
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বলেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। একই সঙ্গে তিনি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেও আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ডেলাওয়ারে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
স্থানীয় সময় গতকাল বুধবার সিএনএনের টাউন হল অনুষ্ঠানে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ মন্তব্য করেন। কমলা ট্রাম্পকে এমন এক সময়ে ফ্যাসিস্ট বলে আখ্যা দিলেন, যার ঠিক কয়েক দিন আগে ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ তাঁকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছিলেন।
ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ জন কেলি মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন, ট্রাম্প একবার তাঁকে বলেছিলেন যে, ‘আপনি জানেন, হিটলারও কিছু ভালো কাজ করেছিলেন।’ বিষয়টি তুলে ধরে সিএনএনের উপস্থাপক অ্যান্ডারসন কুপার কমলা হ্যারিসের কাছে জানতে চান, ‘তিনি কি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে মনে করেন?’ জবাবে কমলা বলেন, ‘হ্যাঁ, আমি এমনটা মনে করি।’
কমলা হ্যারিস আরও বলেন, ‘আমি এটাও বিশ্বাস করি যে, এ বিষয়ে যারা তাঁকে (ট্রাম্পকে) সবচেয়ে ভালো চেনেন, তাদের কথা আমাদের বিশ্বাস করা উচিত।’
একই সঙ্গে কমলা হ্যারিস আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে যাঁরা সবচেয়ে ভালো চেনেন, যাঁরা তাঁর সঙ্গে হোয়াইট হাউসে, সিচুয়েশন রুমে, ওভাল অফিসে কাজ করেছেন; সব রিপাবলিকান, যাঁরা তাঁর প্রশাসনে কাজ করেছেন, সাবেক চিফ অব স্টাফ, তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং তাঁর ভাইস প্রেসিডেন্ট, সবাই তাঁকে অযোগ্য এবং বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিস বা শান্তি পরিষদের সনদ ঘোষণা ও স্বাক্ষর করতে যাচ্ছেন। অনুষ্ঠানটি গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ৯টা বা বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
৫ ঘণ্টা আগে
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল বুধবার একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তিতে সম্মত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় থাকবে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলা। ইইউর সর্বোচ্চ কূটনীতিক কাইয়া ক্যালাস এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি সমঝোতায় পৌঁছেছেন। ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ বৈঠকের’ পর গ্রিনল্যান্ড এবং ‘সমগ্র আর্কটিক অঞ্চল’ নিয়ে একটি ‘ভবিষ্যৎ কাঠামো’তে...
৬ ঘণ্টা আগে