আজকের পত্রিকা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অশ্লীল মন্তব্যের প্রতিক্রিয়ায় ন্যাটো মহাসচিব মার্ক রুটে আজ বুধবার এক ব্যতিক্রমী মন্তব্য করেছেন। রুটে তাঁকে তুলনা করেছেন ‘স্কুলের শিশুর বাবা’র সঙ্গে। ট্রাম্প গতকাল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে ব্যঙ্গ করে বলেন, ‘এটি যেন দুই শিশুর মারামারি—যেখানে শেষ পর্যন্ত ‘‘বাবাকে হস্তক্ষেপ করতে হয়’।’’
ডাচ্ শহর দ্য হেগে আয়োজিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তাদের লড়াই স্কুলের মাঠে দুই বাচ্চার লড়াইয়ের মতো। আপনি জানেন, তারা খুব ভয়ংকরভাবে লড়াই করছে। ওই মুহূর্তে আপনি তাদের থামাতেও পারবেন না। কিন্তু ২-৩ মিনিট লড়াই করতে দিন, তারপর দেখবেন, তাদের থামানো সহজ।’
ট্রাম্পের এই কথার পর রুটে বলেন, ‘তখন বাবা এসে তাদের যুদ্ধ থামান। এমন পরিস্থিতিতে মাঝেমধ্যে বাবাকে শক্ত ভাষায় কথাও বলতে হয়।’ তিনি এই মন্তব্যের সময় হাসছিলেন। তবে তাঁর মন্তব্যটি ট্রাম্পের আগের একটি বক্তব্যেরই সূত্র ধরে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্প বলেন, ‘তারা এত দিন ধরে এত কঠিনভাবে লড়ছে, অথচ তারা নিজেরাও জানে না তারা কী করছে।’ তিনি এ সময় একটি অশ্লীল শব্দ ব্যবহার করেন। বলেন, ‘দে ডোন্ট নো, হোয়াট দ্য ফাক দে আর ডোয়িং।’
আজ বুধবার ট্রাম্প আরও একটি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন বোমা হামলার প্রভাব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার মতোই।’ ট্রাম্প বলেন, ‘আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না... কিন্তু ঘটনা মূলত একই রকম ছিল। সেটি যেমন যুদ্ধ শেষ করেছিল, এটিও যুদ্ধ শেষ করেছে।’
তথ্যসূত্র: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অশ্লীল মন্তব্যের প্রতিক্রিয়ায় ন্যাটো মহাসচিব মার্ক রুটে আজ বুধবার এক ব্যতিক্রমী মন্তব্য করেছেন। রুটে তাঁকে তুলনা করেছেন ‘স্কুলের শিশুর বাবা’র সঙ্গে। ট্রাম্প গতকাল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে ব্যঙ্গ করে বলেন, ‘এটি যেন দুই শিশুর মারামারি—যেখানে শেষ পর্যন্ত ‘‘বাবাকে হস্তক্ষেপ করতে হয়’।’’
ডাচ্ শহর দ্য হেগে আয়োজিত ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তাদের লড়াই স্কুলের মাঠে দুই বাচ্চার লড়াইয়ের মতো। আপনি জানেন, তারা খুব ভয়ংকরভাবে লড়াই করছে। ওই মুহূর্তে আপনি তাদের থামাতেও পারবেন না। কিন্তু ২-৩ মিনিট লড়াই করতে দিন, তারপর দেখবেন, তাদের থামানো সহজ।’
ট্রাম্পের এই কথার পর রুটে বলেন, ‘তখন বাবা এসে তাদের যুদ্ধ থামান। এমন পরিস্থিতিতে মাঝেমধ্যে বাবাকে শক্ত ভাষায় কথাও বলতে হয়।’ তিনি এই মন্তব্যের সময় হাসছিলেন। তবে তাঁর মন্তব্যটি ট্রাম্পের আগের একটি বক্তব্যেরই সূত্র ধরে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্প বলেন, ‘তারা এত দিন ধরে এত কঠিনভাবে লড়ছে, অথচ তারা নিজেরাও জানে না তারা কী করছে।’ তিনি এ সময় একটি অশ্লীল শব্দ ব্যবহার করেন। বলেন, ‘দে ডোন্ট নো, হোয়াট দ্য ফাক দে আর ডোয়িং।’
আজ বুধবার ট্রাম্প আরও একটি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন বোমা হামলার প্রভাব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার মতোই।’ ট্রাম্প বলেন, ‘আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না... কিন্তু ঘটনা মূলত একই রকম ছিল। সেটি যেমন যুদ্ধ শেষ করেছিল, এটিও যুদ্ধ শেষ করেছে।’
তথ্যসূত্র: রয়টার্স

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৩২ মিনিট আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১ ঘণ্টা আগে