
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ১১ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয়েছে। আহত ওই শিশুর শরীরে সাতটি গুলি লেগেছে। গতকাল রোববার ফ্লোরিডার পোল্ক শহরে ঘটনাটি ঘটে। পোল্ক শহরের শেরিফ (প্রধান আইন কর্মকর্তা) গ্র্যাডি জাড সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। খবর আল জাজিরার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী ওই ব্যক্তির নাম ব্রায়ান রিলে। তাঁর বয়স ৩৩ বছর। তিনি ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের সময় দেহরক্ষী ও নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন।
গ্র্যাডি জাড বলেন, গত শনিবার রাতে ওই বন্দুকধারী বাসভবনে প্রবেশ করে ৪০ বছর বয়সী এক ব্যক্তি, তাঁর স্ত্রী (৩৩) এবং তিন মাস বয়সী এক শিশুকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ১১ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয়। তিনজনকে হত্যা করার পর ওই বাসভবন থেকে বের হওয়ার সময় পাশের একটি বাড়ির ৬২ বছর বয়সী এক বৃদ্ধাকেও গুলি করে হত্যা করেন রিলে। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা সম্পর্কে মৃত ওই নারীর মা। রিলে শুধু চারজন মানুষকেই হত্যা করেননি তিনি ওই পরিবারের কুকুরটিকেও হত্যা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রিলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে রিলে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এমন নৃশংস ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তি মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন। তাঁর বান্ধবী তদন্তকারীদের এ কথা জানিয়েছেন। তাঁর বান্ধবী জানান, গত প্রায় এক সপ্তাহ আগে রিলের মানসিক অবস্থার অবনতি হয়। হামলার কয়েক দিন আগে রিলে বলেছিলেন, তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ১১ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয়েছে। আহত ওই শিশুর শরীরে সাতটি গুলি লেগেছে। গতকাল রোববার ফ্লোরিডার পোল্ক শহরে ঘটনাটি ঘটে। পোল্ক শহরের শেরিফ (প্রধান আইন কর্মকর্তা) গ্র্যাডি জাড সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। খবর আল জাজিরার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী ওই ব্যক্তির নাম ব্রায়ান রিলে। তাঁর বয়স ৩৩ বছর। তিনি ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের সময় দেহরক্ষী ও নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন।
গ্র্যাডি জাড বলেন, গত শনিবার রাতে ওই বন্দুকধারী বাসভবনে প্রবেশ করে ৪০ বছর বয়সী এক ব্যক্তি, তাঁর স্ত্রী (৩৩) এবং তিন মাস বয়সী এক শিশুকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ১১ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয়। তিনজনকে হত্যা করার পর ওই বাসভবন থেকে বের হওয়ার সময় পাশের একটি বাড়ির ৬২ বছর বয়সী এক বৃদ্ধাকেও গুলি করে হত্যা করেন রিলে। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা সম্পর্কে মৃত ওই নারীর মা। রিলে শুধু চারজন মানুষকেই হত্যা করেননি তিনি ওই পরিবারের কুকুরটিকেও হত্যা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রিলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে রিলে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এমন নৃশংস ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তি মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন। তাঁর বান্ধবী তদন্তকারীদের এ কথা জানিয়েছেন। তাঁর বান্ধবী জানান, গত প্রায় এক সপ্তাহ আগে রিলের মানসিক অবস্থার অবনতি হয়। হামলার কয়েক দিন আগে রিলে বলেছিলেন, তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে...
১৭ মিনিট আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে