
যুক্তরাষ্ট্রের পাঁচটি শহরে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪০ জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার রাত এবং রোববার সকালের পৃথক সময়ে ফিলাডেলফিয়া, টেনেসি, মিশিগান, সাউথ ক্যারোলিনার ক্ল্যারেন্ডন কাউন্টি এবং অ্যারিজোনায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের পৃথক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে শনিবার রাতে দুই লোকের মধ্যকার বাগ্বিতণ্ডা একপর্যায়ে বন্দুকযুদ্ধে গড়ায়। এ সময় একটি জনাকীর্ণ বারে গুলি চালালে ৩ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত ১২ জন। শনিবার মধ্যরাতে টেনেসির শ্যাতানুগায় একটি বারে গোলাগুলির ঘটনা ঘটলে সেখানেও ৩ জনের মৃত্যু হয়। সেখানে আহত হন আরও ১৪ জন।
এদিকে, স্থানীয় সময় রোববার সকালে মিশিগানের সাগিনাউয়ে বন্দুকধারীদের গুলিতে ৩ জন মারা যান। এ সময় আহত হন আরও ২ জন। অন্যদিকে, দেশটির সাউথ ক্যারোলিনার ক্ল্যারেন্ডন শহরের গোলাগুলির ঘটনায় ৫ তরুণসহ ১২ বছর বয়সী এক শিশু ভয়াবহভাবে আহত হয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে গুলি চালালে ওই ৬ জন আহত হওয়ার পাশাপাশি একজনের মৃত্যুও হয়।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারিজোনায় একটি বারের বাইরে গুলি চালালে দুজনের মৃত্যু হয় এবং এ সময় আরও ২ জন গুরুতর আহত হন। অপরদিকে, অ্যারিজোনার ফিনিক্স শহরে আরেকটি পৃথক ঘটনায় বন্দুকধারীর গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও ৮ জন।
এসব ঘটনায়, পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
সাম্প্রতিক সময়ে, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে সাধারণ নাগরিকদের প্রাণহানি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। দেশটির আইনপ্রণেতারা ব্যক্তিগত বন্দুক রাখার আইন নিয়ে দ্বিধাবিভক্ত অবস্থানে রয়েছেন। এক পক্ষ চায়, সাধারণ নাগরিকদের কাছে বন্দুক রাখার অধিকার অক্ষুণ্ন রাখা হোক, অপর পক্ষের দাবি এই অধিকার আরও সীমিত করতে হবে।

যুক্তরাষ্ট্রের পাঁচটি শহরে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪০ জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার রাত এবং রোববার সকালের পৃথক সময়ে ফিলাডেলফিয়া, টেনেসি, মিশিগান, সাউথ ক্যারোলিনার ক্ল্যারেন্ডন কাউন্টি এবং অ্যারিজোনায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের পৃথক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে শনিবার রাতে দুই লোকের মধ্যকার বাগ্বিতণ্ডা একপর্যায়ে বন্দুকযুদ্ধে গড়ায়। এ সময় একটি জনাকীর্ণ বারে গুলি চালালে ৩ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত ১২ জন। শনিবার মধ্যরাতে টেনেসির শ্যাতানুগায় একটি বারে গোলাগুলির ঘটনা ঘটলে সেখানেও ৩ জনের মৃত্যু হয়। সেখানে আহত হন আরও ১৪ জন।
এদিকে, স্থানীয় সময় রোববার সকালে মিশিগানের সাগিনাউয়ে বন্দুকধারীদের গুলিতে ৩ জন মারা যান। এ সময় আহত হন আরও ২ জন। অন্যদিকে, দেশটির সাউথ ক্যারোলিনার ক্ল্যারেন্ডন শহরের গোলাগুলির ঘটনায় ৫ তরুণসহ ১২ বছর বয়সী এক শিশু ভয়াবহভাবে আহত হয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে গুলি চালালে ওই ৬ জন আহত হওয়ার পাশাপাশি একজনের মৃত্যুও হয়।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারিজোনায় একটি বারের বাইরে গুলি চালালে দুজনের মৃত্যু হয় এবং এ সময় আরও ২ জন গুরুতর আহত হন। অপরদিকে, অ্যারিজোনার ফিনিক্স শহরে আরেকটি পৃথক ঘটনায় বন্দুকধারীর গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও ৮ জন।
এসব ঘটনায়, পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
সাম্প্রতিক সময়ে, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে সাধারণ নাগরিকদের প্রাণহানি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। দেশটির আইনপ্রণেতারা ব্যক্তিগত বন্দুক রাখার আইন নিয়ে দ্বিধাবিভক্ত অবস্থানে রয়েছেন। এক পক্ষ চায়, সাধারণ নাগরিকদের কাছে বন্দুক রাখার অধিকার অক্ষুণ্ন রাখা হোক, অপর পক্ষের দাবি এই অধিকার আরও সীমিত করতে হবে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
২৩ মিনিট আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
১ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আমিরহোসাম খোদায়ারি ফার্দ (২১)। তিনি ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের সদস্য ছিলেন। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে তিনি প্রাণ হারান বলে দাবি করা হলেও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
২ ঘণ্টা আগে
বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
২ ঘণ্টা আগে