
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ড (এনএসইবি) বা জাতীয় নিরাপত্তা শিক্ষা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এম ওসমান সিদ্দিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে এ পদে মনোনীত করেছেন।
গত শুক্রবার হোয়াইট হাউস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে খবরটি জানিয়েছে। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ বুধবার সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এনএসইবির সদস্য মনোনীত হওয়ায় এম ওসমান সিদ্দিককে অভিনন্দন জানিয়েছে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন প্রোগ্রামের জন্য কৌশলগত দিকনির্দেশনা ও তদারকি করে থাকে এনএসইবি। এই বোর্ড ডেভিড এল বোরেন স্কলারশিপ, ফেলোশিপসহ একাধিক বৃত্তি ও পুরস্কার দিয়ে থাকে। বিদেশি সংস্কৃতি ও ভাষা কার্যকরভাবে বোঝা ও যোগাযোগ তৈরিতে জাতীয় সক্ষমতা বাড়ায় ১৪ সদস্যের এই বোর্ড।
এনএসইবি মূলত অলাভজনক সংস্থার বিশেষজ্ঞ ও একাডেমিয়া থেকে যারা জাতীয় নিরাপত্তা শিক্ষা কর্মসূচিতে মূল্যবান সহায়তা প্রদান করেন তারাসহ প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত ছয় সদস্য নিয়ে গঠিত।
এনএসইবি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন থার্ড। আর স্থায়ী সদস্যরা হলেন পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী, জ্বালানিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এবং ন্যাশনাল এনডাউমেন্ট ফর দ্য হিউম্যানিটিজের চেয়ারপারসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওসমান সিদ্দিক ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম ওসমান গণির ছেলে।
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নাগরিক হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়াদে ফিজি, নাউরু, টঙ্গা ও টুভ্যালুতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন এম ওসমান সিদ্দিক। গত নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী দলের এশিয়াবিষয়ক প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১১ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা হাওয়াইয়ের হনলুলুতে ইস্ট ওয়েস্ট সেন্টারের বোর্ড অব গভর্নরসের ট্রাস্টি হিসেবে ওসমান সিদ্দিককে নিয়োগ দেন। বর্তমানে বেশ কয়েকটি বহুজাতিক সংস্থার কৌশলগত উপদেষ্টা হওয়ার পাশাপাশি তিনি আটলান্টিক কাউন্সিলসহ একাধিক বোর্ডে অনাবাসী সিনিয়র ফেলো হিসেবে কাজ করছেন। বাংলাদেশে জন্মগ্রহণকারী ওসমান সিদ্দিক বর্তমানে তাঁর স্ত্রী ক্যাথরিনের সঙ্গে ভার্জিনিয়ার ম্যাকলিন শহরে বসবাস করেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ড (এনএসইবি) বা জাতীয় নিরাপত্তা শিক্ষা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এম ওসমান সিদ্দিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে এ পদে মনোনীত করেছেন।
গত শুক্রবার হোয়াইট হাউস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে খবরটি জানিয়েছে। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ বুধবার সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এনএসইবির সদস্য মনোনীত হওয়ায় এম ওসমান সিদ্দিককে অভিনন্দন জানিয়েছে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন প্রোগ্রামের জন্য কৌশলগত দিকনির্দেশনা ও তদারকি করে থাকে এনএসইবি। এই বোর্ড ডেভিড এল বোরেন স্কলারশিপ, ফেলোশিপসহ একাধিক বৃত্তি ও পুরস্কার দিয়ে থাকে। বিদেশি সংস্কৃতি ও ভাষা কার্যকরভাবে বোঝা ও যোগাযোগ তৈরিতে জাতীয় সক্ষমতা বাড়ায় ১৪ সদস্যের এই বোর্ড।
এনএসইবি মূলত অলাভজনক সংস্থার বিশেষজ্ঞ ও একাডেমিয়া থেকে যারা জাতীয় নিরাপত্তা শিক্ষা কর্মসূচিতে মূল্যবান সহায়তা প্রদান করেন তারাসহ প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত ছয় সদস্য নিয়ে গঠিত।
এনএসইবি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন থার্ড। আর স্থায়ী সদস্যরা হলেন পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী, জ্বালানিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এবং ন্যাশনাল এনডাউমেন্ট ফর দ্য হিউম্যানিটিজের চেয়ারপারসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওসমান সিদ্দিক ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম ওসমান গণির ছেলে।
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নাগরিক হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়াদে ফিজি, নাউরু, টঙ্গা ও টুভ্যালুতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন এম ওসমান সিদ্দিক। গত নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী দলের এশিয়াবিষয়ক প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১১ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা হাওয়াইয়ের হনলুলুতে ইস্ট ওয়েস্ট সেন্টারের বোর্ড অব গভর্নরসের ট্রাস্টি হিসেবে ওসমান সিদ্দিককে নিয়োগ দেন। বর্তমানে বেশ কয়েকটি বহুজাতিক সংস্থার কৌশলগত উপদেষ্টা হওয়ার পাশাপাশি তিনি আটলান্টিক কাউন্সিলসহ একাধিক বোর্ডে অনাবাসী সিনিয়র ফেলো হিসেবে কাজ করছেন। বাংলাদেশে জন্মগ্রহণকারী ওসমান সিদ্দিক বর্তমানে তাঁর স্ত্রী ক্যাথরিনের সঙ্গে ভার্জিনিয়ার ম্যাকলিন শহরে বসবাস করেন।

২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
২ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৩ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
৩ ঘণ্টা আগে