
মিডিয়া মোগল খ্যাত রুপার্ট মারডক ও অভিনেত্রী-মডেল জেরি হলের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। বিয়ের মাত্র ছয় বছরের মাথায় এ দম্পতির বিচ্ছেদ হচ্ছে। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
৯১ বছর বয়সী রুপার্ট মারডকের এটি চতুর্থ বিচ্ছেদ। আর ৬৫ বছরের জেরি হলের দ্বিতীয়। এর আগে প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী মিক জ্যাগারকে বিয়ে করেছিলেন জেরি।
২০১৬ সালে লন্ডনে বিয়ে হয় রুপার্ট মারডক আর জেরি হলের। এই দম্পতির বিচ্ছেদ নিয়ে মারডকের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। জেরির মুখপাত্রও বিচ্ছেদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রুপার্ট মারডক ও জেরি হলের বিচ্ছেদের খবরে তাঁদের কাছের মানুষেরা বিস্মিত হয়েছেন। এমনকি বিয়ের পর মারডক টুইটারে লেখেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ।’
রুপার্ট মারডক এর আগে উড়োজাহাজের কর্মী প্যাট্রিসিয়া বুকার (১৯৫৬-১৯৬৭ সাল পর্যন্ত), সাংবাদিক আন্না মান (১৯৬৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত) ও উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে (১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত) বিয়ে করেছিলেন। তবে জেরি হল সংগীতশিল্পী মিক জ্যাগারের সঙ্গে ২২ বছর একসঙ্গে ছিলেন। ১৯৯৯ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। জেরি হলের চার সন্তান আর রুপার্ট মারডকের রয়েছে ছয় সন্তান।
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মার্কিন ধনকুবের রুপার্ট মারডক যুক্তরাষ্ট্রে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডে দ্য সান ও দ্য টাইমসের মতো সংবাদমাধ্যমের মালিক। মারডকের বর্তমান সম্পদ ১৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।

মিডিয়া মোগল খ্যাত রুপার্ট মারডক ও অভিনেত্রী-মডেল জেরি হলের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। বিয়ের মাত্র ছয় বছরের মাথায় এ দম্পতির বিচ্ছেদ হচ্ছে। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
৯১ বছর বয়সী রুপার্ট মারডকের এটি চতুর্থ বিচ্ছেদ। আর ৬৫ বছরের জেরি হলের দ্বিতীয়। এর আগে প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী মিক জ্যাগারকে বিয়ে করেছিলেন জেরি।
২০১৬ সালে লন্ডনে বিয়ে হয় রুপার্ট মারডক আর জেরি হলের। এই দম্পতির বিচ্ছেদ নিয়ে মারডকের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। জেরির মুখপাত্রও বিচ্ছেদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রুপার্ট মারডক ও জেরি হলের বিচ্ছেদের খবরে তাঁদের কাছের মানুষেরা বিস্মিত হয়েছেন। এমনকি বিয়ের পর মারডক টুইটারে লেখেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ।’
রুপার্ট মারডক এর আগে উড়োজাহাজের কর্মী প্যাট্রিসিয়া বুকার (১৯৫৬-১৯৬৭ সাল পর্যন্ত), সাংবাদিক আন্না মান (১৯৬৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত) ও উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে (১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত) বিয়ে করেছিলেন। তবে জেরি হল সংগীতশিল্পী মিক জ্যাগারের সঙ্গে ২২ বছর একসঙ্গে ছিলেন। ১৯৯৯ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। জেরি হলের চার সন্তান আর রুপার্ট মারডকের রয়েছে ছয় সন্তান।
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মার্কিন ধনকুবের রুপার্ট মারডক যুক্তরাষ্ট্রে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডে দ্য সান ও দ্য টাইমসের মতো সংবাদমাধ্যমের মালিক। মারডকের বর্তমান সম্পদ ১৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১২ ঘণ্টা আগে