Ajker Patrika

কানাডাকে অঙ্গরাজ্য আর ট্রুডোকে গভর্নর বলে ট্রাম্পের বিদ্রূপ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০০: ৫৪
ফাইল ছবি
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বিদ্রূপ করে ‘কানাডা প্রদেশের গভর্নর’ বলে উল্লেখ করেছেন। নিজের মালিকানাধীন ‘ট্রুথ’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প এমন মন্তব্য করেন।

ট্রুথ পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মহৎ কানাডা প্রদেশের গভর্নর জাস্টিন ট্রুডোর সঙ্গে ডিনার করে দারুণ সময় কাটালাম। আমি গভর্নরের সঙ্গে আবার দেখা করার জন্য উন্মুখ, যাতে আমরা শুল্ক এবং বাণিজ্য নিয়ে গভীর আলোচনা চালিয়ে যেতে পারি। যার ফলাফল হবে সবার জন্য অসাধারণ!’

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম দা হিল জানিয়েছে, ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং চীনের ওপর শুল্ক বাড়ানোর কথা বলেছেন।

এদিকে অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, গত সোমবার হ্যালিফ্যাক্স চেম্বার অব কমার্সের একটি ইভেন্টে ট্রুডো ট্রাম্পের শুল্ক হুমকির প্রতিক্রিয়ায় বলেন, ‘আমেরিকানরা এখন বুঝতে শুরু করেছে যে, কানাডার ওপর শুল্ক আরোপ করলে জীবনযাত্রার খরচ অনেক বেড়ে যাবে।’

ট্রুডো আরও বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র এমন শুল্ক আরোপ করে, তবে কানাডা পাল্টা ব্যবস্থা নেবে। তবে ট্রাম্পের সঙ্গে কাজ করা এবার কিছুটা বেশি চ্যালেঞ্জিং হবে। কারণ তাঁর টিমের পরিকল্পনা এবারের নির্বাচনের পর অনেক বেশি সুস্পষ্ট।’

জানা গেছে, গত মাসে ট্রুডো এবং ট্রাম্প ফোনে কথা বলেছিলেন। এই কথা ‘ভালো আলোচনা’ বলে বর্ণনা করেছিলেন ট্রুডো। এ ছাড়াও চলতি মাসের শুরুর দিকে ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে যান ট্রুডো। সেই বৈঠককে উভয়েই ‘উৎপাদনশীল’ বলে উল্লেখ করেছেন।

গত রোববার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, তাঁর শুল্ক নীতির কারণে আমেরিকানদের জীবনযাত্রার খরচ বাড়বে কি-না, তা নিয়ে তিনি কোনো গ্যারান্টি দিতে পারেন না।

অর্থনীতিবিদরা কানাডা, মেক্সিকো এবং চীনের মতো গুরুত্বপূর্ণ মিত্রদের ওপর শুল্কের প্রভাব নিয়ে সতর্ক করেছেন। তবে ট্রাম্প এই উদ্বেগকে খুব একটা গুরুত্ব দেননি।

ট্রাম্পের মন্তব্য এবং ট্রুডোর পাল্টা প্রতিক্রিয়া নিয়ে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত