিতে মাঝেমধ্যে বাবাকে শক্ত ভাষায় কথাও বলতে হয়।’ তিনি এই মন্তব্যের সময় হাসছিলেন। তবে তাঁর মন্তব্যটি ট্রাম্পের আগের একটি বক্তব্যেরই সূত্র ধরে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্প বলেন, ‘তারা এত দিন ধরে এত কঠিনভাবে লড়ছে, অথচ তারা নিজেরাও জানে না তারা কী করছে।’ তিনি এ সময় একটি অশ্লীল শব্দ ব্যবহার করেন। বলেন, ‘দে ডোন্ট নো, হোয়াট দ্য ফাক দে আর ডোয়িং।’
আজ বুধবার ট্রাম্প আরও একটি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন বোমা হামলার প্রভাব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার মতোই।’ ট্রাম্প বলেন, ‘আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না... কিন্তু ঘটনা মূলত একই রকম ছিল। সেটি যেমন যুদ্ধ শেষ করেছিল, এটিও যুদ্ধ শেষ করেছে।’
তথ্যসূত্র: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অশ্লীল মন্তব্যের প্রতিক্রিয়ায় ন্যাটো মহাসচিব মার্ক রুটে আজ বুধবার এক ব্যতিক্রমী মন্তব্য করেছেন। রুটে তাঁকে তুলনা করেছেন ‘স্কুলের শিশুর বাবা’র সঙ্গে। ট্রাম্প গতকাল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে ব্যঙ্গ করে বলেন, ‘এটি যেন দুই শিশুর মারামারি—যেখানে শেষ পর্যন্ত ‘‘বাবাকে হস্তক্ষেপ করতে হয়’।’’
ডাচ্ শহর দ্য হেগে আয়োজিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তাদের লড়াই স্কুলের মাঠে দুই বাচ্চার লড়াইয়ের মতো। আপনি জানেন, তারা খুব ভয়ংকরভাবে লড়াই করছে। ওই মুহূর্তে আপনি তাদের থামাতেও পারবেন না। কিন্তু ২-৩ মিনিট লড়াই করতে দিন, তারপর দেখবেন, তাদের থামানো সহজ।’
ট্রাম্পের এই কথার পর রুটে বলেন, ‘তখন বাবা এসে তাদের যুদ্ধ থামান। এমন পরিস্থিতিতে মাঝেমধ্যে বাবাকে শক্ত ভাষায় কথাও বলতে হয়।’ তিনি এই মন্তব্যের সময় হাসছিলেন। তবে তাঁর মন্তব্যটি ট্রাম্পের আগের একটি বক্তব্যেরই সূত্র ধরে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্প বলেন, ‘তারা এত দিন ধরে এত কঠিনভাবে লড়ছে, অথচ তারা নিজেরাও জানে না তারা কী করছে।’ তিনি এ সময় একটি অশ্লীল শব্দ ব্যবহার করেন। বলেন, ‘দে ডোন্ট নো, হোয়াট দ্য ফাক দে আর ডোয়িং।’
আজ বুধবার ট্রাম্প আরও একটি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন বোমা হামলার প্রভাব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার মতোই।’ ট্রাম্প বলেন, ‘আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না... কিন্তু ঘটনা মূলত একই রকম ছিল। সেটি যেমন যুদ্ধ শেষ করেছিল, এটিও যুদ্ধ শেষ করেছে।’
তথ্যসূত্র: রয়টার্স

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪০ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে