
একভাই থাকেন নিউইয়র্কে, আরেকজন ঢাকায়। বাংলাদেশি দুই ভাই মিলে অবৈধভাবে এনবিএল, এনবিএ ও এনএইচএ গেমস লাইভ স্ট্রিম করতেন। এর জন্য সর্বনিম্ন ১০ ডলার ফি নিতেন তাঁরা। এভাবে ৭০ লাখ ডলারের বেশি হাতিয়ে নিয়েছেন তাঁরা। শুরু তাই নয়, অবৈধভাবে লাইভ স্ট্রিম করে সংক্ষুব্ধ বিভিন্ন পক্ষের মোট ১০ কোটি ডলারের বেশি ক্ষতি করেছেন। তাঁদের মার্কিন জুরি অভিযুক্ত করেছে বলে বিচার বিভাগের বরাত দিয়ে ফরচুন ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে।
এদের মধ্যে নূর নবী চৌধুরী (৫৬) নিউ ইয়র্কের চিকটোওগাতে থাকেন। গতকাল মঙ্গলবার সকালে নূর নবী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাঁর ভাই মোহাম্মদ রহমান (৩৬) ঢাকায় থাকেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ‘২৪৭/টিভি স্ট্রিম’ নামে অবৈধ লাইভ স্ট্রিম চালাতেন। এর জন্য মাসিক ফি নিতেন। এর মধ্যে কপিরাইট ছাড়া লাইভ স্পোর্টস প্রোগ্রামিং ও বিভিন্ন টেলিভিশন শো প্রচার করত।
আদালতের নথি অনুযায়ী, নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমান কয়েক বছর ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁরা ‘২৪৭/টিভি স্ট্রিমের’ মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৭০ লাখ ডলারের বেশি সাবস্ক্রিপশন ফি নিয়েছেন। অনুমান করা হচ্ছে, তাঁদের এই কর্মকাণ্ডের কারণে বৈধ কপিরাইটধারী মালিকদের ক্ষতির পরিমাণ ১০ কোটি ডলারের বেশি। আর এই কর্মকাণ্ডের জন্য তাঁরা নিজেদের পরিচয় গোপন করে অন্য একজনের পরিচয় ব্যবহার করেন।
আদালতে শুনানির সময় ফৌজদারি বিচার বিভাগের প্রধান নিকোল এম. আরজেন্টিয়ারি বলেন, ‘অভিযুক্ত দুই ভাই অনুমোদন ছাড়াই অন্যের কপিরাইট লাইভ স্পোর্টস প্রোগ্রাম ও বিভিন্ন টেলিভিশন শো প্রচার করেছে। এভাবে তাঁরা বৈধ ব্যক্তিদের অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে।’
ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি ব্রিয়ন পিস বলেন, ‘আমাদের অফিস ও বিচার বিভাগ ডিজিটাল পাইরেসির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।’
হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইএসআই) নিউ ইয়র্ক ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ উইলিয়াম এস. ওয়াকার বলেন, ‘অভিযোগ অনুযায়ী, নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমান নিজেদের পরিচয় গোপন করে অন্য একজনের পরিচয় ব্যবহার করে একটি অবৈধ স্ট্রিমিং সাইট পরিচালনা করছিলেন, যা বৈধ কপিরাইট মালিকদের ১০ কোটি টাকার বেশি ক্ষতি করেছে।’
‘২৪৭/টিভি স্ট্রিম’ পরিচালনার জন্য ব্যবহৃত ডোমেইন নামগুলো সরকার জব্দ করেছে। এছাড়া যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসেও তাঁদের সার্ভার জব্দ করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমানের সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

একভাই থাকেন নিউইয়র্কে, আরেকজন ঢাকায়। বাংলাদেশি দুই ভাই মিলে অবৈধভাবে এনবিএল, এনবিএ ও এনএইচএ গেমস লাইভ স্ট্রিম করতেন। এর জন্য সর্বনিম্ন ১০ ডলার ফি নিতেন তাঁরা। এভাবে ৭০ লাখ ডলারের বেশি হাতিয়ে নিয়েছেন তাঁরা। শুরু তাই নয়, অবৈধভাবে লাইভ স্ট্রিম করে সংক্ষুব্ধ বিভিন্ন পক্ষের মোট ১০ কোটি ডলারের বেশি ক্ষতি করেছেন। তাঁদের মার্কিন জুরি অভিযুক্ত করেছে বলে বিচার বিভাগের বরাত দিয়ে ফরচুন ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে।
এদের মধ্যে নূর নবী চৌধুরী (৫৬) নিউ ইয়র্কের চিকটোওগাতে থাকেন। গতকাল মঙ্গলবার সকালে নূর নবী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাঁর ভাই মোহাম্মদ রহমান (৩৬) ঢাকায় থাকেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ‘২৪৭/টিভি স্ট্রিম’ নামে অবৈধ লাইভ স্ট্রিম চালাতেন। এর জন্য মাসিক ফি নিতেন। এর মধ্যে কপিরাইট ছাড়া লাইভ স্পোর্টস প্রোগ্রামিং ও বিভিন্ন টেলিভিশন শো প্রচার করত।
আদালতের নথি অনুযায়ী, নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমান কয়েক বছর ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁরা ‘২৪৭/টিভি স্ট্রিমের’ মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৭০ লাখ ডলারের বেশি সাবস্ক্রিপশন ফি নিয়েছেন। অনুমান করা হচ্ছে, তাঁদের এই কর্মকাণ্ডের কারণে বৈধ কপিরাইটধারী মালিকদের ক্ষতির পরিমাণ ১০ কোটি ডলারের বেশি। আর এই কর্মকাণ্ডের জন্য তাঁরা নিজেদের পরিচয় গোপন করে অন্য একজনের পরিচয় ব্যবহার করেন।
আদালতে শুনানির সময় ফৌজদারি বিচার বিভাগের প্রধান নিকোল এম. আরজেন্টিয়ারি বলেন, ‘অভিযুক্ত দুই ভাই অনুমোদন ছাড়াই অন্যের কপিরাইট লাইভ স্পোর্টস প্রোগ্রাম ও বিভিন্ন টেলিভিশন শো প্রচার করেছে। এভাবে তাঁরা বৈধ ব্যক্তিদের অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে।’
ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি ব্রিয়ন পিস বলেন, ‘আমাদের অফিস ও বিচার বিভাগ ডিজিটাল পাইরেসির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।’
হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইএসআই) নিউ ইয়র্ক ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ উইলিয়াম এস. ওয়াকার বলেন, ‘অভিযোগ অনুযায়ী, নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমান নিজেদের পরিচয় গোপন করে অন্য একজনের পরিচয় ব্যবহার করে একটি অবৈধ স্ট্রিমিং সাইট পরিচালনা করছিলেন, যা বৈধ কপিরাইট মালিকদের ১০ কোটি টাকার বেশি ক্ষতি করেছে।’
‘২৪৭/টিভি স্ট্রিম’ পরিচালনার জন্য ব্যবহৃত ডোমেইন নামগুলো সরকার জব্দ করেছে। এছাড়া যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসেও তাঁদের সার্ভার জব্দ করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমানের সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সময় তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
৭ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
১১ মিনিট আগে
গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
৪ ঘণ্টা আগে