Ajker Patrika

২০২২ সালে যুক্তরাষ্ট্রে ৪৯ হাজারের অধিক আত্মহত্যার রেকর্ড 

২০২২ সালে যুক্তরাষ্ট্রে ৪৯ হাজারের অধিক আত্মহত্যার রেকর্ড 

উন্নত বিশ্বের দেশ যুক্তরাষ্ট্রে ২০২২ সালে আত্মহত্যায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, গত বছর ৪৯ হাজারের বেশি আমেরিকান আত্মহত্যা করেছেন। যা এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২২ সালে আত্মহত্যাকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি আত্মহত্যায় অস্ত্র ব্যবহার করেছেন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ার বেকেরা এক বিবৃতিতে বলেছেন, ‘১০ আমেরিকানের মধ্যে ৯ জন বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র মানসিক স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে আছে। সিডিসির এই প্রতিবেদন দেখিয়েছে কেন আমেরিকানরা এমনটি মনে করেন।’

তিনি বলেছেন, খারাপ সময়ে অন্যের কাছে সহায়তা চাওয়ার বিষয়টিকে এখনো অনেকে দুর্বলতা হিসেবে মনে করেন।

২০২২ সালে আত্মহত্যার হার ছিল প্রতি এক লাখে ১৪ দশমিক ৯ মৃত্যু। এর আগে আত্মহত্যার সর্বোচ্চ হার রেকর্ড করা হয়েছিল ২০১৮ সালে। সে বছর এ সংখ্যা ছিল প্রতি ১ লাখে ১৪ দশমিক ২ মৃত্যু। ২০১৮ সালের তুলনায় ২০২২ সালে যা প্রায় ৫ শতাংশ বেশি।

সিডিসি বলেছে, ২০২১ সালে আত্মহত্যাকারীর সংখ্যা ছিল ৪৮ হাজার ১৮৩ জন। অপরদিকে ২০২২ সালে আত্মহত্যা করেছিলেন ৪৯ হাজার ৪৪৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত