
গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্ত করতে অঞ্চলটিতে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে এ বিষয়ে আলোচনার জন্য ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা ও কাতারের প্রধানমন্ত্রী মিসরে পৌঁছেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে যৌথ এক সংবাদ সম্মেলনে বাইডেন বিষয়টি জানান।
বাইডেন বলেন, ‘ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দী বিনিময় কার্যকর করতে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে গাজায় অন্তত ছয় সপ্তাহের একটি কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হবে, যা হয়তো আমাদের একটি দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের ভিত্তি স্থাপনের সুযোগ দেবে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আলোচনার মূল বিষয়গুলো এরই মধ্যে সবার সামনে উপস্থাপিত হয়েছে। তবে এখনো অনেকগুলো বিষয়ে দূরত্ব আছে। আমি ইসরায়েলি কর্মকর্তাদের আলোচনায় লেগে থেকে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে উৎসাহিত করেছি।’ এ সময় তিনি দৃঢ়ভাবে বলেন, ‘বিষয়টি নিশ্চিতে যা যা করা দরকার যুক্তরাষ্ট্র তা করবে।’
এদিকে, যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করতে ইসরায়েলি কর্মকর্তারা মিসরের রাজধানী কায়রোয় পৌঁছেছেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া, শিন বেতের প্রধান রোনান বার, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর লে. জেনারেল নিৎজান আলোন আজ মঙ্গলবার কায়রোয় পৌঁছান।
এ ছাড়া কায়রোতে উপস্থিত আছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান উইলিয়াম জে. বার্নস, মিসরীয় গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-থানি। মার্কিন কর্মকর্তাদের আশা, এই বৈঠক থেকে গাজায় একটি যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাবে।

গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্ত করতে অঞ্চলটিতে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে এ বিষয়ে আলোচনার জন্য ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা ও কাতারের প্রধানমন্ত্রী মিসরে পৌঁছেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে যৌথ এক সংবাদ সম্মেলনে বাইডেন বিষয়টি জানান।
বাইডেন বলেন, ‘ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দী বিনিময় কার্যকর করতে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে গাজায় অন্তত ছয় সপ্তাহের একটি কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হবে, যা হয়তো আমাদের একটি দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের ভিত্তি স্থাপনের সুযোগ দেবে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আলোচনার মূল বিষয়গুলো এরই মধ্যে সবার সামনে উপস্থাপিত হয়েছে। তবে এখনো অনেকগুলো বিষয়ে দূরত্ব আছে। আমি ইসরায়েলি কর্মকর্তাদের আলোচনায় লেগে থেকে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে উৎসাহিত করেছি।’ এ সময় তিনি দৃঢ়ভাবে বলেন, ‘বিষয়টি নিশ্চিতে যা যা করা দরকার যুক্তরাষ্ট্র তা করবে।’
এদিকে, যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করতে ইসরায়েলি কর্মকর্তারা মিসরের রাজধানী কায়রোয় পৌঁছেছেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া, শিন বেতের প্রধান রোনান বার, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর লে. জেনারেল নিৎজান আলোন আজ মঙ্গলবার কায়রোয় পৌঁছান।
এ ছাড়া কায়রোতে উপস্থিত আছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান উইলিয়াম জে. বার্নস, মিসরীয় গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-থানি। মার্কিন কর্মকর্তাদের আশা, এই বৈঠক থেকে গাজায় একটি যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে