মিডিয়া মোগল খ্যাত হিসেবে রুপার্ট মারডক ৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে করেছেন। তাঁর স্ত্রীর নাম এলেনা ঝুকোভা। ৬৭ বছর বয়সী এই রুশ নারী পেশায় অণুজীববিজ্ঞানী। গতকাল রোববার তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেল এয়ার এলাকায় রুপার্ট মারডকের খামারবাড়িতে এই বিয়ের অনুষ্ঠান হয়। এর আগে মাস তিনেক আগে এই দুজন তাঁদের বাগদানের কথা ঘোষণা দিয়েছিলেন। মারডকের মালিকানাধীন দ্য সান ট্যাবলয়েড পত্রিকাটি তাঁদের বিয়ের ছবি প্রকাশ করেছে।
দ্য সানের প্রকাশিত ছবিতে দেখা গেছে, রুপার্ট মারডক বিয়ের অনুষ্ঠানে একটি কালো স্যুট এবং হলুদ টাই পরে বর সেজেছেন এবং কনে এলেনা ঝুকোভা সাদা গাউন পরিধান করেছেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস ইউএস ফুটবল দলের মালিক রবার্ট ক্রাফট এবং মারডকের গড়া প্রতিষ্ঠান নিউজ কর্পের প্রধান নির্বাহী রবার্ট থমসন।
এর আগে, মডেল ও অভিনেত্রী জেরি হলের সঙ্গে মারডকের চতুর্থ বিবাহ ২০২২ সালে বিচ্ছেদ হয়। গণমাধ্যম ব্যবসার বিলিয়নিয়ার রুপার্ট মারডক আগে চীনা বংশোদ্ভূত টেলিভিশন ব্যক্তিত্ব ওয়েন্ডি ডেং, স্কটিশ-অস্ট্রেলীয় সাংবাদিক আনা টরভ এবং অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকারকে বিয়ে করেছিলেন।
রুপার্ট মারডক ১৯৫০—এর দশকে উত্তরাধিকারসূত্রে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দ্য নিউজ পত্রিকার মালিক হন। এরপর তিনি বিশ্বজুড়ে তাঁর গণমাধ্যম সাম্রাজ্য তৈরি করেন। তাঁর প্রতিষ্ঠিত গণমাধ্যম মালিক কনগ্লোমারেটের নাম নিউজ কর্প মিডিয়া হোল্ডি। আলোচিত সম্প্রচারমাধ্যম ফক্সও তাঁর প্রতিষ্ঠিত। তবে সর্বশেষ গত বছরের নভেম্বরে তিনি আকস্মিকভাবে তাঁর গড়া সব প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন। এর ফলে ফক্স নিউজ, দ্য টাইমস অব লন্ডন এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো প্রখ্যাত সংবাদমাধ্যমগুলোর নিয়ন্ত্রক এখন তাঁর ছেলে লাচলানের হাতে।

কংগ্রেসে পাঠানো বিচার বিভাগের এক চিঠিতে বলা হয়েছে, এসব নথি ২০ বছরের বেশি সময়জুড়ে বিভিন্ন মূল উৎস থেকে নেওয়া। এর মধ্যে রয়েছে ফ্লোরিডা ও নিউইয়র্কে এপস্টেইনের বিরুদ্ধে মামলা, গিলেইন ম্যাক্সওয়েলের বিচার, এপস্টেইনের মৃত্যুর তদন্ত এবং একাধিক এফবিআই তদন্ত।
৫ ঘণ্টা আগে
সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে গুতেরেস বলেছেন, ১৯৩টি সদস্য দেশের সবাইকে বাধ্যতামূলক চাঁদা পরিশোধ করতে হবে, তা না হলে আর্থিক নিয়মকাঠামোয় মৌলিক পরিবর্তন আনতে হবে। এ ছাড়া ধস ঠেকানো যাবে না।
৫ ঘণ্টা আগে
মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, বিএটির এই গোপন কার্যক্রমের মাধ্যমে প্রায় ৪১৮ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়েছে, যা উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত হয়েছে।
৬ ঘণ্টা আগে
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৭১ হাজার ৬৬২ জন। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও নিহত হয়েছেন আরও ৪৮৮ জন।
৭ ঘণ্টা আগে