
পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মামলায় আত্মসমর্পণের জন্য নিউইয়র্কে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ম্যানহাটন আদালতে ফৌজদারি মামলার হাজিরা দিতে পারেন তিনি। এর এক দিন আগেই সোমবার নিউইয়র্কে পৌঁছান ট্রাম্প।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ট্রাম্পই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট, যাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হলো। ম্যানহাটন আদালতে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া ও ছবি তোলার পর আনুষ্ঠানিকভাবে তাঁকে আদালতে তোলা হবে বলে মনে করা হচ্ছে।
ফ্লোরিডা থেকে ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে নিউইয়র্কে যান ট্রাম্প। তাঁর এই যাত্রা যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করে। এ সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘নিউইয়র্ক যাচ্ছি। মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন!’ আদালতে হাজিরা দেওয়ার আগে ম্যানহাটন এলাকায় ট্রাম্প টাওয়ারে অবস্থান করবেন তিনি।
এদিকে ট্রাম্প সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে আগে থেকেই নিউইয়র্কে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আদালত ও ট্রাম্প টাওয়ার ঘিরে নজরদারি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ট্রাম্পের আদালতে হাজিরা দেওয়া নিয়ে কেউ যদি সহিংসতা করেন, তাঁকে গ্রেপ্তার করা হবে। তবে শহরটিতে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন নিউইয়র্কের মেয়র।
সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। ড্যানিয়েলসের অভিযোগ, ২০০৬ সালে তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল ড্যানিয়েলসকে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মামলায় আত্মসমর্পণের জন্য নিউইয়র্কে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ম্যানহাটন আদালতে ফৌজদারি মামলার হাজিরা দিতে পারেন তিনি। এর এক দিন আগেই সোমবার নিউইয়র্কে পৌঁছান ট্রাম্প।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ট্রাম্পই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট, যাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হলো। ম্যানহাটন আদালতে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া ও ছবি তোলার পর আনুষ্ঠানিকভাবে তাঁকে আদালতে তোলা হবে বলে মনে করা হচ্ছে।
ফ্লোরিডা থেকে ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে নিউইয়র্কে যান ট্রাম্প। তাঁর এই যাত্রা যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করে। এ সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘নিউইয়র্ক যাচ্ছি। মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন!’ আদালতে হাজিরা দেওয়ার আগে ম্যানহাটন এলাকায় ট্রাম্প টাওয়ারে অবস্থান করবেন তিনি।
এদিকে ট্রাম্প সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে আগে থেকেই নিউইয়র্কে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আদালত ও ট্রাম্প টাওয়ার ঘিরে নজরদারি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ট্রাম্পের আদালতে হাজিরা দেওয়া নিয়ে কেউ যদি সহিংসতা করেন, তাঁকে গ্রেপ্তার করা হবে। তবে শহরটিতে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন নিউইয়র্কের মেয়র।
সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। ড্যানিয়েলসের অভিযোগ, ২০০৬ সালে তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল ড্যানিয়েলসকে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

ইরানে আন্দোলনকারীদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি ‘আল-উদেইদ’ থেকে কিছু...
১ ঘণ্টা আগে
ইরানে চলমান কঠোর দমন–পীড়নের মধ্যে দেশটি ছেড়ে তুরস্কে প্রবেশ করছেন বহু ইরানি নাগরিক। বুধবার ইরান–তুরস্ক সীমান্তের কাপিকয় সীমান্ত ফটক দিয়ে ডজনখানেক ইরানি পরিবার ও ব্যক্তি তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে প্রবেশ করেন।
১ ঘণ্টা আগে
মার্কিন দূতাবাসের এক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ঢেউ তুলেছেন মালয়েশীয়রা। অনেকেই ঠাট্টা করে বলছেন, ‘আমাদের দেশে কোনো তেল নেই, ট্রাম্প প্রশাসন যেন মালয়েশিয়ায় কুনজর না দেয়।’
১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার অপসারিত ও অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির বিশেষ কৌঁসুলিরা। সিউলের একটি আদালতে তাঁরা এই শাস্তির আবেদন জানান। ২০২৪ সালের শেষ দিকে ব্যর্থ সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল চেষ্টার অভিযোগে
১ ঘণ্টা আগে