
দুই বছর ধরে আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের হাতে বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যান। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও একটি এক্স পোস্টে তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবিও গ্লেজম্যানের মুক্তিকে একটি ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ তারা এই মুক্তির জন্য জটিল আলোচনা পরিচালনায় সহায়তা করেছে।
এর আগে কাতার-ভিত্তিক আল-জাজিরাকে সাবেক মার্কিন কূটনীতিক জালমায় খলিলজাদ জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান জনগণের প্রতি সদিচ্ছা প্রকাশের অংশ হিসেবে গ্লেজম্যানকে তালেবান মুক্তি দিয়েছে।
জর্জ গ্লেজম্যান একজন বিমান প্রকৌশলী। তিনি ষাটের কোঠায় রয়েছেন। ২০২২ সালে তিনি পাঁচ দিনের জন্য আফগানিস্তানের সংস্কৃতি ও ইতিহাস বিষয়ে অন্বেষণ করতে গিয়েছিলেন। কিন্তু তালেবান তাঁকে আটক করে।
মার্কিন কংগ্রেসে গ্লেজম্যানের মুক্তির দাবিতে উত্থাপিত একটি প্রস্তাবে উল্লেখ করা হয়েছিল—তিনি আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।
এই মুক্তির মধ্য দিয়ে তালেবান ও মার্কিন প্রশাসনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনার নতুন দিক উন্মোচিত হয়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন বন্দী বিষয়ক দূত অ্যাডাম বোয়েলার তালেবানের সঙ্গে বন্দী মুক্তি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার কাজটি করেছেন। বোয়েলার ইতিপূর্বে হামাসের সঙ্গেও সরাসরি সাক্ষাৎ করেছিলেন, যা ইসরায়েলের পক্ষ থেকে সমালোচনার মুখে পড়ে।
ওয়াশিংটন ও ইউরোপীয় দেশগুলো তালেবানের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে নারীদের অধিকারের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তালেবানের সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহী বলে জানা গেছে।
মার্কিন-বন্দী মুক্তির এই ঘটনা আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি নতুন দিক উন্মোচন করছে, যা ভবিষ্যতে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপের ইঙ্গিত দিতে পারে।

দুই বছর ধরে আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের হাতে বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যান। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও একটি এক্স পোস্টে তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবিও গ্লেজম্যানের মুক্তিকে একটি ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ তারা এই মুক্তির জন্য জটিল আলোচনা পরিচালনায় সহায়তা করেছে।
এর আগে কাতার-ভিত্তিক আল-জাজিরাকে সাবেক মার্কিন কূটনীতিক জালমায় খলিলজাদ জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান জনগণের প্রতি সদিচ্ছা প্রকাশের অংশ হিসেবে গ্লেজম্যানকে তালেবান মুক্তি দিয়েছে।
জর্জ গ্লেজম্যান একজন বিমান প্রকৌশলী। তিনি ষাটের কোঠায় রয়েছেন। ২০২২ সালে তিনি পাঁচ দিনের জন্য আফগানিস্তানের সংস্কৃতি ও ইতিহাস বিষয়ে অন্বেষণ করতে গিয়েছিলেন। কিন্তু তালেবান তাঁকে আটক করে।
মার্কিন কংগ্রেসে গ্লেজম্যানের মুক্তির দাবিতে উত্থাপিত একটি প্রস্তাবে উল্লেখ করা হয়েছিল—তিনি আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।
এই মুক্তির মধ্য দিয়ে তালেবান ও মার্কিন প্রশাসনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনার নতুন দিক উন্মোচিত হয়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন বন্দী বিষয়ক দূত অ্যাডাম বোয়েলার তালেবানের সঙ্গে বন্দী মুক্তি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার কাজটি করেছেন। বোয়েলার ইতিপূর্বে হামাসের সঙ্গেও সরাসরি সাক্ষাৎ করেছিলেন, যা ইসরায়েলের পক্ষ থেকে সমালোচনার মুখে পড়ে।
ওয়াশিংটন ও ইউরোপীয় দেশগুলো তালেবানের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে নারীদের অধিকারের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তালেবানের সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহী বলে জানা গেছে।
মার্কিন-বন্দী মুক্তির এই ঘটনা আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি নতুন দিক উন্মোচন করছে, যা ভবিষ্যতে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপের ইঙ্গিত দিতে পারে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
২৫ মিনিট আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
১ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আমিরহোসাম খোদায়ারি ফার্দ (২১)। তিনি ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের সদস্য ছিলেন। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে তিনি প্রাণ হারান বলে দাবি করা হলেও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
২ ঘণ্টা আগে
বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
২ ঘণ্টা আগে