
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে এক বছরে প্রায় ৯৭ হাজার ভারতীয় গ্রেপ্তার হয়েছে। মার্কিন সরকারের তথ্য অনুসারে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পরিমাণ ভারতীয় গ্রেপ্তার হয়েছে। যা বিগত পাঁচ বছর আগের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয়দের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রচেষ্টার হার বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (ইউসিবিপি) তথ্য বলছে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর ৯৬ হাজার ৯১৭ জন ভারতীয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে।
ইউসিবিপি-এর তথ্য বলছে, ২০১৯-২০ সালে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছিল ১৯ হাজার ৮৮৩ জন ভারতীয়। ২০২০-২১ সালে গ্রেপ্তার হয়েছিল ৩০ হাজার ৬৬২ জন ভারতীয় এবং ২০২১-২২ সালে গ্রেপ্তার হয়েছিল ৬৩ হাজার ৯২৭ জন ভারতীয়। ইউসিবিপি-এর তথ্য মতে, ৯৭ হাজার জনের মধ্যে ৩০ হাজার ১০ জন গ্রেপ্তার হয়েছে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে, ৪১ হাজার ৭৭০ জন গ্রেপ্তার হয়েছে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে। বাকিরা অন্যান্য পথে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার হয়েছে।
মার্কিন সরকারের তথ্যানুসারে গ্রেপ্তারকৃত ভারতীয়দের চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, পরিবারের সঙ্গে আসা শিশু, পরিবারের সঙ্গে আসা একক ব্যক্তি, একক ব্যক্তি এবং সঙ্গীহীন শিশু। এই চার শ্রেণির মধ্যে একক ব্যক্তির পরিমাণই সবচেয়ে বেশি। ২০২২-২৩ সালের সময়সীমার মধ্যে প্রায় ৮৪ হাজার প্রাপ্তবয়স্ক ভারতীয় যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৭৩০ জন পরিবারের সঙ্গে আসা শিশু।

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে এক বছরে প্রায় ৯৭ হাজার ভারতীয় গ্রেপ্তার হয়েছে। মার্কিন সরকারের তথ্য অনুসারে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পরিমাণ ভারতীয় গ্রেপ্তার হয়েছে। যা বিগত পাঁচ বছর আগের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয়দের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রচেষ্টার হার বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (ইউসিবিপি) তথ্য বলছে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর ৯৬ হাজার ৯১৭ জন ভারতীয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে।
ইউসিবিপি-এর তথ্য বলছে, ২০১৯-২০ সালে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছিল ১৯ হাজার ৮৮৩ জন ভারতীয়। ২০২০-২১ সালে গ্রেপ্তার হয়েছিল ৩০ হাজার ৬৬২ জন ভারতীয় এবং ২০২১-২২ সালে গ্রেপ্তার হয়েছিল ৬৩ হাজার ৯২৭ জন ভারতীয়। ইউসিবিপি-এর তথ্য মতে, ৯৭ হাজার জনের মধ্যে ৩০ হাজার ১০ জন গ্রেপ্তার হয়েছে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে, ৪১ হাজার ৭৭০ জন গ্রেপ্তার হয়েছে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে। বাকিরা অন্যান্য পথে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার হয়েছে।
মার্কিন সরকারের তথ্যানুসারে গ্রেপ্তারকৃত ভারতীয়দের চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, পরিবারের সঙ্গে আসা শিশু, পরিবারের সঙ্গে আসা একক ব্যক্তি, একক ব্যক্তি এবং সঙ্গীহীন শিশু। এই চার শ্রেণির মধ্যে একক ব্যক্তির পরিমাণই সবচেয়ে বেশি। ২০২২-২৩ সালের সময়সীমার মধ্যে প্রায় ৮৪ হাজার প্রাপ্তবয়স্ক ভারতীয় যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৭৩০ জন পরিবারের সঙ্গে আসা শিশু।

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
৫ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে