
ইসরায়েলি সামরিক বাহিনীর পাঁচটি ইউনিট পৃথক ঘটনায় মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তারা বলেছে, অনুসন্ধানে তাদের দায় খুঁজে পাওয়া গেছে। তবে মানবাধিকার লঙ্ঘন করলেও মার্কিন সামরিক সমর্থন অব্যাহত রাখবে বলে তারা জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট বলেছে, জড়িত সমস্ত ঘটনা বর্তমান যুদ্ধের আগে গাজার বাইরে সংঘটিত হয়েছিল।
তারা জানিয়েছে, ইতিমধ্যে ইসরায়েল চারটি ইউনিটে সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে, আর পঞ্চমটিতে ‘অতিরিক্ত তথ্য’ দিয়েছে। এর অর্থ হলো, সমস্ত ইউনিট মার্কিন সামরিক সহায়তার জন্য যোগ্য থাকবে।
ওয়াশিংটন ইসরায়েলের প্রধান সামরিক সমর্থক। তারা প্রতিবছর তিন বিলিয়ন মূল্যের অস্ত্র এবং প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করে।
মার্কিন সরকারের যে কোনো ইসরায়েলি ইউনিটের জন্য এ ধরনের ঘোষণা এটিই প্রথম বলে জানা গেছে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, পাঁচটি নিরাপত্তা বাহিনীর ইউনিট মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছে।
বেদান্ত প্যাটেল বলেন, ‘এই ইউনিটগুলোর মধ্যে চারটি কার্যকরভাবে এই লঙ্ঘনের প্রতিকার করেছে, যা আমরা অংশীদাররা আশা করি।’
আরেক ইউনিটের বিষয়ে বেদান্ত প্যাটেল বলেন, ‘বাকি একটি ইউনিটের জন্য আমরা ইসরায়েল সরকারের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে তারা অতিরিক্ত তথ্য জমা দিয়েছে।’
বেদান্ত আরও বলেন, ‘আমরা একটি প্রক্রিয়ায় তাদের সঙ্গে জড়িত আছি, যখন সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তখন আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে যাব।’
সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে সব ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
১৯৯৭ সালে তৎকালীন সিনেটর প্যাট্রিক লেহি দ্বারা তৈরি করা আমেরিকার ‘লেহি আইন’ এর অধীনে, একটি বিদেশি সামরিক ইউনিট মানবাধিকারের চরম লঙ্ঘন করলে তাদের মার্কিন সামরিক সহায়তা থেকে বাদ দেওয়া যেতে পারে।
মার্কিন সরকার বলেছে, লেহি আইন বাস্তবায়ন করতে তারা নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম এবং ধর্ষণকে এ ধরনের লঙ্ঘন হিসাবে বিবেচনা করে।
যুক্তরাষ্ট্র পঞ্চম ইউনিটে সামরিক সহায়তা কমানোর ঘোষণার দ্বারপ্রান্তে ছিল বলে জানা গেছে, তবে ইসরায়েল থেকে নতুন তথ্যের অর্থ হল তারা পরে সিদ্ধান্ত নেবে।
জড়িত ইউনিটটি নেতজাহ ইয়াহুদা ব্যাটালিয়ন বলে জানা গেছে, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত শুধু পুরুষদের নিয়ে একটি বিশেষ ইউনিট যেখানে অতি-অর্থোডক্স ইহুদিরা কাজ করে।
২০২২ সালে ৮০ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান ওমর আসাদের মৃত্যু হয়েছিল ইসরায়েলি সেনাদের দ্বারা। পশ্চিম তীরের একটি গ্রামে সৈন্যরা তাঁকে বেঁধে নির্যাতন করে হত্যা করে।
সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পুঙ্খানুপুঙ্খ অপরাধ তদন্ত এবং সম্পূর্ণ জবাবদিহিতার আহ্বান জানায়।

ইসরায়েলি সামরিক বাহিনীর পাঁচটি ইউনিট পৃথক ঘটনায় মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তারা বলেছে, অনুসন্ধানে তাদের দায় খুঁজে পাওয়া গেছে। তবে মানবাধিকার লঙ্ঘন করলেও মার্কিন সামরিক সমর্থন অব্যাহত রাখবে বলে তারা জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট বলেছে, জড়িত সমস্ত ঘটনা বর্তমান যুদ্ধের আগে গাজার বাইরে সংঘটিত হয়েছিল।
তারা জানিয়েছে, ইতিমধ্যে ইসরায়েল চারটি ইউনিটে সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে, আর পঞ্চমটিতে ‘অতিরিক্ত তথ্য’ দিয়েছে। এর অর্থ হলো, সমস্ত ইউনিট মার্কিন সামরিক সহায়তার জন্য যোগ্য থাকবে।
ওয়াশিংটন ইসরায়েলের প্রধান সামরিক সমর্থক। তারা প্রতিবছর তিন বিলিয়ন মূল্যের অস্ত্র এবং প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করে।
মার্কিন সরকারের যে কোনো ইসরায়েলি ইউনিটের জন্য এ ধরনের ঘোষণা এটিই প্রথম বলে জানা গেছে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, পাঁচটি নিরাপত্তা বাহিনীর ইউনিট মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছে।
বেদান্ত প্যাটেল বলেন, ‘এই ইউনিটগুলোর মধ্যে চারটি কার্যকরভাবে এই লঙ্ঘনের প্রতিকার করেছে, যা আমরা অংশীদাররা আশা করি।’
আরেক ইউনিটের বিষয়ে বেদান্ত প্যাটেল বলেন, ‘বাকি একটি ইউনিটের জন্য আমরা ইসরায়েল সরকারের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে তারা অতিরিক্ত তথ্য জমা দিয়েছে।’
বেদান্ত আরও বলেন, ‘আমরা একটি প্রক্রিয়ায় তাদের সঙ্গে জড়িত আছি, যখন সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তখন আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে যাব।’
সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে সব ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
১৯৯৭ সালে তৎকালীন সিনেটর প্যাট্রিক লেহি দ্বারা তৈরি করা আমেরিকার ‘লেহি আইন’ এর অধীনে, একটি বিদেশি সামরিক ইউনিট মানবাধিকারের চরম লঙ্ঘন করলে তাদের মার্কিন সামরিক সহায়তা থেকে বাদ দেওয়া যেতে পারে।
মার্কিন সরকার বলেছে, লেহি আইন বাস্তবায়ন করতে তারা নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম এবং ধর্ষণকে এ ধরনের লঙ্ঘন হিসাবে বিবেচনা করে।
যুক্তরাষ্ট্র পঞ্চম ইউনিটে সামরিক সহায়তা কমানোর ঘোষণার দ্বারপ্রান্তে ছিল বলে জানা গেছে, তবে ইসরায়েল থেকে নতুন তথ্যের অর্থ হল তারা পরে সিদ্ধান্ত নেবে।
জড়িত ইউনিটটি নেতজাহ ইয়াহুদা ব্যাটালিয়ন বলে জানা গেছে, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত শুধু পুরুষদের নিয়ে একটি বিশেষ ইউনিট যেখানে অতি-অর্থোডক্স ইহুদিরা কাজ করে।
২০২২ সালে ৮০ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান ওমর আসাদের মৃত্যু হয়েছিল ইসরায়েলি সেনাদের দ্বারা। পশ্চিম তীরের একটি গ্রামে সৈন্যরা তাঁকে বেঁধে নির্যাতন করে হত্যা করে।
সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পুঙ্খানুপুঙ্খ অপরাধ তদন্ত এবং সম্পূর্ণ জবাবদিহিতার আহ্বান জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
১ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
১ ঘণ্টা আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
২ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১১ ঘণ্টা আগে