
করোনার বিরুদ্ধে লড়তে প্রতি বছরই একজন ব্যক্তিকে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের ভ্যাকসিন নেওয়া লাগতে পারে। এছাড়া ফাইজারের করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার ১২ মাসের মধ্যে তৃতীয় বুস্টার ডোজেরও প্রয়োজন হতে পারে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা।
মার্কিন কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী বলেন, এখন পর্যন্ত অবস্থা হচ্ছে হয়ত ৬ থেকে ১২ মাসের মধ্যে তৃতীয় আরেকটি বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে। এবং পরে প্রতি বছর ভ্যাকসিন নিতে হতে পারে। তবে এখনও কোনো কিছুই নিশ্চিত নয়।
তিনি বলেন, করোনাভাইরাসের নতুন নতুন স্ট্রেইনগুলোর ওপর অনেককিছু নির্ভর করছে।
করোনাভাইরাসের ভ্যাকসিনগুলোর কার্যকারিতা কতদিন থাকবে এ ব্যাপারে গবেষকরা এখনও নিশ্চিত নন। এর আগে ফাইজার জানিয়েছিল তাদের উৎপাদিত ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯৫ ভাগ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম।
এর আগে এক সাক্ষাৎকারে বোরলা বলেছেন, ভ্যাকসিন অনেক দামি। এই ভ্যাকসিন দেওয়ার কারণে মানুষের জীবন বেঁচে যাচ্ছে। কিন্তু আমরা এটি খাবারের দামে বিক্রি করছি।
কয়েক মাস আগে বেলজিয়াম সরকারের প্রকাশিত এক তথ্য অনুযায়ী, ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো যে সব ভ্যাকসিন নিয়েছে তার মধ্যে সবচেয়ে দামি হলো ফাইজারের ভ্যাকসিন।
বুলগেরিয়ান প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ এই সপ্তাহের শুরুতে বলেছেন, ভ্যাকসিনের দাম বাড়িয়ে দিচ্ছে ফাইজার। একটি ডোজের দাম ১২ ইউরো থেকে বেড়ে ১৯ দশমিক ৫০ ইউরোতে দাঁড়িয়েছে। যেখানে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের একটি ডোজ দুই ইউরোতে পাওয়া যাচ্ছে।
বোরলা দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতো উন্নত দেশগুলোতে বেশি দামে ভ্যাকসিনগুলো বিক্রি হবে। মধ্যম আয়ের দেশগুলোতে এর চেয়ে আরও কম দামে যাবে। এছাড়া দরিদ্র দেশগুলোতে নাম মাত্র মূল্যে ভ্যাকসিনগুলো বিক্রি হবে।

করোনার বিরুদ্ধে লড়তে প্রতি বছরই একজন ব্যক্তিকে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের ভ্যাকসিন নেওয়া লাগতে পারে। এছাড়া ফাইজারের করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার ১২ মাসের মধ্যে তৃতীয় বুস্টার ডোজেরও প্রয়োজন হতে পারে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা।
মার্কিন কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী বলেন, এখন পর্যন্ত অবস্থা হচ্ছে হয়ত ৬ থেকে ১২ মাসের মধ্যে তৃতীয় আরেকটি বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে। এবং পরে প্রতি বছর ভ্যাকসিন নিতে হতে পারে। তবে এখনও কোনো কিছুই নিশ্চিত নয়।
তিনি বলেন, করোনাভাইরাসের নতুন নতুন স্ট্রেইনগুলোর ওপর অনেককিছু নির্ভর করছে।
করোনাভাইরাসের ভ্যাকসিনগুলোর কার্যকারিতা কতদিন থাকবে এ ব্যাপারে গবেষকরা এখনও নিশ্চিত নন। এর আগে ফাইজার জানিয়েছিল তাদের উৎপাদিত ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯৫ ভাগ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম।
এর আগে এক সাক্ষাৎকারে বোরলা বলেছেন, ভ্যাকসিন অনেক দামি। এই ভ্যাকসিন দেওয়ার কারণে মানুষের জীবন বেঁচে যাচ্ছে। কিন্তু আমরা এটি খাবারের দামে বিক্রি করছি।
কয়েক মাস আগে বেলজিয়াম সরকারের প্রকাশিত এক তথ্য অনুযায়ী, ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো যে সব ভ্যাকসিন নিয়েছে তার মধ্যে সবচেয়ে দামি হলো ফাইজারের ভ্যাকসিন।
বুলগেরিয়ান প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ এই সপ্তাহের শুরুতে বলেছেন, ভ্যাকসিনের দাম বাড়িয়ে দিচ্ছে ফাইজার। একটি ডোজের দাম ১২ ইউরো থেকে বেড়ে ১৯ দশমিক ৫০ ইউরোতে দাঁড়িয়েছে। যেখানে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের একটি ডোজ দুই ইউরোতে পাওয়া যাচ্ছে।
বোরলা দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতো উন্নত দেশগুলোতে বেশি দামে ভ্যাকসিনগুলো বিক্রি হবে। মধ্যম আয়ের দেশগুলোতে এর চেয়ে আরও কম দামে যাবে। এছাড়া দরিদ্র দেশগুলোতে নাম মাত্র মূল্যে ভ্যাকসিনগুলো বিক্রি হবে।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৫ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৬ ঘণ্টা আগে