
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের একটি ইহুদি উপাসনালয় সিনাগগের প্রধানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার সামান্থা উল নামে ওই নারীকে তাঁর নিজ বাড়ির বাইরে ছুরিকাঘাতের কারণে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় পুলিশ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডেট্রয়েট পুলিশ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, সামান্থা উল ডেট্রয়েটের শহরতলির আইজ্যাক অ্যাগ্রি ডাউন টাউন সিনাগগের পরিচালনা পরিষদের প্রধান ছিলেন। ডেট্রয়েট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে মাটিতে পড়ে থাকা এক ব্যক্তির বিষয়ে জানানো হয়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে একটি রক্তের ধারা দেখতে পায়। সেটি অনুসরণ করে তারা সামান্থার বাড়ির বাইরে পর্যন্ত পৌঁছে যায়।
পুলিশের অনুমান, সামান্থাকে তাঁর নিজ বাড়িতেই হত্যা করা হয়েছে। তাঁর শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত করতে এই মামলা ডেট্রয়েট পুলিশের হোমিসাইড বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ডেট্রয়েটের এফবিআইও স্থানীয় পুলিশকে এই হত্যাকাণ্ডের বিষয়টি সুরাহা করতে সহায়তা করছে।
সামান্থা উলের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছে স্থানীয় সম্প্রদায় ও আইজ্যাক অ্যাগ্রি ডাউন টাউন সিনাগগের কর্তৃপক্ষ। সিনাগগ কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা সামান্থা উলের আকস্মিক মৃত্যুর খবর শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। তাঁর স্মৃতি আশীর্বাদ হয়ে থাকুক।’ ডেট্রয়েটের মেয়রও বলেছেন, সামান্থার মৃত্যু স্থানীয় সম্প্রদায়ের মধ্যে একটি বড় শূন্যতা তৈরি করেছে।
সামান্থা উলের মুসলিম-ইহুদি আন্তধর্মীয় সম্প্রীতি নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করে স্থানীয় কংগ্রেসওম্যান এলিসা স্লটিকন বলেন, সামান্থা তাঁর সংক্ষিপ্ত জীবনকে আন্তধর্মীয় সম্প্রীতি নির্মাণে উৎসর্গ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের একটি ইহুদি উপাসনালয় সিনাগগের প্রধানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার সামান্থা উল নামে ওই নারীকে তাঁর নিজ বাড়ির বাইরে ছুরিকাঘাতের কারণে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় পুলিশ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডেট্রয়েট পুলিশ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, সামান্থা উল ডেট্রয়েটের শহরতলির আইজ্যাক অ্যাগ্রি ডাউন টাউন সিনাগগের পরিচালনা পরিষদের প্রধান ছিলেন। ডেট্রয়েট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে মাটিতে পড়ে থাকা এক ব্যক্তির বিষয়ে জানানো হয়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে একটি রক্তের ধারা দেখতে পায়। সেটি অনুসরণ করে তারা সামান্থার বাড়ির বাইরে পর্যন্ত পৌঁছে যায়।
পুলিশের অনুমান, সামান্থাকে তাঁর নিজ বাড়িতেই হত্যা করা হয়েছে। তাঁর শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত করতে এই মামলা ডেট্রয়েট পুলিশের হোমিসাইড বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ডেট্রয়েটের এফবিআইও স্থানীয় পুলিশকে এই হত্যাকাণ্ডের বিষয়টি সুরাহা করতে সহায়তা করছে।
সামান্থা উলের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছে স্থানীয় সম্প্রদায় ও আইজ্যাক অ্যাগ্রি ডাউন টাউন সিনাগগের কর্তৃপক্ষ। সিনাগগ কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা সামান্থা উলের আকস্মিক মৃত্যুর খবর শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। তাঁর স্মৃতি আশীর্বাদ হয়ে থাকুক।’ ডেট্রয়েটের মেয়রও বলেছেন, সামান্থার মৃত্যু স্থানীয় সম্প্রদায়ের মধ্যে একটি বড় শূন্যতা তৈরি করেছে।
সামান্থা উলের মুসলিম-ইহুদি আন্তধর্মীয় সম্প্রীতি নিয়ে কাজ করার বিষয়টি উল্লেখ করে স্থানীয় কংগ্রেসওম্যান এলিসা স্লটিকন বলেন, সামান্থা তাঁর সংক্ষিপ্ত জীবনকে আন্তধর্মীয় সম্প্রীতি নির্মাণে উৎসর্গ করেছিলেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে