
ইউক্রেন যুদ্ধ ক্রমশ ‘বিপজ্জনক ও বিরক্তিকরভাবে’ এগিয়ে গিয়ে বর্তমানে একটি ভয়ংকর বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেনে রাশিয়া কর্তৃক পারমাণবিক অস্ত্র ব্যবহারের আভাসের পর এ বিষয়ে সতর্ক করে এই মন্তব্য করেন।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব গুতেরেস নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধ ক্রমশ একটি ভয়ংকর রক্তপাতের অন্তহীন চক্রের দিকে এগিয়ে যাচ্ছে।’
গুতেরেস বলেন, ‘আমি শুরু থেকেই বলেছি, এই বিবেক-বুদ্ধিহীন যুদ্ধে ইউক্রেনসহ সারা বিশ্বেরই ভয়ানক ক্ষতি হওয়ার সীমাহীন আশঙ্কা রয়েছে। পারমাণবিক সংঘাতের ধারণা একসময় অকল্পনীয় হলেও বর্তমানে আলোচনা ও বিতর্কের বিষয় হয়ে উঠেছে।’ পরমাণু অস্ত্রের ব্যবহার প্রসঙ্গে সতর্ক করে তিনি আরও বলেন, ‘এটি নিজেই সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। ঝুঁকি হ্রাসে সমস্ত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উচিত পারমাণবিক অস্ত্রের ব্যবহার না করা এবং এসব অস্ত্র নির্মূলে পুনরায় অগ্রগতির প্রতিশ্রুতি দেওয়া।’
এদিকে ইউক্রেনে সামরিক অভিযানে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের ঘোষণার পরপরই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, রাশিয়ার মোট সেনার মাত্র ১ শতাংশ অর্থাৎ প্রায় ৩ লাখ সৈন্য পাঠানো হবে ইউক্রেনে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু স্থানীয় সময় আজ বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে জানান, রিজার্ভে থাকা সৈন্যদের মধ্য থেকে ৩ লাখ সৈন্য পাঠানো হবে ইউক্রেনে।
বুধবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, এটি রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। পশ্চিমারা রাশিয়াকে দুর্বল ও ধ্বংস দেখতে চায় বলে অভিযোগ করেন তিনি। জবাবের জন্য সব অস্ত্র প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি দেন পুতিন।

ইউক্রেন যুদ্ধ ক্রমশ ‘বিপজ্জনক ও বিরক্তিকরভাবে’ এগিয়ে গিয়ে বর্তমানে একটি ভয়ংকর বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেনে রাশিয়া কর্তৃক পারমাণবিক অস্ত্র ব্যবহারের আভাসের পর এ বিষয়ে সতর্ক করে এই মন্তব্য করেন।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব গুতেরেস নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধ ক্রমশ একটি ভয়ংকর রক্তপাতের অন্তহীন চক্রের দিকে এগিয়ে যাচ্ছে।’
গুতেরেস বলেন, ‘আমি শুরু থেকেই বলেছি, এই বিবেক-বুদ্ধিহীন যুদ্ধে ইউক্রেনসহ সারা বিশ্বেরই ভয়ানক ক্ষতি হওয়ার সীমাহীন আশঙ্কা রয়েছে। পারমাণবিক সংঘাতের ধারণা একসময় অকল্পনীয় হলেও বর্তমানে আলোচনা ও বিতর্কের বিষয় হয়ে উঠেছে।’ পরমাণু অস্ত্রের ব্যবহার প্রসঙ্গে সতর্ক করে তিনি আরও বলেন, ‘এটি নিজেই সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। ঝুঁকি হ্রাসে সমস্ত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উচিত পারমাণবিক অস্ত্রের ব্যবহার না করা এবং এসব অস্ত্র নির্মূলে পুনরায় অগ্রগতির প্রতিশ্রুতি দেওয়া।’
এদিকে ইউক্রেনে সামরিক অভিযানে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের ঘোষণার পরপরই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, রাশিয়ার মোট সেনার মাত্র ১ শতাংশ অর্থাৎ প্রায় ৩ লাখ সৈন্য পাঠানো হবে ইউক্রেনে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু স্থানীয় সময় আজ বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে জানান, রিজার্ভে থাকা সৈন্যদের মধ্য থেকে ৩ লাখ সৈন্য পাঠানো হবে ইউক্রেনে।
বুধবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, এটি রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। পশ্চিমারা রাশিয়াকে দুর্বল ও ধ্বংস দেখতে চায় বলে অভিযোগ করেন তিনি। জবাবের জন্য সব অস্ত্র প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি দেন পুতিন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৩ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৩ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৭ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৯ ঘণ্টা আগে