
চীনের হুঁশিয়ারির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে বৈঠক করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। বুধবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সিমি উপত্যকার রোনাল্ড রিগ্যান প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, তাইওয়ানের গণতন্ত্র হুমকির মুখে। তাই তিনি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চান। জবাবে ম্যাককার্থি বলেন, তাইওয়ানকে সব ধরনের সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তাইপের পূর্ণ স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত পাশে থাকবে ওয়াশিংটন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ও তাইওয়ানের প্রেসিডেন্টের এই বৈঠকে ক্ষুব্ধ চীন। এক বিবৃতিতে জানানো হয়, ম্যাকার্থির সঙ্গে সাইয়ের বৈঠক যেমনই হোক না কেন, এই উদ্যোগ চীনের জনগণের অনুভূতিতে আঘাত হেনেছে। এটি তাইওয়ানের বাসিন্দাদের ভুল বার্তা দিচ্ছে। এতে চীন-যুক্তরাষ্ট্র রাজনৈতিক সম্পর্ক প্রভাবিত হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
এর আগে মঙ্গলবার তাইওয়ানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানাতে জড়ো হন অনেকে। সেখানে চীনপন্থীরাও ভিড় করেন এবং ‘এক চীন’ বলে স্লোগান দেন। স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসাবে দাবি করে আসছে চীন। অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তাইপের যেকোনো আনুষ্ঠানিক বৈঠকেও বাধা দিয়ে আসছে বেইজিং।
গত বছর চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানের রাজধানী তাইপে সফর করেন সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর জেরে তাইওয়ান প্রণালির আশপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। এবার ম্যাককার্থি-সাইয়ের বৈঠক নতুন করে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল তৈরি করবে বলে মনে করেন বিশ্লেষকেরা।

চীনের হুঁশিয়ারির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে বৈঠক করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। বুধবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সিমি উপত্যকার রোনাল্ড রিগ্যান প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, তাইওয়ানের গণতন্ত্র হুমকির মুখে। তাই তিনি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চান। জবাবে ম্যাককার্থি বলেন, তাইওয়ানকে সব ধরনের সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তাইপের পূর্ণ স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত পাশে থাকবে ওয়াশিংটন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ও তাইওয়ানের প্রেসিডেন্টের এই বৈঠকে ক্ষুব্ধ চীন। এক বিবৃতিতে জানানো হয়, ম্যাকার্থির সঙ্গে সাইয়ের বৈঠক যেমনই হোক না কেন, এই উদ্যোগ চীনের জনগণের অনুভূতিতে আঘাত হেনেছে। এটি তাইওয়ানের বাসিন্দাদের ভুল বার্তা দিচ্ছে। এতে চীন-যুক্তরাষ্ট্র রাজনৈতিক সম্পর্ক প্রভাবিত হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
এর আগে মঙ্গলবার তাইওয়ানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানাতে জড়ো হন অনেকে। সেখানে চীনপন্থীরাও ভিড় করেন এবং ‘এক চীন’ বলে স্লোগান দেন। স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসাবে দাবি করে আসছে চীন। অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তাইপের যেকোনো আনুষ্ঠানিক বৈঠকেও বাধা দিয়ে আসছে বেইজিং।
গত বছর চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানের রাজধানী তাইপে সফর করেন সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর জেরে তাইওয়ান প্রণালির আশপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। এবার ম্যাককার্থি-সাইয়ের বৈঠক নতুন করে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল তৈরি করবে বলে মনে করেন বিশ্লেষকেরা।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৭ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
১২ মিনিট আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
২ ঘণ্টা আগে