
রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ইউরোপে যুক্তরাষ্ট্রের তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোরা মধ্য দিয়ে বাইডেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করছেন। এমনটাই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জো বাইডেন ইউরোপে যুক্তরাষ্ট্রের তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর আদেশ দিয়েছেন জো বাইডেন। বিষয়টির কড়া সমালোচনা করেছেন বাইডেনের নিজ দল ডেমোক্রেটিক পার্টির অন্যতম মনোনয়নপ্রত্যাশী রবার্ট এফ কেনেডি।
গতকাল শুক্রবার কেনেডি এক টুইটে বলেন, ‘বাইডেন তাঁর পথ হারিয়ে ফেলেছেন।’ তিনি এ সময় বলেন, প্রেসিডেন্টের উচিত বিশ্বজুড়ে সামরিক শ্রেষ্ঠত্ব হাসিলের চেষ্টার পরিবর্তে নিজ দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোযোগ দেওয়া।
ইউরোপে তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, ‘আমি চাই জনগণ বুঝুক, কেন এই সেনা মোতায়েন। এটি মূলত রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করা জন্যই করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কিয়েভের সঙ্গে মস্কোর যে দ্বন্দ্ব, সেখান থেকে সুবিধা নিয়ে মস্কোকে পরাজিত করার যে চিন্তা বাইডেন প্রশাসন করছে তা মূলত নিরর্থক ভূ-রাজনৈতিক কল্পনা।’
যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিনির্ধারকেরা ওয়াশিংটনে বসে ইউক্রেনের যুদ্ধকে নিয়ন্ত্রণ করার কারণেই এরই মধ্যে কয়েক হাজার ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসন নিজেদের ব্যর্থতা মেনে নেওয়ার বদলে এখন মার্কিনিদের জীবন কেড়ে নেওয়ার পাঁয়তারা করছে।
এর আগে, গত বৃহস্পতিবার বাইডেন ইউরোপে আরও তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর অনুমতি দেন। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন আটলান্টিক রিজলভ’ চালু করে। সেই অপারেশনকে আরও শক্তিশালী করতেই এই অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানো হচ্ছে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ইউরোপে যুক্তরাষ্ট্রের তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোরা মধ্য দিয়ে বাইডেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করছেন। এমনটাই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জো বাইডেন ইউরোপে যুক্তরাষ্ট্রের তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর আদেশ দিয়েছেন জো বাইডেন। বিষয়টির কড়া সমালোচনা করেছেন বাইডেনের নিজ দল ডেমোক্রেটিক পার্টির অন্যতম মনোনয়নপ্রত্যাশী রবার্ট এফ কেনেডি।
গতকাল শুক্রবার কেনেডি এক টুইটে বলেন, ‘বাইডেন তাঁর পথ হারিয়ে ফেলেছেন।’ তিনি এ সময় বলেন, প্রেসিডেন্টের উচিত বিশ্বজুড়ে সামরিক শ্রেষ্ঠত্ব হাসিলের চেষ্টার পরিবর্তে নিজ দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোযোগ দেওয়া।
ইউরোপে তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, ‘আমি চাই জনগণ বুঝুক, কেন এই সেনা মোতায়েন। এটি মূলত রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করা জন্যই করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কিয়েভের সঙ্গে মস্কোর যে দ্বন্দ্ব, সেখান থেকে সুবিধা নিয়ে মস্কোকে পরাজিত করার যে চিন্তা বাইডেন প্রশাসন করছে তা মূলত নিরর্থক ভূ-রাজনৈতিক কল্পনা।’
যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিনির্ধারকেরা ওয়াশিংটনে বসে ইউক্রেনের যুদ্ধকে নিয়ন্ত্রণ করার কারণেই এরই মধ্যে কয়েক হাজার ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসন নিজেদের ব্যর্থতা মেনে নেওয়ার বদলে এখন মার্কিনিদের জীবন কেড়ে নেওয়ার পাঁয়তারা করছে।
এর আগে, গত বৃহস্পতিবার বাইডেন ইউরোপে আরও তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর অনুমতি দেন। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন আটলান্টিক রিজলভ’ চালু করে। সেই অপারেশনকে আরও শক্তিশালী করতেই এই অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানো হচ্ছে।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
১১ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
১১ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদিবিদ্বেষী ঘি ঢালার সমান।
১২ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
১৪ ঘণ্টা আগে