Ajker Patrika

ইউক্রেনে হামলা হলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে পারেন পুতিন: বাইডেন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১২: ৩৫
ইউক্রেনে হামলা হলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে পারেন পুতিন: বাইডেন

ইউক্রেনে যদি রাশিয়া হামলা চালায়, তাহলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে পারেন পুতিন। এমনটিই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের বিষয়ে পদক্ষেপ নেয়, তাহলে বিশ্বের জন্য সেটির পরিণতি হবে বিশাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি হতে পারে সবচেয়ে বড় আক্রমণের ঘটনা। তবে ইউক্রেনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। 

বাইডেন আরও বলেন, ‘আমরা এটি স্পষ্ট করতে চাই, ন্যাটোর অন্তর্ভুক্ত কোনো দেশের চিন্তার কোনো কারণ নেই। ন্যাটো তাদের প্রতিরক্ষায় থাকবে।’ 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর অন্যান্য নেতাও রাশিয়াকে সতর্ক করেছেন। তাঁরা বলেছেন, ইউক্রেনে হামলা হলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। 

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় এক লাখ রুশ সেনা ইউক্রেন সীমান্তে অবস্থান নিয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, শিগ্‌গিরই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া বরাবরই ইউক্রেনে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে। 

উল্লেখ্য, ইউক্রেনের সীমান্তে রাশিয়ান সেনাদের সংখ্যা বাড়ায় পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। তাই ৮ হাজার ৫০০ সেনাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

গরম পানি দিয়ে অজু করলে কি সম্পূর্ণ সওয়াব পাওয়া যায়?

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আজকের রাশিফল: ক্যারিয়ারের চিন্তায় প্রেমকে অবহেলা নয়, কথা বলুন মেপে

আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায়বিচার চাই: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত