ডয়চে ভেলে

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জর্জিয়ার রাজধানী আটলান্টার একটি আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে ফলাফলে কারচুপি করার চেষ্টা করেছিলেন তিনি। সেই অভিযোগেই জর্জিয়ার আদালতে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ট্রাম্প। এদিন আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে মামলার শুনানিতে ট্রাম্পকে সশরীরে হাজির থাকতে হবে না।
গত সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টি জেলে আত্মসমর্পণ করেছিলেন ট্রাম্প। সেখানে তাঁকে প্রায় ২০ মিনিটের মতো জেলে থাকতে হয়েছিল। সে সময় তাঁর মাগশটও নেওয়া হয়েছিল। গত এক সপ্তাহে ট্রাম্পের মাগশটের সেই ছবি ভাইরাল হয়ে গেছে। ট্রাম্প নিজেই ওই ছবি প্রকাশ্যে আনেন।
পরে ২ লাখ মার্কিন ডলার মুচলেকার বিনিময়ে ট্রাম্পকে জামিন দেওয়া হয়। সে সময় তাঁকে কয়েদি নম্বরও দেওয়া হয়—পিও ১১৩৫৮০৯। ট্রাম্পসহ মোট ১৮ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তাঁরা সবাই জর্জিয়ার ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। আদালতে ট্রাম্পের আইনজীবী দ্রুত মামলার নিষ্পত্তির আবেদন জানিয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা আছে, যার মধ্যে অনেকগুলো মামলাই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত। এ ছাড়া সাবেক এক পর্ন তারকাকে অবৈধভাবে অর্থ দেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। নিউইয়র্কের একটি আদালতে সেই মামলা চলছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে চারটি গুরুতর মামলা আছে। তবে প্রতিটি ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
মামলার শুনানির জন্য ট্রাম্পকে একাধিক অঙ্গরাজ্যের আদালতে হাজিরা দিতে হবে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনী আসরে তিনি নেমে পড়েছেন। জনমত জরিপ বলছে, অন্য রিপাবলিকান প্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জর্জিয়ার রাজধানী আটলান্টার একটি আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে ফলাফলে কারচুপি করার চেষ্টা করেছিলেন তিনি। সেই অভিযোগেই জর্জিয়ার আদালতে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ট্রাম্প। এদিন আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে মামলার শুনানিতে ট্রাম্পকে সশরীরে হাজির থাকতে হবে না।
গত সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টি জেলে আত্মসমর্পণ করেছিলেন ট্রাম্প। সেখানে তাঁকে প্রায় ২০ মিনিটের মতো জেলে থাকতে হয়েছিল। সে সময় তাঁর মাগশটও নেওয়া হয়েছিল। গত এক সপ্তাহে ট্রাম্পের মাগশটের সেই ছবি ভাইরাল হয়ে গেছে। ট্রাম্প নিজেই ওই ছবি প্রকাশ্যে আনেন।
পরে ২ লাখ মার্কিন ডলার মুচলেকার বিনিময়ে ট্রাম্পকে জামিন দেওয়া হয়। সে সময় তাঁকে কয়েদি নম্বরও দেওয়া হয়—পিও ১১৩৫৮০৯। ট্রাম্পসহ মোট ১৮ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তাঁরা সবাই জর্জিয়ার ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। আদালতে ট্রাম্পের আইনজীবী দ্রুত মামলার নিষ্পত্তির আবেদন জানিয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা আছে, যার মধ্যে অনেকগুলো মামলাই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত। এ ছাড়া সাবেক এক পর্ন তারকাকে অবৈধভাবে অর্থ দেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। নিউইয়র্কের একটি আদালতে সেই মামলা চলছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে চারটি গুরুতর মামলা আছে। তবে প্রতিটি ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
মামলার শুনানির জন্য ট্রাম্পকে একাধিক অঙ্গরাজ্যের আদালতে হাজিরা দিতে হবে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনী আসরে তিনি নেমে পড়েছেন। জনমত জরিপ বলছে, অন্য রিপাবলিকান প্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
৩০ মিনিট আগে
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম এবং কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। আজ বৃহস্পতিবার পবিত্র কোরআন ছুঁয়ে তিনি শপথ গ্রহণ করেন।
১ ঘণ্টা আগে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে