ডয়চে ভেলে

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জর্জিয়ার রাজধানী আটলান্টার একটি আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে ফলাফলে কারচুপি করার চেষ্টা করেছিলেন তিনি। সেই অভিযোগেই জর্জিয়ার আদালতে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ট্রাম্প। এদিন আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে মামলার শুনানিতে ট্রাম্পকে সশরীরে হাজির থাকতে হবে না।
গত সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টি জেলে আত্মসমর্পণ করেছিলেন ট্রাম্প। সেখানে তাঁকে প্রায় ২০ মিনিটের মতো জেলে থাকতে হয়েছিল। সে সময় তাঁর মাগশটও নেওয়া হয়েছিল। গত এক সপ্তাহে ট্রাম্পের মাগশটের সেই ছবি ভাইরাল হয়ে গেছে। ট্রাম্প নিজেই ওই ছবি প্রকাশ্যে আনেন।
পরে ২ লাখ মার্কিন ডলার মুচলেকার বিনিময়ে ট্রাম্পকে জামিন দেওয়া হয়। সে সময় তাঁকে কয়েদি নম্বরও দেওয়া হয়—পিও ১১৩৫৮০৯। ট্রাম্পসহ মোট ১৮ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তাঁরা সবাই জর্জিয়ার ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। আদালতে ট্রাম্পের আইনজীবী দ্রুত মামলার নিষ্পত্তির আবেদন জানিয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা আছে, যার মধ্যে অনেকগুলো মামলাই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত। এ ছাড়া সাবেক এক পর্ন তারকাকে অবৈধভাবে অর্থ দেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। নিউইয়র্কের একটি আদালতে সেই মামলা চলছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে চারটি গুরুতর মামলা আছে। তবে প্রতিটি ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
মামলার শুনানির জন্য ট্রাম্পকে একাধিক অঙ্গরাজ্যের আদালতে হাজিরা দিতে হবে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনী আসরে তিনি নেমে পড়েছেন। জনমত জরিপ বলছে, অন্য রিপাবলিকান প্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জর্জিয়ার রাজধানী আটলান্টার একটি আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে ফলাফলে কারচুপি করার চেষ্টা করেছিলেন তিনি। সেই অভিযোগেই জর্জিয়ার আদালতে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ট্রাম্প। এদিন আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে মামলার শুনানিতে ট্রাম্পকে সশরীরে হাজির থাকতে হবে না।
গত সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টি জেলে আত্মসমর্পণ করেছিলেন ট্রাম্প। সেখানে তাঁকে প্রায় ২০ মিনিটের মতো জেলে থাকতে হয়েছিল। সে সময় তাঁর মাগশটও নেওয়া হয়েছিল। গত এক সপ্তাহে ট্রাম্পের মাগশটের সেই ছবি ভাইরাল হয়ে গেছে। ট্রাম্প নিজেই ওই ছবি প্রকাশ্যে আনেন।
পরে ২ লাখ মার্কিন ডলার মুচলেকার বিনিময়ে ট্রাম্পকে জামিন দেওয়া হয়। সে সময় তাঁকে কয়েদি নম্বরও দেওয়া হয়—পিও ১১৩৫৮০৯। ট্রাম্পসহ মোট ১৮ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তাঁরা সবাই জর্জিয়ার ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। আদালতে ট্রাম্পের আইনজীবী দ্রুত মামলার নিষ্পত্তির আবেদন জানিয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা আছে, যার মধ্যে অনেকগুলো মামলাই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত। এ ছাড়া সাবেক এক পর্ন তারকাকে অবৈধভাবে অর্থ দেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। নিউইয়র্কের একটি আদালতে সেই মামলা চলছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে চারটি গুরুতর মামলা আছে। তবে প্রতিটি ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
মামলার শুনানির জন্য ট্রাম্পকে একাধিক অঙ্গরাজ্যের আদালতে হাজিরা দিতে হবে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনী আসরে তিনি নেমে পড়েছেন। জনমত জরিপ বলছে, অন্য রিপাবলিকান প্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৬ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৮ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৯ ঘণ্টা আগে