আজকের পত্রিকা ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন যে, ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনের সম্পূর্ণ অংশ জয় করার চেষ্টা করেন, তাহলে তা রাশিয়ার ‘পতন’ ঘটাবে। তিনি আরও বলেছেন, পুতিন ‘অকারণে বহু মানুষকে হত্যা করছেন’ এবং ‘তিনি পাগল হয়ে গেছেন।’ নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এ কথা বলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার রাতে ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনাও করেছেন। ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সম্পর্ক বরাবরই খুব ভালো ছিল, কিন্তু তাঁর কিছু একটা হয়েছে। তিনি একেবারে পাগল হয়ে গেছেন! তিনি অকারণে বহু মানুষকে হত্যা করছেন, এবং আমি শুধু সৈন্যদের কথা বলছি না।’
এর আগে, রোববার সকালে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধবিরতির জন্য তাঁর প্রচেষ্টা সত্ত্বেও ইউক্রেনীয় শহরগুলোতে বোমাবর্ষণ বাড়িয়ে দেওয়ায় তিনি ‘খুব অবাক’ হয়েছেন। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছেন কি না—এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে ট্রাম্প উত্তর দেন, ‘অবশ্যই। সে বহু মানুষকে হত্যা করছে। তার কী হয়েছে?’
রোববার রাতের পোস্টে ট্রাম্প জেলেনস্কিরও সমালোচনা করে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ‘যেভাবে কথা বলছেন, তাতে তাঁর দেশের কোনো উপকার হচ্ছে না। তাঁর মুখ থেকে যা বের হচ্ছে তা সমস্যার সৃষ্টি করছে, আমি এটা পছন্দ করি না এবং এটা বন্ধ হওয়া উচিত।’
এর আগে, রাশিয়া তিন বছরের যুদ্ধে সবচেয়ে বড় বিমান হামলা চালানোর পর ‘আমেরিকার নীরবতার’ নিন্দা করেন জেলেনস্কি। শনিবার থেকে রবিবার পর্যন্ত টানা দ্বিতীয় রাতের মতো ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৩ শিশুসহ অন্তত ১২ জন নিহত হন।
ইউক্রেনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মস্কো সারা দেশের বিভিন্ন স্থানে ২৯৮টি ড্রোন এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র সহযোগে হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এমন প্রতিটি সন্ত্রাসী রুশ হামলা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার জন্য যথেষ্ট কারণ।’
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প বারবার দাবি করেছিলেন যে, নির্বাচিত হলে তিনি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন, এমনকি শপথ গ্রহণের আগেও। তবে, এই সপ্তাহের হামলার তীব্রতা ও ব্যাপকতা ভ্লাদিমির পুতিন শান্তির প্রতি আগ্রহী ছিলেন বলে ট্রাম্পের দাবির সঙ্গে তীব্রভাবে সাংঘর্ষিক।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন যে, ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনের সম্পূর্ণ অংশ জয় করার চেষ্টা করেন, তাহলে তা রাশিয়ার ‘পতন’ ঘটাবে। তিনি আরও বলেছেন, পুতিন ‘অকারণে বহু মানুষকে হত্যা করছেন’ এবং ‘তিনি পাগল হয়ে গেছেন।’ নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এ কথা বলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার রাতে ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনাও করেছেন। ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সম্পর্ক বরাবরই খুব ভালো ছিল, কিন্তু তাঁর কিছু একটা হয়েছে। তিনি একেবারে পাগল হয়ে গেছেন! তিনি অকারণে বহু মানুষকে হত্যা করছেন, এবং আমি শুধু সৈন্যদের কথা বলছি না।’
এর আগে, রোববার সকালে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধবিরতির জন্য তাঁর প্রচেষ্টা সত্ত্বেও ইউক্রেনীয় শহরগুলোতে বোমাবর্ষণ বাড়িয়ে দেওয়ায় তিনি ‘খুব অবাক’ হয়েছেন। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছেন কি না—এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে ট্রাম্প উত্তর দেন, ‘অবশ্যই। সে বহু মানুষকে হত্যা করছে। তার কী হয়েছে?’
রোববার রাতের পোস্টে ট্রাম্প জেলেনস্কিরও সমালোচনা করে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ‘যেভাবে কথা বলছেন, তাতে তাঁর দেশের কোনো উপকার হচ্ছে না। তাঁর মুখ থেকে যা বের হচ্ছে তা সমস্যার সৃষ্টি করছে, আমি এটা পছন্দ করি না এবং এটা বন্ধ হওয়া উচিত।’
এর আগে, রাশিয়া তিন বছরের যুদ্ধে সবচেয়ে বড় বিমান হামলা চালানোর পর ‘আমেরিকার নীরবতার’ নিন্দা করেন জেলেনস্কি। শনিবার থেকে রবিবার পর্যন্ত টানা দ্বিতীয় রাতের মতো ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৩ শিশুসহ অন্তত ১২ জন নিহত হন।
ইউক্রেনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মস্কো সারা দেশের বিভিন্ন স্থানে ২৯৮টি ড্রোন এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র সহযোগে হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এমন প্রতিটি সন্ত্রাসী রুশ হামলা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার জন্য যথেষ্ট কারণ।’
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প বারবার দাবি করেছিলেন যে, নির্বাচিত হলে তিনি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন, এমনকি শপথ গ্রহণের আগেও। তবে, এই সপ্তাহের হামলার তীব্রতা ও ব্যাপকতা ভ্লাদিমির পুতিন শান্তির প্রতি আগ্রহী ছিলেন বলে ট্রাম্পের দাবির সঙ্গে তীব্রভাবে সাংঘর্ষিক।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত কাশিওয়াজাকি-কারিওয়া জাপানের সাগর উপকূলে নিইগাতা প্রিফেকচারের ৪ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। সাতটি রিঅ্যাক্টর পুরোপুরি চালু থাকলে কেন্দ্রটি সর্বোচ্চ ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা লাখ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেট
১ ঘণ্টা আগে
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে তাদের তথাকথিত ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ সক্রিয় করার আহ্বান জানান। অনানুষ্ঠানিকভাবে একে বলা হয় ‘ট্রেড বাজুকা’। এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বাজারে প্রবেশ সীমিত করতে পারে বা রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে...
৪ ঘণ্টা আগে