
পাঁচ বছরের কম বয়সী শিশুদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ফাইজার ও বায়োএনটেকের এসংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া শুরু হওয়ার পর মার্কিন সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আশা করা হচ্ছে, এ মাসের মধ্যেই সিদ্ধান্তটি বাস্তবায়িত হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বলছে, তারা শিশুদের জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের অনুমোদনের জন্য তথ্য জমা দিতে শুরু করেছে। তবে দুই থেকে চার বছর বয়সী শিশুদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল এখনো সম্পন্ন করেনি।
যুক্তরাষ্ট্রর খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার জানেট উডকক বলেন, ‘আমরা অগ্রাধিকার ভিত্তিতে শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর টিকা প্রদান করতে চাই। কারণ সম্প্রতি ওমিক্রনের সংক্রমণ দ্রততার সঙ্গে বাড়ছে।
ওষুধ সংস্থাগুলো বলছে, তারা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের পরিকল্পিত তিন-ডোজ টিকার প্রথম দুটি ডোজ ব্যবহারের অনুমোদন চেয়েছে।
ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোর্লা বলেন, যদি দুটি ডোজের অনুমোদন পাওয়া যায়, তাহলে মার্কিন মা-বাবারা তাঁদের সন্তানদের জন্য একটি টিকার সিরিজ শুরু করার সুযোগ পাবেন। কোভিড-১৯-এর বর্তমান ধরন থেকে সুরক্ষা এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য শিশুদের তিনটি ডোজ দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ফাইজার ও বায়োএনটেক একটি নির্দিষ্ট বয়সীদের ওপর ৩ মাইক্রোগ্রাম, ৫ থেকে ১০ বছর বয়সীদের ওপর ১০ মাইক্রোগ্রাম এবং ১২ বছর বয়সীদের ওপর ৩০ মাইক্রোগ্রাম ডোজ পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে।

পাঁচ বছরের কম বয়সী শিশুদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ফাইজার ও বায়োএনটেকের এসংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া শুরু হওয়ার পর মার্কিন সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আশা করা হচ্ছে, এ মাসের মধ্যেই সিদ্ধান্তটি বাস্তবায়িত হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বলছে, তারা শিশুদের জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের অনুমোদনের জন্য তথ্য জমা দিতে শুরু করেছে। তবে দুই থেকে চার বছর বয়সী শিশুদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল এখনো সম্পন্ন করেনি।
যুক্তরাষ্ট্রর খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার জানেট উডকক বলেন, ‘আমরা অগ্রাধিকার ভিত্তিতে শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর টিকা প্রদান করতে চাই। কারণ সম্প্রতি ওমিক্রনের সংক্রমণ দ্রততার সঙ্গে বাড়ছে।
ওষুধ সংস্থাগুলো বলছে, তারা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের পরিকল্পিত তিন-ডোজ টিকার প্রথম দুটি ডোজ ব্যবহারের অনুমোদন চেয়েছে।
ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোর্লা বলেন, যদি দুটি ডোজের অনুমোদন পাওয়া যায়, তাহলে মার্কিন মা-বাবারা তাঁদের সন্তানদের জন্য একটি টিকার সিরিজ শুরু করার সুযোগ পাবেন। কোভিড-১৯-এর বর্তমান ধরন থেকে সুরক্ষা এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য শিশুদের তিনটি ডোজ দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ফাইজার ও বায়োএনটেক একটি নির্দিষ্ট বয়সীদের ওপর ৩ মাইক্রোগ্রাম, ৫ থেকে ১০ বছর বয়সীদের ওপর ১০ মাইক্রোগ্রাম এবং ১২ বছর বয়সীদের ওপর ৩০ মাইক্রোগ্রাম ডোজ পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে।

ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
২ ঘণ্টা আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
৪ ঘণ্টা আগে