
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এখন আর ইলন মাস্ক নামে কাউকে খুঁজে পাবেন না ব্যবহারকারীরা। কারণ নিজের মালিকানাধীন এই মাধ্যমটিতে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক তাঁর নাম পরিবর্তন করেছেন। মাস্কের নতুন নাম কেকিয়াস ম্যাক্সিমাস।
বুধবার বিবিসি জানিয়েছে, ইলন মাস্কের এই নাম পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। কারণ মাস্ক হঠাৎ করে এই নাম পরিবর্তনের কোনো ব্যাখ্যা দেননি।
এক্স মাধ্যমে ইলন মাস্কের নতুন প্রোফাইল ছবিতে দেখা যাচ্ছে জনপ্রিয় মিম চরিত্র পেপে দ্য ফ্রগকে। চরিত্রটি রোমান সামরিক পোশাকে একটি গেম কন্ট্রোলার ধরে আছে। উল্লেখ্য, ‘পেপে দ্য ফ্রগ’ মিমটি অতীতে কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে।
বিবিসি আরও জানিয়েছে, ইলন মাস্কের হঠাৎ নাম পরিবর্তন ক্রিপ্টোকারেন্সি দুনিয়ায় ঝড় তুলেছে। নাম পরিবর্তনের পর ‘কেক’ নামে একটি মিমকয়েনের মূল্য হঠাৎ করে আকাশচুম্বী হয়ে যায়।
শুধু নাম নয়, অতীতে ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেও ক্রিপ্টোকারেন্সির দামে প্রভাব ফেলেছেন, এমন নজির আছে। তবে ওই নির্দিষ্ট মিমকয়েনটির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা আছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
ইংরেজি কেকিয়াস শব্দটি সম্ভবত কেক (কেইকে) এসেছে। এটি গেমারদের মধ্যে জনপ্রিয় একটি শব্দ এবং ‘লল’ শব্দটির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। তবে কেক-এর আরও দুটি প্রাসঙ্গিক অর্থ আছে। প্রাচীন মিসরীয় অন্ধকারের দেবতাকে এই নামে ডাকা হতো। মিসরীয় ওই দেবতাকে মাঝে মাঝে ব্যাঙের মাথাসহ চিত্রিত করা হয়।
আরেকটি বিষয় হলো—কেক শব্দটি প্রায় সময়ই কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত।
ইলন মাস্কের নতুন নামের দ্বিতীয় অংশটি হলো ম্যাক্সিমাস। এই শব্দটি অনেকের কাছে রিডলি স্কটের চলচ্চিত্র গ্ল্যাডিয়েটরের নায়ক ম্যাক্সিমাস ডিসিমাস মেরিডিয়াসের কথা স্মরণ করিয়ে দেয়।
মাস্কের নতুন প্রোফাইল ছবিতে রোমান সামরিক পোশাকে থাকা পেপেকে গেম কন্ট্রোলার ধরে থাকতে দেখা যায়। এটি কি শুধুই একটি মজার কাণ্ড, নাকি এর পেছনে কোনো গভীর বার্তা রয়েছে, তা এখনো অজানা।
ইলন মাস্কের এই পদক্ষেপ নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে আলোচনা তুঙ্গে। এটি কি শুধুই বিনোদনের জন্য, নাকি এর পেছনে কোনো সুদূরপ্রসারী উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এখন আর ইলন মাস্ক নামে কাউকে খুঁজে পাবেন না ব্যবহারকারীরা। কারণ নিজের মালিকানাধীন এই মাধ্যমটিতে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক তাঁর নাম পরিবর্তন করেছেন। মাস্কের নতুন নাম কেকিয়াস ম্যাক্সিমাস।
বুধবার বিবিসি জানিয়েছে, ইলন মাস্কের এই নাম পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। কারণ মাস্ক হঠাৎ করে এই নাম পরিবর্তনের কোনো ব্যাখ্যা দেননি।
এক্স মাধ্যমে ইলন মাস্কের নতুন প্রোফাইল ছবিতে দেখা যাচ্ছে জনপ্রিয় মিম চরিত্র পেপে দ্য ফ্রগকে। চরিত্রটি রোমান সামরিক পোশাকে একটি গেম কন্ট্রোলার ধরে আছে। উল্লেখ্য, ‘পেপে দ্য ফ্রগ’ মিমটি অতীতে কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে।
