
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে রাশিয়ার তৈরি ঐতিহ্যবাহী পানীয় ভদকা। সেই সঙ্গে রাশিয়ার তৈরি অন্যান্য বিলাসদ্রব্যও যুক্তরাষ্ট্রে আমদানি নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এক নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানা গেছে, গত শুক্রবার জো বাইডেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। একই সময়ে বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়ার ‘মোস্ট ফেভারড নেশন’-এর মর্যাদাও কেড়ে নেওয়া হবে। বিশ্বের শিল্পোন্নত ধনী দেশগুলোর জোট জি-এর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আরও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার ওই সংবাদ সম্মেলনে বাইডেন জানিয়েছিলেন, তিনি পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত রুশ ধনকুবেরদের শাস্তি দেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো তাঁদের (রুশ ধনকুবের) সম্পদ জব্দ করতে কাজ করে যাচ্ছে।’
বাইডেন বলেছেন, ‘আমরা তাঁদের জন্য আমাদের দেশে উৎপাদিত পণ্য কেনা আরও কঠিন করে তুলব। আমরা রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছি।’ পরে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘উচ্চ প্রযুক্তির ঘড়ি, বিলাসবহুল যানবাহন, পোশাক, উচ্চমূল্যের অ্যালকোহল, গয়না ও অন্যান্য প্রয়োজনীয় বিলাসদ্রব্য রাশিয়ায় রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।
বাইডেনর নির্বাহী ওই আদেশে বলা হয়, এই নির্দেশের পর রাশিয়া থেকে কোনো ধরনের সামুদ্রিক খাবার, স্পিরিট/ভদকা ও যেকোনো ধরনের হিরা যুক্তরাষ্ট্র আমদানি করবে না।
হোয়াইট হাউস জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অন্তত ১০০ কোটি ডলারেরও বেশি রপ্তানি আয় কমে যাবে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে রাশিয়ার তৈরি ঐতিহ্যবাহী পানীয় ভদকা। সেই সঙ্গে রাশিয়ার তৈরি অন্যান্য বিলাসদ্রব্যও যুক্তরাষ্ট্রে আমদানি নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এক নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানা গেছে, গত শুক্রবার জো বাইডেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। একই সময়ে বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়ার ‘মোস্ট ফেভারড নেশন’-এর মর্যাদাও কেড়ে নেওয়া হবে। বিশ্বের শিল্পোন্নত ধনী দেশগুলোর জোট জি-এর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আরও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার ওই সংবাদ সম্মেলনে বাইডেন জানিয়েছিলেন, তিনি পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত রুশ ধনকুবেরদের শাস্তি দেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো তাঁদের (রুশ ধনকুবের) সম্পদ জব্দ করতে কাজ করে যাচ্ছে।’
বাইডেন বলেছেন, ‘আমরা তাঁদের জন্য আমাদের দেশে উৎপাদিত পণ্য কেনা আরও কঠিন করে তুলব। আমরা রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছি।’ পরে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘উচ্চ প্রযুক্তির ঘড়ি, বিলাসবহুল যানবাহন, পোশাক, উচ্চমূল্যের অ্যালকোহল, গয়না ও অন্যান্য প্রয়োজনীয় বিলাসদ্রব্য রাশিয়ায় রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।
বাইডেনর নির্বাহী ওই আদেশে বলা হয়, এই নির্দেশের পর রাশিয়া থেকে কোনো ধরনের সামুদ্রিক খাবার, স্পিরিট/ভদকা ও যেকোনো ধরনের হিরা যুক্তরাষ্ট্র আমদানি করবে না।
হোয়াইট হাউস জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অন্তত ১০০ কোটি ডলারেরও বেশি রপ্তানি আয় কমে যাবে।

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
২৮ মিনিট আগে
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম এবং কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। আজ বৃহস্পতিবার পবিত্র কোরআন ছুঁয়ে তিনি শপথ গ্রহণ করেন।
১ ঘণ্টা আগে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে