অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দুনিয়ায় শান্তির জন্য অনেক কিছু করলেও কেউই তাঁকে ক্রেডিট বা কৃতিত্ব দেয় না। ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ এবং আরও কিছু বিষয়ে নিজের অবদানের ইঙ্গিত দিয়ে তিনি এই কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল ‘একটি চুক্তি করবে এবং দুই প্রতিপক্ষ প্রাণঘাতী হামলা চালানোর পর ‘খুব শিগগির’ শান্তি আসবে। ৭৯ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এখন অনেক ফোন কল ও বৈঠক হচ্ছে।’ তিনি ইঙ্গিত দেন, গত শুক্রবার ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পে হামলা চালানোর এবং ইরানের প্রতিশোধ নেওয়ার পর তিনি এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে পারবেন।
নিজের কথিত শান্তিরক্ষার সাফল্যের কিছু তালিকা তুলে ধরার পর ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, ‘আমি অনেক কিছু করি, কিন্তু কোনো কিছুর জন্যই কখনো কৃতিত্ব পাই না।’ একই বার্তার শেষে তিনি লেখেন, ‘মধ্যপ্রাচ্যকে আবার মহান করে তুলুন!’
তবে ট্রাম্প ইরান-ইসরায়েলের মধ্যে শান্তি কীভাবে আসবে, সে বিষয়ে কোনো বিবরণ দেননি। তাঁর মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গতকাল শনিবারের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হচ্ছে। নেতানিয়াহু বলেছিলেন, তাঁর দেশের ইরানবিরোধী অভিযান আরও তীব্র হবে।
নির্বাচনী প্রতিশ্রুতি সত্ত্বেও রিপাবলিকান নেতা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং ইসরায়েল-গাজা যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থ হয়েছেন। ইসরায়েল-ইরান সংঘাত প্রতিরোধ করতে না পারায় তাঁকে তার রাজনৈতিক ভিত্তি থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
এদিকে ট্রাম্প বলেছেন, এই ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া ‘সম্ভব।’ মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন, আমেরিকা ‘এই মুহূর্তে জড়িত নয়’ এবং তিনি ভ্লাদিমির পুতিনকে এই সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে মানতে উন্মুখ হয়ে আছেন। ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) প্রস্তুত। তিনি আমাকে এ বিষয়ে ফোন করেছিলেন। আমাদের এ বিষয়ে দীর্ঘ কথা হয়েছে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দুনিয়ায় শান্তির জন্য অনেক কিছু করলেও কেউই তাঁকে ক্রেডিট বা কৃতিত্ব দেয় না। ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ এবং আরও কিছু বিষয়ে নিজের অবদানের ইঙ্গিত দিয়ে তিনি এই কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েল ‘একটি চুক্তি করবে এবং দুই প্রতিপক্ষ প্রাণঘাতী হামলা চালানোর পর ‘খুব শিগগির’ শান্তি আসবে। ৭৯ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এখন অনেক ফোন কল ও বৈঠক হচ্ছে।’ তিনি ইঙ্গিত দেন, গত শুক্রবার ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পে হামলা চালানোর এবং ইরানের প্রতিশোধ নেওয়ার পর তিনি এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে পারবেন।
নিজের কথিত শান্তিরক্ষার সাফল্যের কিছু তালিকা তুলে ধরার পর ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, ‘আমি অনেক কিছু করি, কিন্তু কোনো কিছুর জন্যই কখনো কৃতিত্ব পাই না।’ একই বার্তার শেষে তিনি লেখেন, ‘মধ্যপ্রাচ্যকে আবার মহান করে তুলুন!’
তবে ট্রাম্প ইরান-ইসরায়েলের মধ্যে শান্তি কীভাবে আসবে, সে বিষয়ে কোনো বিবরণ দেননি। তাঁর মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গতকাল শনিবারের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হচ্ছে। নেতানিয়াহু বলেছিলেন, তাঁর দেশের ইরানবিরোধী অভিযান আরও তীব্র হবে।
নির্বাচনী প্রতিশ্রুতি সত্ত্বেও রিপাবলিকান নেতা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং ইসরায়েল-গাজা যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থ হয়েছেন। ইসরায়েল-ইরান সংঘাত প্রতিরোধ করতে না পারায় তাঁকে তার রাজনৈতিক ভিত্তি থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
এদিকে ট্রাম্প বলেছেন, এই ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া ‘সম্ভব।’ মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন, আমেরিকা ‘এই মুহূর্তে জড়িত নয়’ এবং তিনি ভ্লাদিমির পুতিনকে এই সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে মানতে উন্মুখ হয়ে আছেন। ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) প্রস্তুত। তিনি আমাকে এ বিষয়ে ফোন করেছিলেন। আমাদের এ বিষয়ে দীর্ঘ কথা হয়েছে।’
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরানের রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়ে উঠেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে এবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেসম্প্রতি দিনের আলোয় জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচকে। এই হত্যার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কিয়েভবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
৬ ঘণ্টা আগেইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছে।
৭ ঘণ্টা আগেভারতের সর্বোচ্চ সুন্নি ধর্মীয় নেতা শেখ আবুবকর আহমদের হস্তক্ষেপে ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নার্স নিমিষা প্রিয়ার শাস্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে এক ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে নিমিষার মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল আজ বুধবার, ১৬ জুলাই। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ইয়েমেন
৭ ঘণ্টা আগে