আগামীকাল ২৫ অক্টোবর বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর ১৪০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় পাবলো পিকাসোর ১১টি শিল্পকর্ম নিয়ে বিলাজিওতে অনুষ্ঠিত হয়েছে লাস ভেগাসের সবচেয়ে বড় নিলাম। এখানে পিকাসোর ১১টি শিল্পকর্ম বিক্রি হয়েছে ১০ কোটি ৯০ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩২ কোটি ৬৭ লাখ টাকা।
নিলাম প্রতিষ্ঠান নিউইয়র্ক সেল রুম ও এমজিএম যৌথভাবে এই নিলামের আয়োজন করে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তাঁর সব শিল্পকর্ম সংগ্রহ ও বৈচিত্র্যময় উপস্থাপনের কাজে ব্যয় করার পরিকল্পনা আয়োজকদের।
নিলাম হওয়া শিল্পকর্মের মধ্যে ১৯৩৮ সালের লাল-কমলা ব্রেটে থাকা নারীর প্রতিকৃতি বিক্রি হয়েছে ৩ কোটি ৫০ লাখ ডলারে। ১৯৭০ সালে আঁকা পিকাসোর অন্যতম নিখুঁত প্রতিকৃতি ‘একজন মানুষের বক্ষ’ বিক্রি হয়েছে ৮০ লাখ ডলারে। পিকাসোর শেষ বয়স তথা ১৯৬৯ সালের আঁকা ‘মানুষ ও শিশু’ বিক্রি হয়েছে ২ কোটি ১০ লাখ ডলারে। ভিনসেন্ট ভ্যান গগ থেকে অনুপ্রাণিত হয়ে একই বছর আঁকা প্রতিকৃতি ‘মানুষের মাথা’ শিল্পকর্মটি বিক্রি হয়েছে ১০ লাখ ৮৫ হাজার ডলারে।
১৯৫৬ সালের সিরামিক টুকরা দিয়ে নির্মিত ‘দাড়িওয়ালা মানুষের মাথা’ প্রতিকৃতিটি বিক্রি হয়েছে ১০ লাখ ৯০ হাজার ডলারে। ১৯৪২ সালে প্যারিসে নাৎসি দখলের সময় আঁকা ‘ফল এবং ফুলের ঝুড়িসহ স্থির জীবন’ চিত্রটি বিক্রি হয়েছে ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার ডলারে। এমন আরও পাঁচটি শিল্পকর্ম এই বেলাজিও নিলামঘর থেকে বিক্রি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিস বা শান্তি পরিষদের সনদ ঘোষণা ও স্বাক্ষর করতে যাচ্ছেন। অনুষ্ঠানটি গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ৯টা বা বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
৫ ঘণ্টা আগে
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল বুধবার একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তিতে সম্মত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় থাকবে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলা। ইইউর সর্বোচ্চ কূটনীতিক কাইয়া ক্যালাস এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি সমঝোতায় পৌঁছেছেন। ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ বৈঠকের’ পর গ্রিনল্যান্ড এবং ‘সমগ্র আর্কটিক অঞ্চল’ নিয়ে একটি ‘ভবিষ্যৎ কাঠামো’তে...
৬ ঘণ্টা আগে