
ক্রিপটোকারেন্সি ফার্ম বিনান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাও এখন বিশ্বের সবচেয়ে ধনী কারাবন্দী। কারণ মঙ্গলবার (৩০ এপ্রিল) তাঁকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন একটি মার্কিন আদালত।
টেলিগ্রাফ জানিয়েছে, চ্যাংপেং ঝাওয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল—গত বছর তিনি একটি ‘মার্কিন অর্থপাচার বিরোধী আইন’ লঙ্ঘন করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝাওকে দোষী সাব্যস্ত করার পর তাঁকে কারাদণ্ড দেন সিয়াটলের একটি আদালত। বিচারের সময় সরকারি কৌঁসুলিরা তাঁর তিন বছরের সাজার জন্য চাপ দিলেও একজন মার্কিন বিচারক তাঁকে চার মাসের সাজা দিয়েছেন। কারণ আদালত ঝাও-এর অতীত আচরণের ইতিবাচক বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাংপেং ঝাও-এর কারাদণ্ড তাঁকে সর্বকালের সবচেয়ে ধনী বন্দীদের মধ্যে অন্যতম করে তুলবে। বিনান্সের মালিকানার মাধ্যমে বর্তমানে তিনি প্রায় ৩৩ বিলিয়ন ডলারের মালিক। গত বছর মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তির অংশ হিসাবে বিনান্সের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল ৪৭ বছর বয়সী চ্যাংপেং ঝাওকে। তবে এখনো তিনি বিনান্সের প্রায় ৯০ শতাংশ শেয়ার নিজের মালিকানায় রেখেছেন।
এএফপির তথ্যমতে, চ্যাংপেং ঝাও মার্কিন মানি লন্ডারিং বিরোধী আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে অভিযোগ নিষ্পত্তির জন্য ৪.৩ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছিল তাঁর প্রতিষ্ঠান বিনান্স।
তিন বছরের কারাদণ্ড দেওয়ার সুপারিশের বিরুদ্ধে ঝাওয়ের আইনজীবীরা বিনান্সে তাঁর দায়িত্ব গ্রহণের পাশাপাশি জনহিতকর কাজের রেকর্ডগুলোও উল্লেখ করেন। ফলে বিচারকেরা তাঁর প্রতি কিছুটা সদয় ছিলেন।
অর্থ লেনদেন প্রতিষ্ঠান বিনান্স ২০১৭ সালে তৈরি করা হয়েছিল। এটি আত্মপ্রকাশের পর ক্রিপটো ট্রেডিং মার্কেটের বেশির ভাগ অংশকে কোণঠাসা করে দিয়েছিল। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে একজন বিলিয়নিয়ারে পরিণত হন এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী চ্যাংপেং ঝাও। তবে সাম্প্রতিক সময়ে ক্রিপটো বাজারগুলোতে ধস নামলে এই প্রতিষ্ঠানটিও বিপুল মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি ধসে পড়া ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্স-এর প্রধান নির্বাহী স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড কয়েক বিলিয়ন ডলার জালিয়াতির দায়ে ২৫ বছরের সাজা পেয়েছেন।

ক্রিপটোকারেন্সি ফার্ম বিনান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাও এখন বিশ্বের সবচেয়ে ধনী কারাবন্দী। কারণ মঙ্গলবার (৩০ এপ্রিল) তাঁকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন একটি মার্কিন আদালত।
টেলিগ্রাফ জানিয়েছে, চ্যাংপেং ঝাওয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল—গত বছর তিনি একটি ‘মার্কিন অর্থপাচার বিরোধী আইন’ লঙ্ঘন করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝাওকে দোষী সাব্যস্ত করার পর তাঁকে কারাদণ্ড দেন সিয়াটলের একটি আদালত। বিচারের সময় সরকারি কৌঁসুলিরা তাঁর তিন বছরের সাজার জন্য চাপ দিলেও একজন মার্কিন বিচারক তাঁকে চার মাসের সাজা দিয়েছেন। কারণ আদালত ঝাও-এর অতীত আচরণের ইতিবাচক বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাংপেং ঝাও-এর কারাদণ্ড তাঁকে সর্বকালের সবচেয়ে ধনী বন্দীদের মধ্যে অন্যতম করে তুলবে। বিনান্সের মালিকানার মাধ্যমে বর্তমানে তিনি প্রায় ৩৩ বিলিয়ন ডলারের মালিক। গত বছর মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তির অংশ হিসাবে বিনান্সের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল ৪৭ বছর বয়সী চ্যাংপেং ঝাওকে। তবে এখনো তিনি বিনান্সের প্রায় ৯০ শতাংশ শেয়ার নিজের মালিকানায় রেখেছেন।
এএফপির তথ্যমতে, চ্যাংপেং ঝাও মার্কিন মানি লন্ডারিং বিরোধী আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে অভিযোগ নিষ্পত্তির জন্য ৪.৩ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছিল তাঁর প্রতিষ্ঠান বিনান্স।
তিন বছরের কারাদণ্ড দেওয়ার সুপারিশের বিরুদ্ধে ঝাওয়ের আইনজীবীরা বিনান্সে তাঁর দায়িত্ব গ্রহণের পাশাপাশি জনহিতকর কাজের রেকর্ডগুলোও উল্লেখ করেন। ফলে বিচারকেরা তাঁর প্রতি কিছুটা সদয় ছিলেন।
অর্থ লেনদেন প্রতিষ্ঠান বিনান্স ২০১৭ সালে তৈরি করা হয়েছিল। এটি আত্মপ্রকাশের পর ক্রিপটো ট্রেডিং মার্কেটের বেশির ভাগ অংশকে কোণঠাসা করে দিয়েছিল। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে একজন বিলিয়নিয়ারে পরিণত হন এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী চ্যাংপেং ঝাও। তবে সাম্প্রতিক সময়ে ক্রিপটো বাজারগুলোতে ধস নামলে এই প্রতিষ্ঠানটিও বিপুল মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি ধসে পড়া ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্স-এর প্রধান নির্বাহী স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড কয়েক বিলিয়ন ডলার জালিয়াতির দায়ে ২৫ বছরের সাজা পেয়েছেন।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
৯ মিনিট আগে
ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৪ ঘণ্টা আগে