
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জর্জিয়ার রাজধানী আটলান্টার একটি আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে ফলাফলে কারচুপি করার চেষ্টা করেছিলেন তিনি। সেই অভিযোগেই জর্জিয়ার আদালতে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ট্রাম্প। এদিন আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে মামলার শুনানিতে ট্রাম্পকে সশরীরে হাজির থাকতে হবে না।
গত সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টি জেলে আত্মসমর্পণ করেছিলেন ট্রাম্প। সেখানে তাঁকে প্রায় ২০ মিনিটের মতো জেলে থাকতে হয়েছিল। সে সময় তাঁর মাগশটও নেওয়া হয়েছিল। গত এক সপ্তাহে ট্রাম্পের মাগশটের সেই ছবি ভাইরাল হয়ে গেছে। ট্রাম্প নিজেই ওই ছবি প্রকাশ্যে আনেন।
পরে ২ লাখ মার্কিন ডলার মুচলেকার বিনিময়ে ট্রাম্পকে জামিন দেওয়া হয়। সে সময় তাঁকে কয়েদি নম্বরও দেওয়া হয়—পিও ১১৩৫৮০৯। ট্রাম্পসহ মোট ১৮ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তাঁরা সবাই জর্জিয়ার ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। আদালতে ট্রাম্পের আইনজীবী দ্রুত মামলার নিষ্পত্তির আবেদন জানিয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা আছে, যার মধ্যে অনেকগুলো মামলাই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত। এ ছাড়া সাবেক এক পর্ন তারকাকে অবৈধভাবে অর্থ দেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। নিউইয়র্কের একটি আদালতে সেই মামলা চলছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে চারটি গুরুতর মামলা আছে। তবে প্রতিটি ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
মামলার শুনানির জন্য ট্রাম্পকে একাধিক অঙ্গরাজ্যের আদালতে হাজিরা দিতে হবে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনী আসরে তিনি নেমে পড়েছেন। জনমত জরিপ বলছে, অন্য রিপাবলিকান প্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।

ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে ইতিমধ্যে ২৫টির বেশি দেশ এই বোর্ডে যোগদানের বিষয়ে নিশ্চিত করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, মিসর ও তুরস্ক। এশিয়ার মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তান।
১ ঘণ্টা আগে
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভাদেরওয়াহ-চাম্বা আন্তরাজ্য সড়কের ৯ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট খানি টপ এলাকায় ১৭ থেকে ২১ জন জওয়ানকে বহনকারী একটি বুলেটপ্রুফ সাঁজোয়া সমতল থেকে উঁচু চৌকির দিকে যাচ্ছিল।
১ ঘণ্টা আগে
বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়ে আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ। শান্তি পরিষদের সনদ স্বাক্ষরের মূল পর্বে ট্রাম্পের পাশে এসে যোগ দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
২ ঘণ্টা আগে
একটি দোকান থেকে ৩০টি মানুষের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে দোকানদার ও ক্রেতারা দোকানের সাটার নামিয়ে ভেতরে আশ্রয় নিয়েছিলেন। উদ্ধার হওয়া মোবাইল ফোনের লোকেশন থেকেও নিশ্চিত হওয়া গেছে, গত শনিবার রাত থেকে তাঁরা সেখানে আটকা পড়েছিলেন।
৩ ঘণ্টা আগে