
সশস্ত্র গোষ্ঠী তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই নীরবতা পালন করছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবশেষে তিনি নীরবতা ভেঙে আফগানিস্তান ইস্যুতে বক্তব্য দিয়েছেন।
গতকাল সোমবার (১৬ আগস্ট) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জো বাইডেন বলেন, ‘আফগানিস্তানে দেশ গঠনের কোনো লক্ষ্যই ছিল না যুক্তরাষ্ট্রের। তবে জঙ্গি হামলা মোকাবিলার যে লক্ষ্য ছিল, সেটি সফল হয়েছে। আল কায়দাকে দুর্বল করে দেওয়া হয়েছে। আফগানিস্তানে আমাদের অভিযানের একটাই লক্ষ্য ছিল, যেন যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলার জন্য দেশটির মাটি ব্যবহার না হয়।’
জো বাইডেন বলেন, ‘যেখানে আফগান বাহিনী নিজেদের জন্যই লড়াই করতে চায় না, সেখানে যুদ্ধ করে আমেরিকান বাহিনীর নিহত হওয়া উচিত না।’
সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সমালোচনা থাকলেও বাইডেন বলেন, ‘আফগানিস্তানে মার্কিন সামরিক সম্পৃক্ততার অবসানই সঠিক সিদ্ধান্ত।’
বাইডেন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে আমি আফগানিস্তানে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছি। পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে আফগানিস্তানে যুদ্ধ পরিচালনার জন্য আমি আর এই যুদ্ধের দায় রাখতে চাই না।’
উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান। অবশেষে গত রোববার (১৫ আগস্ট) পুরো আফগানিস্তানের দখল নেয় সশস্ত্র গোষ্ঠীটি। তালেবানের ক্ষমতা দখলের পর অনেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দুষেছেন। আফগানিস্তান ইস্যুতে বাইডেনের পদত্যাগ দাবি করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সশস্ত্র গোষ্ঠী তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই নীরবতা পালন করছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবশেষে তিনি নীরবতা ভেঙে আফগানিস্তান ইস্যুতে বক্তব্য দিয়েছেন।
গতকাল সোমবার (১৬ আগস্ট) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জো বাইডেন বলেন, ‘আফগানিস্তানে দেশ গঠনের কোনো লক্ষ্যই ছিল না যুক্তরাষ্ট্রের। তবে জঙ্গি হামলা মোকাবিলার যে লক্ষ্য ছিল, সেটি সফল হয়েছে। আল কায়দাকে দুর্বল করে দেওয়া হয়েছে। আফগানিস্তানে আমাদের অভিযানের একটাই লক্ষ্য ছিল, যেন যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলার জন্য দেশটির মাটি ব্যবহার না হয়।’
জো বাইডেন বলেন, ‘যেখানে আফগান বাহিনী নিজেদের জন্যই লড়াই করতে চায় না, সেখানে যুদ্ধ করে আমেরিকান বাহিনীর নিহত হওয়া উচিত না।’
সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সমালোচনা থাকলেও বাইডেন বলেন, ‘আফগানিস্তানে মার্কিন সামরিক সম্পৃক্ততার অবসানই সঠিক সিদ্ধান্ত।’
বাইডেন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে আমি আফগানিস্তানে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছি। পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে আফগানিস্তানে যুদ্ধ পরিচালনার জন্য আমি আর এই যুদ্ধের দায় রাখতে চাই না।’
উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান। অবশেষে গত রোববার (১৫ আগস্ট) পুরো আফগানিস্তানের দখল নেয় সশস্ত্র গোষ্ঠীটি। তালেবানের ক্ষমতা দখলের পর অনেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দুষেছেন। আফগানিস্তান ইস্যুতে বাইডেনের পদত্যাগ দাবি করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসলামি প্রজাতন্ত্র ইরান জুড়ে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে প্রাণহানীর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং তাদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে।
১ ঘণ্টা আগে
অভিযোগ, ওই নারী ছুরি দিয়ে লোকটির গোপনাঙ্গে আঘাত করেছেন। বর্তমানে আহত ব্যক্তি মুম্বাইয়ের সায়ন হাসপাতালে চিকিৎসাধীন এবং অভিযুক্ত নারী পলাতক রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁরা একে অপরের আত্মীয়। অভিযুক্ত নারী ভুক্তভোগীর বোনের ননদ। গত ছয়-সাত বছর ধরে তাঁদের মধ্যে এক অবৈধ সম্পর্ক চলছিল।
১ ঘণ্টা আগে
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনেটর রানা সানাউল্লাহ পাকিস্তানের শীর্ষ পাঁচ ব্যক্তিত্বের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন যোগাযোগের ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি স্পষ্ট করেই বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে এই আস্থার পরিবেশ তৈরি না হলে দেশে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে
আফগানিস্তানে দীর্ঘ খরা শেষে ভারী বৃষ্টি আর তুষারপাত শুরু হয়েছে। এই বৃষ্টি কিছু স্বস্তি দিলেও সেই স্বস্তি দ্রুতই বিষাদে রূপ নিয়েছে। প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ১১ জন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে