
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে এক তদন্তে ১১ নারীকে যৌন হেনস্তার ঘটনা প্রমাণিত হওয়ার পর তিনি পদত্যাগ করলেন। এর আগে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের পাশাপাশি প্রেসিডেন্ট জো বাইডেনও তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এখনো পর্যন্ত যৌন হেনস্তার দাবি অস্বীকার করছেন কুমো। এর মাঝেই বললেন 'আমি এখন যা করতে পারি তার মধ্যে সর্বোত্তম হলো দায়িত্ব থেকে সরে যাওয়া'। আগামী ১৪ দিনের মধ্যে তাঁর এ পদত্যাগ কার্যকর হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর পাঁচ মাস ধরে স্বাধীন ও গভীরতর তদন্ত হয়। মঙ্গলবার (৩ আগস্ট) এই তদন্তের ফল প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। ১৬৮ পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনে ১১ নারীকে যৌন হেনস্তার প্রমাণ উঠে এসেছে।একসময়ের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনে করা কুমোর জন্য এই প্রতিবেদনই বিধ্বংসীই হলো।
প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর মধ্যে একটিতে বলা হয়—'রাষ্ট্রের একজন নারী সৈন্য অ্যান ক্লার্ক কুমোর লক্ষ্যবস্তু হয়েছিল। একদিন লিফটে কুমো ক্লার্কের পেছনে দাঁড়িয়েছিলেন। একপর্যায়ে তিনি একটি আঙুল ক্লার্কের ঘার থেকে স্পর্শ করে মেরুদণ্ড বেয়ে নিচে নামিয়ে এনে বলেন 'আরে তুমি'। কুমো আরেকটি হাত ক্লার্কের পেট থেকে শুরু করে হিপ পর্যন্ত নিয়ে আসেন। ওই দিন কুমো তাঁর বুকের ব্যক্তিগত অঙ্গ পর্যন্ত স্পর্শ করেছিল।'
এ প্রসঙ্গে ডেমোক্র্যাট জেমস বলেন, 'এই তদন্তে যা বেরিয়ে এসেছে তা নিউইয়র্ক রাজ্যের গভর্নরের আচরণের একটি বিরক্তিকর রূপ।' বলা যায়, প্রেসিডেন্ট জো বাইডেনসহ সহকর্মী ডেমোক্র্যাটদের চাপের মুখেই পদত্যাগ করেছেন কুমো।
কুমোর পদত্যাগে নিউইয়র্ক রাজ্যের গভর্নর হিসেবে স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোচুল। হোচুল হবেন এই পদে নেতৃত্বে দেওয়া প্রথম নারী।
প্রসঙ্গত, গভর্নর কুমো তিন প্রাপ্তবয়স্ক কন্যার তালাকপ্রাপ্ত বাবা। তিনি এমন কোনো কিছু করেননি বলে দাবি করে আসছেন। এ বিষয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি নিজের পারিবারিক শিক্ষা তাঁকে মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে শিখিয়েছে বলে দাবি করেন। কুমো হলেন যৌন হেনস্তার অভিযোগে পদ হারানো নিউইয়র্কের তৃতীয় গভর্নর।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে এক তদন্তে ১১ নারীকে যৌন হেনস্তার ঘটনা প্রমাণিত হওয়ার পর তিনি পদত্যাগ করলেন। এর আগে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের পাশাপাশি প্রেসিডেন্ট জো বাইডেনও তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এখনো পর্যন্ত যৌন হেনস্তার দাবি অস্বীকার করছেন কুমো। এর মাঝেই বললেন 'আমি এখন যা করতে পারি তার মধ্যে সর্বোত্তম হলো দায়িত্ব থেকে সরে যাওয়া'। আগামী ১৪ দিনের মধ্যে তাঁর এ পদত্যাগ কার্যকর হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর পাঁচ মাস ধরে স্বাধীন ও গভীরতর তদন্ত হয়। মঙ্গলবার (৩ আগস্ট) এই তদন্তের ফল প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। ১৬৮ পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনে ১১ নারীকে যৌন হেনস্তার প্রমাণ উঠে এসেছে।একসময়ের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনে করা কুমোর জন্য এই প্রতিবেদনই বিধ্বংসীই হলো।
প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর মধ্যে একটিতে বলা হয়—'রাষ্ট্রের একজন নারী সৈন্য অ্যান ক্লার্ক কুমোর লক্ষ্যবস্তু হয়েছিল। একদিন লিফটে কুমো ক্লার্কের পেছনে দাঁড়িয়েছিলেন। একপর্যায়ে তিনি একটি আঙুল ক্লার্কের ঘার থেকে স্পর্শ করে মেরুদণ্ড বেয়ে নিচে নামিয়ে এনে বলেন 'আরে তুমি'। কুমো আরেকটি হাত ক্লার্কের পেট থেকে শুরু করে হিপ পর্যন্ত নিয়ে আসেন। ওই দিন কুমো তাঁর বুকের ব্যক্তিগত অঙ্গ পর্যন্ত স্পর্শ করেছিল।'
এ প্রসঙ্গে ডেমোক্র্যাট জেমস বলেন, 'এই তদন্তে যা বেরিয়ে এসেছে তা নিউইয়র্ক রাজ্যের গভর্নরের আচরণের একটি বিরক্তিকর রূপ।' বলা যায়, প্রেসিডেন্ট জো বাইডেনসহ সহকর্মী ডেমোক্র্যাটদের চাপের মুখেই পদত্যাগ করেছেন কুমো।
কুমোর পদত্যাগে নিউইয়র্ক রাজ্যের গভর্নর হিসেবে স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোচুল। হোচুল হবেন এই পদে নেতৃত্বে দেওয়া প্রথম নারী।
প্রসঙ্গত, গভর্নর কুমো তিন প্রাপ্তবয়স্ক কন্যার তালাকপ্রাপ্ত বাবা। তিনি এমন কোনো কিছু করেননি বলে দাবি করে আসছেন। এ বিষয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি নিজের পারিবারিক শিক্ষা তাঁকে মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে শিখিয়েছে বলে দাবি করেন। কুমো হলেন যৌন হেনস্তার অভিযোগে পদ হারানো নিউইয়র্কের তৃতীয় গভর্নর।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে