
সিরিয়ায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। তুরস্কের এই অভিযানের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল বুধবার সিরিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এ ছাড়া গত ১৩ নভেম্বরে ইস্তাম্বুলে হামলার জন্য লয়েড অস্টিন শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে পেন্টাগন। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, উত্তর সিরিয়ায় তুরস্কের সাম্প্রতিক বিমান হামলা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেছেন, জঙ্গিগোষ্ঠী আইএসআইসকে হটাতে স্থানীয় সিরীয়দের সঙ্গে কাজ করছেন মার্কিন কর্মীরা। কিন্তু তুরস্কের সাম্প্রতিক হামলা ও অভিযান মার্কিন কর্মীদের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেছে।
রয়টার্স বলেছে, এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন লয়েড অস্টিন এবং তুর্কি সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করেছেন তিনি।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বুধবার তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ফোনালাপের সময় তিনি সিরিয়ায় তুর্কি সেনাদের নতুন অভিযান শুরুর ব্যাপারে তীব্র বিরোধিতা করেছেন।
গত ১৩ নভেম্বরে ইস্তাম্বুলে বোমা হামলা হয়েছে। এ হামলার জন্য সিরিয়ার কুর্দি গোষ্ঠীকে অভিযুক্ত করে সিরিয়া ও ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলগুলোতে বিমান হামলা শুরু করেছে তুরস্ক। এসব হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীকে টেলিফোন করেন।
২০১৬ সাল থেকে উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তুরস্ক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান হওয়াই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাঁর মূল বার্তা। সুইজারল্যান্ডের দাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের এই কথা জানান ট্রাম্প। তিনি জানান, জেলেনস্কির...
২৯ মিনিট আগে
গত ১ ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদার বৈঠকে মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশ ‘ইসলামঘেঁষা’ হয়ে উঠেছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর ফলাফল অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো হবে। ওই কূটনীতিক বলেন, ‘আমরা চাই তারা আমাদের বন্ধু হোক।’
১ ঘণ্টা আগে
ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে ইতিমধ্যে ২৫টির বেশি দেশ এই বোর্ডে যোগদানের বিষয়ে নিশ্চিত করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, মিসর ও তুরস্ক। এশিয়ার মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তান।
২ ঘণ্টা আগে
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভাদেরওয়াহ-চাম্বা আন্তরাজ্য সড়কের ৯ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট খানি টপ এলাকায় ১৭ থেকে ২১ জন জওয়ানকে বহনকারী একটি বুলেটপ্রুফ সাঁজোয়া সমতল থেকে উঁচু চৌকির দিকে যাচ্ছিল।
৩ ঘণ্টা আগে