বিবিসি আরও জানিয়েছে, ইলন মাস্কের হঠাৎ নাম পরিবর্তন ক্রিপ্টোকারেন্সি দুনিয়ায় ঝড় তুলেছে। নাম পরিবর্তনের পর ‘কেক’ নামে একটি মিমকয়েনের মূল্য হঠাৎ করে আকাশচুম্বী হয়ে যায়।
শুধু নাম নয়, অতীতে ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেও ক্রিপ্টোকারেন্সির দামে প্রভাব ফেলেছেন, এমন নজির আছে। তবে ওই নির্দিষ্ট মিমকয়েনটির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা আছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
ইংরেজি কেকিয়াস শব্দটি সম্ভবত কেক (কেইকে) এসেছে। এটি গেমারদের মধ্যে জনপ্রিয় একটি শব্দ এবং ‘লল’ শব্দটির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। তবে কেক-এর আরও দুটি প্রাসঙ্গিক অর্থ আছে। প্রাচীন মিসরীয় অন্ধকারের দেবতাকে এই নামে ডাকা হতো। মিসরীয় ওই দেবতাকে মাঝে মাঝে ব্যাঙের মাথাসহ চিত্রিত করা হয়।
আরেকটি বিষয় হলো—কেক শব্দটি প্রায় সময়ই কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত।
ইলন মাস্কের নতুন নামের দ্বিতীয় অংশটি হলো ম্যাক্সিমাস। এই শব্দটি অনেকের কাছে রিডলি স্কটের চলচ্চিত্র গ্ল্যাডিয়েটরের নায়ক ম্যাক্সিমাস ডিসিমাস মেরিডিয়াসের কথা স্মরণ করিয়ে দেয়।
মাস্কের নতুন প্রোফাইল ছবিতে রোমান সামরিক পোশাকে থাকা পেপেকে গেম কন্ট্রোলার ধরে থাকতে দেখা যায়। এটি কি শুধুই একটি মজার কাণ্ড, নাকি এর পেছনে কোনো গভীর বার্তা রয়েছে, তা এখনো অজানা।
ইলন মাস্কের এই পদক্ষেপ নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে আলোচনা তুঙ্গে। এটি কি শুধুই বিনোদনের জন্য, নাকি এর পেছনে কোনো সুদূরপ্রসারী উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

সিরিয়ার আলেপ্পো শহর থেকে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সর্বশেষ যোদ্ধাটিও আজ রোববার বিদায় নিয়েছে। দীর্ঘ কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর একটি যুদ্ধবিরতি চুক্তির অধীনে এই সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আখবারিয়া জানিয়েছে।
৩ মিনিট আগে
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যে, জাতি, উপাসনা পদ্ধতি বা ধর্মের ভিত্তিতে বিভাজন আমাদের জন্য চরম ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক যেমনটা আজ বাংলাদেশে দেখা যাচ্ছে। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ‘আমাদের জন্য এক সতর্কবার্তা।’ গতকাল শনিবার তিনি এই কথা বলেন।
১৯ মিনিট আগে
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপহরণ করে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতেন। গত শুক্রবার এক দিনের সফরে কিয়েভে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টা আগেই রাশিয়া ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপক ঝড় তোলে।
২৮ মিনিট আগে
পাকিস্তান এবং চীনের যৌথ প্রচেষ্টায় তৈরি জেএফ-১৭ থান্ডার ব্লক যুদ্ধবিমান সংগ্রহে গভীর আগ্রহ প্রকাশ করেছে ইরাক। দুই দেশের বিমানবাহিনী প্রধানদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর গতকাল শনিবার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির...
২ ঘণ্টা আগে