Ajker Patrika

নিজের নাম পরিবর্তন করলেন ইলন মাস্ক, দাম বাড়ল একটি ক্রিপটো মুদ্রার

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৮: ১০
নিজের নাম পরিবর্তন করলেন ইলন মাস্ক, দাম বাড়ল একটি ক্রিপটো মুদ্রার
ইলন মাস্ক। ছবি: এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এখন আর ইলন মাস্ক নামে কাউকে খুঁজে পাবেন না ব্যবহারকারীরা। কারণ নিজের মালিকানাধীন এই মাধ্যমটিতে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক তাঁর নাম পরিবর্তন করেছেন। মাস্কের নতুন নাম কেকিয়াস ম্যাক্সিমাস।

বুধবার বিবিসি জানিয়েছে, ইলন মাস্কের এই নাম পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। কারণ মাস্ক হঠাৎ করে এই নাম পরিবর্তনের কোনো ব্যাখ্যা দেননি।

এক্স মাধ্যমে ইলন মাস্কের নতুন প্রোফাইল ছবিতে দেখা যাচ্ছে জনপ্রিয় মিম চরিত্র পেপে দ্য ফ্রগকে। চরিত্রটি রোমান সামরিক পোশাকে একটি গেম কন্ট্রোলার ধরে আছে। উল্লেখ্য, ‘পেপে দ্য ফ্রগ’ মিমটি অতীতে কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে।

বিবিসি আরও জানিয়েছে, ইলন মাস্কের হঠাৎ নাম পরিবর্তন ক্রিপ্টোকারেন্সি দুনিয়ায় ঝড় তুলেছে। নাম পরিবর্তনের পর ‘কেক’ নামে একটি মিমকয়েনের মূল্য হঠাৎ করে আকাশচুম্বী হয়ে যায়।

শুধু নাম নয়, অতীতে ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেও ক্রিপ্টোকারেন্সির দামে প্রভাব ফেলেছেন, এমন নজির আছে। তবে ওই নির্দিষ্ট মিমকয়েনটির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা আছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

ইংরেজি কেকিয়াস শব্দটি সম্ভবত কেক (কেইকে) এসেছে। এটি গেমারদের মধ্যে জনপ্রিয় একটি শব্দ এবং ‘লল’ শব্দটির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। তবে কেক-এর আরও দুটি প্রাসঙ্গিক অর্থ আছে। প্রাচীন মিসরীয় অন্ধকারের দেবতাকে এই নামে ডাকা হতো। মিসরীয় ওই দেবতাকে মাঝে মাঝে ব্যাঙের মাথাসহ চিত্রিত করা হয়।

আরেকটি বিষয় হলো—কেক শব্দটি প্রায় সময়ই কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত।

ইলন মাস্কের নতুন নামের দ্বিতীয় অংশটি হলো ম্যাক্সিমাস। এই শব্দটি অনেকের কাছে রিডলি স্কটের চলচ্চিত্র গ্ল্যাডিয়েটরের নায়ক ম্যাক্সিমাস ডিসিমাস মেরিডিয়াসের কথা স্মরণ করিয়ে দেয়।

মাস্কের নতুন প্রোফাইল ছবিতে রোমান সামরিক পোশাকে থাকা পেপেকে গেম কন্ট্রোলার ধরে থাকতে দেখা যায়। এটি কি শুধুই একটি মজার কাণ্ড, নাকি এর পেছনে কোনো গভীর বার্তা রয়েছে, তা এখনো অজানা।

ইলন মাস্কের এই পদক্ষেপ নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে আলোচনা তুঙ্গে। এটি কি শুধুই বিনোদনের জন্য, নাকি এর পেছনে কোনো সুদূরপ্রসারী উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত