
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ম্যাগাজিন লেখক ই. জিন ক্যারলকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ৫০ লাখ ডলার জরিমানা করেছেন ম্যানহাটন আদালত। বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আদালতে ৭৯ বছর বয়সী ক্যারল সাক্ষ্য দেন, ডোনাল্ড ট্রাম্প ১৯৯৬ সালের বসন্তে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে তাঁকে ধর্ষণ করেছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ক্যারলকে চেনেন না। এমনকি গত বছর ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ‘প্রতারণা’ ও ‘মিথ্যাচার’ ছাড়া আর কিছুই না।
মঙ্গলবার (৯ মে) ফেডারেল আদালতের বিচারক দল যৌন হয়রানির মামলায় ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা করেছেন। জরিমানার এই অর্থ ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেছেন বিচারকেরা। বিচারকদের দলে ছয়জন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তাঁরা সবাই এই রায়ে একমত হয়েছেন।
রায়ে বলা হয়, ই জিন ক্যারলকে ধর্ষণের জন্য ট্রাম্পকে দায়ী করা হয়নি। তবে যৌন নিপীড়ন ও মানহানির দায়ে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। এরই পরিপ্রেক্ষিতে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
ট্রাম্পের এক মুখপাত্র জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। যত দিন পর্যন্ত রায়টি আদালতে চ্যালেঞ্জ করা হচ্ছে, তত দিন ক্ষতিপূরণ দিতে হবে না।
এদিকে ট্রাম্প তাৎক্ষণিকভাবে ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করে তাঁর বিরুদ্ধে দেওয়া রায়কে ‘অসম্মানজনক’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে আবারও তিনি ক্যারলকে চেনেন না বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ম্যাগাজিন লেখক ই. জিন ক্যারলকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ৫০ লাখ ডলার জরিমানা করেছেন ম্যানহাটন আদালত। বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আদালতে ৭৯ বছর বয়সী ক্যারল সাক্ষ্য দেন, ডোনাল্ড ট্রাম্প ১৯৯৬ সালের বসন্তে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে তাঁকে ধর্ষণ করেছিলেন। তবে এই অভিযোগ অস্বীকার করে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ক্যারলকে চেনেন না। এমনকি গত বছর ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ‘প্রতারণা’ ও ‘মিথ্যাচার’ ছাড়া আর কিছুই না।
মঙ্গলবার (৯ মে) ফেডারেল আদালতের বিচারক দল যৌন হয়রানির মামলায় ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার জরিমানা করেছেন। জরিমানার এই অর্থ ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে দিতে বলেছেন বিচারকেরা। বিচারকদের দলে ছয়জন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তাঁরা সবাই এই রায়ে একমত হয়েছেন।
রায়ে বলা হয়, ই জিন ক্যারলকে ধর্ষণের জন্য ট্রাম্পকে দায়ী করা হয়নি। তবে যৌন নিপীড়ন ও মানহানির দায়ে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। এরই পরিপ্রেক্ষিতে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
ট্রাম্পের এক মুখপাত্র জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। যত দিন পর্যন্ত রায়টি আদালতে চ্যালেঞ্জ করা হচ্ছে, তত দিন ক্ষতিপূরণ দিতে হবে না।
এদিকে ট্রাম্প তাৎক্ষণিকভাবে ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করে তাঁর বিরুদ্ধে দেওয়া রায়কে ‘অসম্মানজনক’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে আবারও তিনি ক্যারলকে চেনেন না বলে জানিয়েছেন।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, প্রচন্ড ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ৬ শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একইসঙ্গে, তেহরানের দমন-পীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
২৫ মিনিট আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১০ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে