
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধানের নাম ঘোষণা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ট্রাম্পের পছন্দ ফক্স নিউজের উপস্থাপক ও সাবেক সেনা কর্মকর্তা পিট হেগসেথ এবং সিআইএ প্রধান হিসেবে বেছে নিয়েছেন জন র্যাটক্লিফকে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার অভিজ্ঞ সামরিক কর্মকর্তা ও ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছেন।
তাঁর মনোনয়নের বিষয়ে এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকার তালিকাভুক্ত শত্রুদের সতর্ক করতে চাই, পিটের নেতৃত্বে আমাদের সামরিক বাহিনী আবার দুর্দান্ত হয়ে উঠবে এবং আমেরিকা আর কখনোই পিছিয়ে পড়বে না।’
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পিট হেগসেথের নাম ঘোষণার পাশাপাশি ট্রাম্প মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ—এর প্রধানের নামও ঘোষণা করেছেন গতকাল। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হবে আগামী ২০ জানুয়ারি থেকে। নতুন দায়িত্ব পাওয়া ব্যক্তিরা সেদিন থেকেই তাদের দায়িত্ব শুরু করবেন। আর সেদিন থেকে সিআইএ—এর দায়িত্বভার বুঝে নেবেন জন র্যাটক্লিফ।
জন র্যাটক্লিফ আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মনোনয়নের বিষয়ে গতকাল এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘সর্বোচ্চ স্তরে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে তিনি সব মার্কিনিদের সাংবিধানিক অধিকার আদায়ে এক নির্ভীক যোদ্ধা হবেন এবং তিনি প্রতিরোধ শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবেন।’

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধানের নাম ঘোষণা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ট্রাম্পের পছন্দ ফক্স নিউজের উপস্থাপক ও সাবেক সেনা কর্মকর্তা পিট হেগসেথ এবং সিআইএ প্রধান হিসেবে বেছে নিয়েছেন জন র্যাটক্লিফকে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার অভিজ্ঞ সামরিক কর্মকর্তা ও ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছেন।
তাঁর মনোনয়নের বিষয়ে এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমেরিকার তালিকাভুক্ত শত্রুদের সতর্ক করতে চাই, পিটের নেতৃত্বে আমাদের সামরিক বাহিনী আবার দুর্দান্ত হয়ে উঠবে এবং আমেরিকা আর কখনোই পিছিয়ে পড়বে না।’
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পিট হেগসেথের নাম ঘোষণার পাশাপাশি ট্রাম্প মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ—এর প্রধানের নামও ঘোষণা করেছেন গতকাল। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হবে আগামী ২০ জানুয়ারি থেকে। নতুন দায়িত্ব পাওয়া ব্যক্তিরা সেদিন থেকেই তাদের দায়িত্ব শুরু করবেন। আর সেদিন থেকে সিআইএ—এর দায়িত্বভার বুঝে নেবেন জন র্যাটক্লিফ।
জন র্যাটক্লিফ আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মনোনয়নের বিষয়ে গতকাল এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘সর্বোচ্চ স্তরে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে তিনি সব মার্কিনিদের সাংবিধানিক অধিকার আদায়ে এক নির্ভীক যোদ্ধা হবেন এবং তিনি প্রতিরোধ শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করবেন।’

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
৬ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৬ ঘণ্টা আগে